সবাইকে মেরি ক্রিসমাস।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
ছোটবেলা থেকেই সবাইকে মেরি ক্রিসমাস বলে উইশ করতাম ২৫শে ডিসেম্বর আসলেই। ২৫ শে ডিসেম্বর অনেক বড়দিন হিসেবে ছোটবেলা থেকেই সকলে জেনে থাকে। এই দিন থেকে নাকি দিন আবার বড় হতে শুরু করে এবং রাত ছোট হতে শুরু করে। ছোটবেলা থেকে এই দিন সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং অনেক ধারণা হয়েছে কিন্তু তা কতটা সত্য এবং কতটা মিথ্যে সেটা কখনো যাচাই করার ইচ্ছা হয়নি। আসলে সব কিছুর সত্যতা বিচার করতে নেই কিছু কিছু জিনিস যেমন চলছে সেই ভাবেই সুন্দরভাবে মেনে নেওয়া উচিত। যেমন এই ক্রিসমাসের দিনে শান্তা আসে গভীর রাতে এবং আমাদের মন পছন্দ উপহার দিয়ে যায়। বিভিন্ন রূপকথা আমরা এই দিনের সম্পর্কে শুনে থাকি যা ভেবেই ভালো লাগে এবং উপহার পেতে বেশ ভালো লাগে। কিন্তু এই জিনিসগুলোর যদি সত্যতা যাচাই করতে যাই তবে এর আনন্দ হয়তো থাকবে না তাই কিছু সত্যতা বিচার না করাই ভালো। তবে এই ক্রিসমাসের দিনে অর্থাৎ বড়দিনে সব থেকে আনন্দের বিষয় হলো কেক খাওয়া। একদম যখন ছোট ছিলাম তখন জানতাম না এই দিনে কেক খেতে হয়। তবে আস্তে আস্তে যত বড় হয়েছি তত বিশেষ দিন সম্পর্কে জানতে পেরেছি। আসলে এই ক্রিসমাস অর্থাৎ ২৫শে ডিসেম্বরের এই বড়দিন উদযাপন করা আসলে বিদেশীদের কালচার।
বর্তমানে আমরা এমন সমাজে বসবাস করছি এবং এমন পরিস্থিতিতে রয়েছি যে আমরা নিজের সংস্কৃতি ভুলে অন্যদের অর্থাৎ অন্য বিভিন্ন ধর্ম এবং দেশ-বিদেশের সংস্কৃতিকে আপন করে তুলেছি এবং তা নিজের সংস্কৃতির সাথে যুক্ত করে সেগুলোও উদযাপন করে চলেছি। আমরা দেশ-বিদেশের এবং অন্যান্য ধর্মের বিভিন্ন সংস্কৃতি এবং রীতিনীতি এত বেশি পছন্দ করি যে নিজের সংস্কৃতি এবং রীতিনীতি পালন করি আর না করি অন্যদের সাথে মিশে অন্যদের সংস্কৃতি আর রীতিনীতি অনেক বেশি আনন্দ সহকারে পালন করে চলেছি। তবে এতে একটা ভালো দিক অবশ্যই দেখা গেছে সেটা হল আমরা আরো অনেক বেশি উৎসব পেয়ে গেলাম আনন্দ উপভোগ করার জন্য। এই ২৫ শে ডিসেম্বর বড়দিন আমরা বিভিন্ন জায়গায় মেলা এবং উৎসব হতে দেখতে পারি এছাড়াও বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত গির্জা সুন্দর ভাবে সাজাতে দেখি এবং আলোয় আলোকিত হয়ে থাকতে দেখি। প্রত্যেকটি গির্জার গেট খুলে দেওয়া হয় প্রত্যেকটা ধর্মের মানুষের প্রবেশের জন্য। প্রত্যেক মানুষ এই বড়দিনে গির্জায় প্রবেশ করতে পারে এবং ভেতরের সুন্দর পরিবেশ ঘুরে দেখতে পারে। আর তার সাথে বাইরে সুন্দর মেলা বসতেও দেখা যায় এছাড়াও বিভিন্ন বড় বড় মাঠে মেলা হতে দেখা যায় এই সময়টাতে।
শীতকালের সবথেকে শ্রেষ্ঠ দিন যেন এটাই থাকে। এই বড়দিনে বাড়ির প্রত্যেকটা ছোট সদস্যর হাত ধরে বড়দের সারাদিন ঘুরে বেড়াতে দেখা যায়। সুন্দর গির্জার সাজসজ্জা আর তার সাথে বিভিন্ন ধরনের কাহিনীতে ঘেরা চারপাশের পরিবেশ এবং প্রত্যেকটি জিনিস বেশ ভালো লাগে দেখতে। এই একটা বিশেষ দিন যেন এই বিশেষ একটি স্থানের জন্যই প্রত্যেকের তোলা থাকে। ভীষণ সুন্দর এই গির্জার পরিবেশে যেমন প্রত্যেকের ঘুরতে আসতেই হয় তেমনই কলকাতার পার্ক স্ট্রিট সবার ঘুরতে যাওয়া যেন বাধ্যতামূলক হয়ে ওঠে। সুন্দর আলোক সজ্জায় পুরো রাস্তা সজ্জিত হয়ে থাকে এবং অন্যরকম একটা আকর্ষণ সৃষ্টি করে বড়দিনের এই বিশেষ দিনে কলকাতার পার্ক স্ট্রিট। প্রতিবছর ভীষণ ভিড় দেখা যায় এবং বিভিন্ন মানুষকে ঘুরতে যেতে দেখা যায় এই বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিট। ছোটবেলায় এবং কয়েক বছর আগে পর্যন্ত এই কলকাতার পার্ক স্ট্রিটে ঘুরতে গেলেও বর্তমানে আর যাওয়া হয় না। তবে ভীষণভাবে মিস করি ছোটবেলার সেই বড়দিনের ঘোরাঘুরিকে। ছোটবেলায় এমন একটা সময় ছিল যে সময় এই বড়দিন মানেই মনে হতো আজকের দিনটা সবথেকে বড়।
আসলে সবাই যেহেতু বড়দিন বলে আখ্যায়িত করতো এই ২৫ শে ডিসেম্বরের দিনকে তাই মনে হতো বছরের সবথেকে বড় দিন হয়তো এই দিনটিই হয়। ধীরে ধীরে আসল অর্থ বোঝার পরে এই দিনটির প্রতি একটা আলাদাই ভালোলাগা ভালোবাসা এবং আবেগ অনুভব হলো। ছোটবেলা থেকেই পঁচিশে ডিসেম্বর মানে ঘরে বিভিন্ন রকমের কেক চলে আসতো। এই পঁচিশে ডিসেম্বর আবার কখনো নিজের হাতে কেক কিনে আনতে হয়নি বাড়ির প্রত্যেকেই কেক কিনে আনতো এবং ঘরে বিভিন্ন প্রকারের অনেক কেক প্রস্তুত হয়ে যেত আবার কখনো একই ধরনের কেক দুটো চলে আসতো। বেশ মজা লাগতো তখনকার দিনগুলো। তবে জীবনে বড়দিনের একটা শখ ছিল যা আজও পূরণ হয়নি জানিনা ভবিষ্যতে কখনো পূরণ হবে কিনা। তবে আমার খুব ইচ্ছা ক্রিসমাসের যে বিশেষ গাছটি সেটি একবার ঘরে এনে সুন্দর করে সাজাবো এবং মনের মত করে ক্রিসমাসের এই বড় দিনটি মজা করে সুন্দরভাবে উদযাপন করব। এখনো যদিও বড়দিন বেশ ভালোই কাটে। আশা করি আজকের এই দিনটি সবার ভীষণ ভালো কাটবে এবং ভীষণ মজা করে কাটবে। সকলকে মেরি ক্রিসমাস।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

