সহ্য ক্ষমতা যত বাড়ে মানুষ ততই অমানুষী আচরণ করে।

in আমার বাংলা ব্লগ4 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1767939173629980223715369092870.png


সোর্স



এই পৃথিবীতে প্রত্যেকটা জীবজন্তুর যেমন সহ্য ক্ষমতা রয়েছে তেমন মানুষেরও অনেক বেশি সহ্য ক্ষমতা রয়েছে। তবে মানুষের সহ্য ক্ষমতা এতটাই যে মানুষ সহ্য করতে করতে একসময় নিঃস্ব হয়ে যেতে পারে বা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে আমাদের এমন ভাবে সহ্য কোন জিনিসই করা উচিত নয়। কারণ আমরা যদি বেশি সহ্য করা শুরু করি তবে মানুষ অমানুষের মত আচরণ করা শুরু করতে পারে। দেখা যায় একটি মানুষ অন্য একটি মানুষের খারাপ ব্যবহার যত সহ্য করে তত তার খারাপ ব্যবহার যেন দিন দিন বাড়তে থাকে আর ওই মানুষটি সহ্য করছে বলে এই মানুষটির অত্যাচার বিভিন্নভাবে বাড়তে থাকে এবং পরিবর্তন হতে থাকে। সহ্য করা মানুষটি কতটা সহ্য করতে পারছে বা তার কতটা কষ্ট হচ্ছে সেটা না ভেবেই মানুষকে যেহেতু সহ্য করছে তাই তার ওপর অনেক বেশি অসহ্যকর আচরণ করতে দেখা যায়। অনেক সময়ে দেখা যায় যে মানুষটি খারাপ ব্যবহার করছে সে ভুলেই যায় যে যে সহ্য করছে তার একটা সয্যেরসমা আছে, অতিরিক্ত খারাপ ব্যবহার বা খারাপ আচরণ শারীরিক এবং মানসিক অত্যাচার কোন মানুষই সহ্য করতে পারে না।


তবে এই কথাটা সবার আগে আমাদেরই বুঝতে হবে কারণ আমরা যত সহ্য করব মানুষ ততো আমাদের সাথে খারাপ ব্যবহার এবং খারাপ আচরণ করতে শুরু করবে। আমরা যদি অল্পতেই প্রতিবাদ না করি তবে আমাদের সামনের মানুষটি অনেক বেশি দুর্বল মনে করে এবং ভাবতে থাকে যে এর হয়তো এই সব জিনিসের খারাপই লাগছে না। আমাদের মনের আবেগ অনুভূতি কেউ কখনো বুঝবে না বা বোঝার চেষ্টাও করবে না তাই আমাদের খারাপ লাগাটা আমাদের বুঝিয়ে দিতে হবে। এছাড়া অনেক সময় দেখা যায় অনেকেই আমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে আর আমরা সেটা সম্পূর্ণরূপে ইগনোর করি আর সহ্য করে নিই, এর ফলে দেখা যায় প্রতিনিয়ত তার খারাপ ব্যবহার বাড়তেই থাকে তাই আমরা যদি প্রথম থেকেই সে খারাপ আচরণের বিরুদ্ধে কথা বলে তবে তারা আর আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না এবং আমাদের মনে কষ্ট দিতে পারবে না। সহ্য ক্ষমতা আছে বলে আমাদের যে প্রতিনিয়ত সহ্য করে চলতে হবে এর কোন দায়বদ্ধতা নেই।


অনেক সময় দেখা যায় শুধুমাত্র কথাতেই নয় খারাপ ব্যবহারের সাথে সাথে কিছু মানুষ আমাদের শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি অত্যাচার করে বসে এবং আমরা সে অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেই যা আমাদের জীবনের অনেক বড় ভুল। কারন আমরা যত সহ্য করতে থাকি ততই এই সব মানুষের অত্যাচার বাড়তে থাকে। কিছু কিছু পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর ওপর অনেক বেশি অত্যাচার করে থাকে শারীরিক এবং মানসিকভাবে, সে ক্ষেত্রে প্রথমেই যদি স্ত্রী কঠোর পদক্ষেপ নেয় এবং নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করে তবে স্বামী তার ওপর ধীরে ধীরে অত্যাচার বাড়াতে পারে না এবং তারও সহ্য ক্ষমতা বাড়াতে হয় না। আবার বর্তমান আধুনিক সমাজে এটাও দেখা যায় যে কিছু ঘরে স্বামী ও স্ত্রীর দ্বারা অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে। বর্তমান আধুনিক সমাজে আমরা ঘরে ঘরে বিভিন্নভাবে একে অপরের প্রতি অত্যাচার হতে দেখতে পাই এবং বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সহ্য করতেও দেখতে পাই। কিন্তু আমাদের এই সহ্য করা প্রথম থেকেই বন্ধ করে দেওয়া উচিত এবং নিজের রক্ষা প্রথম থেকেই নিজেরই করা প্রয়োজন।


আমরা যদি সহ্য ক্ষমতা অনেক বেশি বাড়াতে থাকি তবে আমাদের ওপর অত্যাচারের পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকবে তাই প্রথম থেকেই আমাদেরকে সহ্য ক্ষমতার একটা সীমারেখা টানতে হবে। সবাইকে যেমন ভালবাসতে হবে সম্মান করতে হবে তেমন নিজেকেও ভালবাসতে হবে এবং নিজের প্রতিও সমানভাবে সম্মান রাখতে হবে। আমরা যদি নিজেকে ভালোবাসি এবং নিজেকে সম্মান করি তবে আমরা কোনভাবেই আমাদের প্রতি অন্যায় অবিচার হতে দেব না। যতটা সহ্য করা যায় বা যতটা সহ্য করা উচিত হবে ততটাই আমাদের সহ্য করতে হবে। যখনই দেখা যাবে যে আমাদের ওপর অন্যায় অত্যাচার করা হচ্ছে এবং এগুলো আমাদের সহ্য করা কখনোই উচিত হবে না তখনই আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য প্রটেস্ট করা প্রয়োজন। সহ্য করলে সহ্য করতেই থাকতে হবে এবং একটা সময়ে আসলে দেখতে পাবো যে আমরা এই অত্যাচার সহ্য করতে করতে নিজেদেরকেই হারিয়ে ফেলেছি এবং নিজেদের সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছি। তাই অল্পতেই নিজেকে রক্ষা করলে কিছুটা হলেও আমাদের নিজেদেরকে সামলাতে পারবো এবং নিজেদের সুন্দর জীবনকে রক্ষা করতে পারবো।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।