জীবনে এগিয়ে যেতে হবে।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17693129383806039922057706512581.png


সোর্স



আমাদের জীবনে ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি বিভিন্ন ভালো কাজে আমাদের সব সময় বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা যখন জীবনে বিভিন্ন ভালো কাজ করার পদক্ষেপ নিয়েছি তখনই কেউ না কেউ আমাদের উপহাস করেছে এবং আমরা সেই কাজটি ভালোভাবে করতে পারবো না সে কথা বলেছে। কিন্তু আমরা অনেক সময় লোকের কথা না শুনে বিভিন্ন কাজে এগিয়ে গিয়েছি এবং সফলতা পেয়েছি আবার কিছুতে অসফলতা অর্জন করেছি কিন্তু তাতে আমাদের কিছু ক্ষতি হয়নি বরং আমরা শিখতে পেরেছি। আসলে মানুষ প্রত্যেকটা ব্যর্থ তাতেও কিছু না কিছু শিখে চলে। জীবনের সফলতা এবং অসফলতা দুটোতেই আমাদের লাভ রয়েছে, তাই কে কি বলল আর কে কি আমাদের সম্পর্কে ভাবছে সেটা নিয়ে আমাদের খুব একটা মাথাব্যথা করার প্রয়োজন নেই। কারণ জীবনে আমাদের থেমে থাকলে চলবে না জীবনে আমাদের প্রতিনিয়ত এগিয়ে চলতে হবে এবং সফলতা আর অসফলতা দুটোর মাধ্যমেই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা জীবনে বিভিন্ন কর্ম করতে গিয়ে যেমন ব্যর্থ হই তেমন আপনজনকে কাছে রাখতে গিয়েও বা আপন করে রাখতে গিয়েও ব্যর্থ হই।


অনেক সময় আমরা জীবনে কিছু কিছু মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি বা বন্ধুত্ব করে ফেলি যারা আমাদের সাথে সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্কে থাকার যোগ্যতা রাখে না। আমরা সব সময় যে ভালো মানুষের সংস্পর্শে থাকবো বা ভালো মানুষ আমাদের জীবনে আসবে তার কোন গ্যারান্টি নেই তাই যখন আমরা বুঝবো যে আমাদের জীবনে কোন খারাপ মানুষ এসে পড়েছে তবে অবশ্যই আমাদের জীবন থেকে এসে খারাপ মানুষগুলিকে ত্যাগ করে জীবনে এগিয়ে চলতে হবে, যদিও এই পদক্ষেপটা অনেক ক্ষেত্রেই অনেক কঠিন এবং কষ্টকর হয়ে থাকে তবুও আমাদের জীবন থেকে কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে বা কিছু ব্যক্তি বা বস্তুকে অবশ্যই ত্যাগ করা উচিত কারণ এতে আমাদের জীবনের অনেক উপকার হবে আর আমাদের জীবনের জন্যই ভালো। আমরা যদি আমাদের জীবন থেকে টক্সিক খারাপ মানুষদের বের করে ফেলতে পারি তবে আমাদের জীবনটা আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এবং জীবনে বিভিন্নভাবে সফলতা অর্জন করতে পারব। আমাদের জীবনে বিভিন্নভাবে সফলতা অর্জন করা থেকে পিছিয়ে আনতে পারে বিভিন্ন ধরনের মানুষ।


আমরা যখন জীবনে সফল হওয়ার দিকে এগোবো বা সফলতা পাব তখন অনেক মানুষেরই সেটা সহ্য হবে না তাই আমাদের সফলতা দেখে তারা হিংসা করবে এবং আমাদেরকে বিভিন্ন কৌশলে পিছুটানতে থাকবে যেন আমরা পিছিয়ে পরি আর জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে না পারি। কিন্তু আমাদের সব সময় এইসব মানুষদের থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে। জীবনে অর্থের অনেক বেশি প্রয়োজন, নিজের এবং নিজের পরিবারকে সুখে রাখার জন্য আমাদের অবশ্যই নিজে অর্থ উপার্জন করা প্রয়োজন আর নিজের সক্ষম হওয়া খুবই প্রয়োজন। তাই সব সময় আমাদের স্বয়ংসম্পূর্ণ এবং অর্থ উপার্জনে সক্ষম হয়ে ভালো পথে অর্থ উপার্জন করে নিজের প্রয়োজন মেটানো এবং পরিবারের অসময়ে পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই কাজে যেসব ব্যক্তি বাধা হয়ে দাঁড়ায় যেসব পুরুষ মানুষের জীবনে বিভিন্ন মানুষ বাধা হয় বা যেসব মেয়েদের জীবনে পরিবারের মানুষ বা পুরুষ মানুষ বাধা হয়ে দাঁড়ায় সে বাধা পেরিয়ে অবশ্যই তাদের এগিয়ে চলা উচিত। কারণ জীবনে অর্থের ভীষণ প্রয়োজন সুন্দরভাবে বাঁচার জন্য।


আমাদের জীবন অর্থ ছাড়া একদমই অচল। তাই আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অর্থ উপার্জন করতে হয়। তাই সেক্ষেত্রে কোন ধরনের কোন মানুষের জন্য কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের জীবনে যখনই আমরা ভালো কোন কাজ করব তখনই যেসব ব্যক্তি আমাদের ভালো কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে এবং জীবনে উন্নতিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে অবশ্যই আমাদের সেইসব প্রত্যেক মানুষের থেকে দূরে সরে যাওয়া উচিত। জীবনে কখনো কোন মানুষের জন্য পিছিয়ে আসা চলবে না। কোন মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, কোন মানুষ যদি আমাদের ভালবাসা অস্বীকার করে বা আমাদের মনে আঘাত করে চলে যায় তবে তাকেও যেতে দেওয়া উচিত। যেসব মানুষ আমাদের বোঝে না আমাদের ভালবাসে না সেসব মানুষ আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। তাই স্বার্থপর মানুষদের এবং যারা আমাদের মনে আঘাত করে তাদেরকে ছেড়ে আমাদের জীবনে সুন্দরভাবে এগিয়ে চলা উচিত। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা খারাপ জিনিস কে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারি তবে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।