গরু এবং মহিষের খামার। পর্ব: ০১

in আমার বাংলা ব্লগ11 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ গরু এবং মহিষের খামারে গিয়ে আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


IMG_20240427_091128.jpg


আসলে বর্তমান সময়ে আমরা বাইরের যেসব খাবার খাই সেসব খাবার আমাদের শরীরে পক্ষে তেমন ভালো নয়। কারণ এই ধরনের খাবারে বিভিন্ন প্রকার ভেজাল মেশানো হয়। আসলে আগেকার মানুষ বেশিদিন বাঁচতো কারণ তারা যেসব খাবার খেত সেসব খাবারে কখনো ভেজাল মেশানো থাকতো না। এজন্য আগেরকার মানুষের গড় আয়ু অনেক বেশি থাকে। এছাড়াও তাদের শরীরে কোন মারাত্মক রোগ আক্রান্ত করতে পারত না। আসলে বর্তমান সময়ে আমরা যেসব ভেজাল খাবার খাই সেসব খাবার খেলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায়। আর এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার ফলে বিভিন্ন রোগ আমাদের শরীরে আক্রমণ করে।


IMG_20240427_091132.jpg


কিন্তু বর্তমান সময়ে বাইরের খাবার না খেয়ে কোন উপায় নেই। কারণ এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে এবং মানুষ তার বাড়িতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের জন্য সময় পায় না। এছাড়াও আগেরকার মত সময়ে এখন বাড়িতে বেশি জায়গা থাকে না। তাইতো তাদের সবাইকে বাজার থেকে বিভিন্ন ধরনের শাকসবজি কিনে খেতে হয়। আসলে বাজারের শাকসবজি টাটকা থাকার প্রধান কারণ হলো এতে বিভিন্ন রাসায়নিক মেশানো হয়। এছাড়াও আমরা বাইরে থেকে যেসব প্যাকেটে দুধ কিনে খায় সেইসব দুধ কখনোই খাঁটি দুধ হতে পারে না।


IMG_20240427_091138.jpg


কারণ এইসব দুধ অনেকদিন ভালো রাখার জন্য এতে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হয়। যাই হোক আমি অনেকদিন ধরে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মহিষ এবং গরুর বড় খামার রয়েছে। যদিও আমাদের যখন দুধ খেতে ইচ্ছা করে তখন আমরা বাইরের দোকান থেকে দুধ না কিনে ওই খামারে চলে যাই। আসলে ওই খামারের যে মালিক তিনি আমাকে খুব ভালোভাবেই চেনেন। কারণ আমরা প্রায় ৮-৯ বছর ধরে উনার খামারের গরুর দুধ খাচ্ছি। আসলে শুধুমাত্র গরুর দুধ নয়, ওখানে মহিষের দুধও পাওয়া যায়।


IMG_20240427_091144.jpg


আসলে আমরা যখন সর্বপ্রথম উনার কাছ থেকে দুধ কিনতাম তখন গরুর দুধ লিটার প্রতি ৪০ টাকা এবং মহিষের দুধ লিটার প্রতি ৫০ টাকা ছিল এবং ক্রমশ দাম বাড়তে বাড়তে বর্তমান সময়ে গরুর দুধ লিটার প্রতি ৮০ টাকা এবং মহিষের দুধ লিটার প্রতি ৯০ টাকা এসে দাঁড়িয়েছে। আসলে সময়ের সাথে সাথে গরুর এবং মহিষের দুধের দাম বৃদ্ধি পেয়েছে। আসলে উনাদেরকে এই দুধের দাম বৃদ্ধি করার অনেক কারণ রয়েছে। কারণ ওনারা বাইরে থেকে এই গরু এবং মহিষের জন্য যে খাবার কিনে আনেন তাও তাদের অতিরিক্ত টাকা দিয়ে কিনে আনতে হয়।


IMG_20240427_091158.jpg


যাই হোক হঠাৎ করে ভাবলাম যে আমি যেখান থেকে দুধ কিনে নিয়ে আসি আজ তার একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়। আসলে আমি যেদিন দুধ নেবো সেদিন খুব সকালবেলা ভোরে ওই দাদাকে কল করে দিই। আসলে উনাকে যদি আমি কল না করি তাহলে হয়তোবা আমি ঐদিন আর দুধ পাবো না। কারণ প্রতিদিন দুটো তিনটে গাড়িতে করে ওই দুধ নিয়ে শহরে চলে যাওয়া হয়। এছাড়াও আমি যদি উনাকে কল করে দুধ রাখতে বলি তখন উনি আমার জন্য আলাদা করে দুধ রেখে দেন। যাইহোক সকালবেলা উঠে আমি দাদাকে চার-পাঁচ বার কল করলাম। কিন্তু উনি আমার কোন কলের উত্তর দেননি।

IMG_20240427_091210.jpg


কারণ উনি গরুর খামারে অনেক বেশি ব্যস্ত ছিল। আসলে এটিকে গরুর খামার বলবো না মহিষের খামার বলব এটা একটা ভাবনার বিষয়। কারণ এই খামারে গরু অপেক্ষা মহিষের সংখ্যা অনেক বেশি। এছাড়াও মহিষের দুধ গরুর দুধ থেকে অনেকটা গাঢ় হয় এবং মহিষের দুধের প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। আর এজন্য গরুর দুধ অপেক্ষা মহিষের দুধের দাম লিটার প্রতি ১০ টাকা বেশি। যদিও উনার খামারে সব সময় মহিষের দুধ পাওয়া যায়। কিন্তু গরুর সংখ্যা কম থাকায় এখানে গরুর দুধ পেতে গেলে আমাকে আগে থেকে ওনাকে কল করতে হয়। এজন্য প্রতিদিন আমি আসার আগে উনাকে আমি কল করে দিই।

ক্যামেরা পরিচিতি : HUAWEI
ক্যামেরা মডেল : BKK-AL 10
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 27/04/2024



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 11 days ago 

মহিষের দুধ কখনো খাওয়া হয়নি। আপনার পোস্ট পড়েই জানলাম গরুর চেয়ে মহিষের দুধের দাম বেশি। গরুর খামার সর্বত্রই দেখা যায় কিন্তু মহিষের খামার আমার দেখা হয়নি। আপনি ঠিকেই বলেছেন গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দুখের দাম অনেক বেড়ে গেছে। তাছাড়া ভেজালমুক্ত দুধ পাওয়াও মুশকিল। গ্রামের বাড়িতে দুধের যে স্বাদ পাই ঢাকায় তা পাইনা। আপনার আজকের গরু এবং মহিষের খামার,পর্ব-১ পোস্টটি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 11 days ago 

অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট করে। আসলে এখন তোর শাকসবজি গুলো বিভিন্ন রাসায়নিকের ফলে টাটকা লাগলে সেগুলোর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর গরুর মাংসের খাঁটি দুধ আমাদের শরীরের জন্য খুবই উপকার সেগুলো খুবই কম খাওয়ানো হয় পরিবারের মানুষদের কারণ প্যাকেটের দুধের প্রতি আমাদের ঝোক বেড়ে গেছে। মহিষের দুধ আজ পর্যন্ত আমার খাওয়া হয়নি তবে বিভিন্ন বিষয়ের সুন্দর এই পোস্ট দেখতে পারি বা ভালো লাগলো আমার। খামার বিষয়ে অনেক সুন্দর কথা বলেছেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61473.25
ETH 2969.27
USDT 1.00
SBD 3.48