অপকর্ম।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অপকর্ম সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে অপকর্ম করে বেড়ায় এবং এই অপকর্মের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের দুর্ভোগে দিন কাটাতে থাকে। যারা এই পৃথিবীতে অপকর্ম করে বেড়ায় তারা কখনো ভাল মানুষ হতে পারে না এবং সব সময় তাদের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা অপকর্ম করতে পারে তাদের কাছে কোন কিছু অসম্ভব বলে মনে হয় না এবং তারা মানুষের ক্ষতি করতে দুইবার কখনো চিন্তাভাবনা করবে না। এজন্য এই সকল মানুষদের থেকে সবসময় আমাদের দূরে থেকে থাকতে হবে এবং তাদেরকে কখনো আপন করতে নেই।
একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই পৃথিবীতে যারা অপকর্ম করে তাদের নিজেদের পরিবার বলতে কখনো কেউ থাকে না এবং তাদের পরিবার থাকলেও তাদের পরিবারের মানুষগুলো কখনো তাদেরকে ভালোবাসে না। আসলে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সবাই খুব সুন্দর ভাবে আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই তাহলে কিন্তু এই অপকর্ম কখনো করলে চলবে না এবং সব সময় নিজেদেরকে ভালো কাজের মধ্যে রাখতে হবে। আসলে আমরা যদি সব সময় ভালো কাজের মধ্যে থাকতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
এজন্য প্রত্যেকটি মানুষকে সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে এবং ভালো মানুষদের সাথে মেলামেশা করতে হবে। আসলে যারা ভাল মানুষ তারা কিন্তু সবসময় ভালো কাজ করে এবং তারা সবসময় চেষ্টা করে যাতে করে তারা মানুষের সাথে বিভিন্ন ধরনের সৎ ভাব বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যারা খারাপ মানুষ তারা কখনো অন্যের ভালো করতে চায় না বরং সবসময় চেষ্টা করে কি করে অন্যের ক্ষতি করা যায় এবং অন্যের কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে আমরা এই সকল মানুষদের ক্ষতির থেকে নিজেদেরকে কি করে বাঁচাতে পারি সেই জন্য চেষ্টা করব।
এই পৃথিবীতে যারা অপকর্মে লিপ্ত থাকে তাদের জীবনে কখনো সুখ-শান্তি আসে না এবং তারা সারা জীবন বিভিন্ন ধরনের অশান্তির ভিতরে দিন যাপন করে। আর এর ফলে তাদের জীবন থেকে সুখ শান্তি সব দূরে চলে যায় এবং একটা সময় তারা একাকী জীবন যাপন করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে একাকী জীবন যাপন করি এবং আমরা যদি সব সময় মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকি তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে আর ভালোবাসবে না এবং সব সময় আমরা দূরে সরে থাকবো। তাইতো আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনের ভালো কিছু করতে পারি এবং জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)