প্রত্যেক সম্পর্ক যত্ন চায়।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1766383900889721207038958324848.png


সোর্স



আমরা আমাদের চারপাশের পরিবেশে বিভিন্ন রকম জিনিস দেখতে পাই যার মধ্যে কিছু আজ আপনার নষ্ট হয়ে যায় আবার কিছু পুরনো জিনিস যত্নে নতুনের মত থাকে। একটি গাছকে যখন ছোটবেলা থেকে যত্ন করা হয় তখন সে গাছটি অনেক সুন্দর করে বেড়ে ওঠে এবং বড় হয় অনেক ফল ফুল দিয়ে থাকে। পছন্দের কোন জিনিস আমরা যত সুন্দর করে যত্ন করে রাখি ততই সে জিনিসটি সুন্দর নতুনের মত থাকে তেমনি আমাদের ঘরে এমনও অনেক জিনিস আমরা দেখতে পাই যা অযত্নে একদম নষ্ট হয়ে গেছে। আর এইসব জিনিসের দিকে আমাদের একটুও খেয়াল পরে না বা আমরা একটুও গুরুত্ব দেইনা যে সেই জিনিসেরও যত্নের প্রয়োজন আছে। আসলে একটু খেয়াল করলেই দেখা যায় যে জিনিস আমাদের প্রয়োজন আর যে জিনিসটা আমরা অনেক কষ্ট করে পেয়ে থাকি আমরা সেই জিনিসের গুরুত্ব দিয়ে এবং সেই জিনিসটি অতি যত্নে রাখি। আর যে জিনিস আমরা খুব সহজেই পেয়ে যাই সেই জিনিস আমাদের কাছে একদমই গুরুত্বহীন হয়ে ওঠে। যদিও সেই জিনিস আমাদের কাজে লাগে তবুও সহজে পাওয়া জিনিস আমাদের কাছে অতি তুচ্ছ হিসেবে পড়ে থাকে।


আমাদের জীবনে খেয়াল করলে দেখা যাবে যেসব জিনিসের প্রতি আমাদের উদাসীনতা রয়েছে, অযত্ন রয়েছে সেসব জিনিস খুব দ্রুত নষ্ট হয়ে গেছে। বিভিন্ন নষ্ট হয় জিনিস আমরা চোখে দেখতে পারলেও আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস নষ্ট হয়ে যায় সেটা আমরা চোখেও দেখতে পারি না বা বুঝতে বুঝতে অনেক বেশি দেরি হয়ে যায়। আমাদের জীবনের সাথে অনেক জীবন জড়িয়ে রয়েছে বিভিন্ন সম্পর্কের মাধ্যমে, এই সম্পর্কগুলির কিছু কিছু গুরুত্ব আমরা দিয়ে থাকি আবার কিছু কিছু সম্পর্কের গুরুত্ব আমরা কখনোই দিই না। প্রত্যেকটা জিনিসের মত আমরা যদি আমাদের সম্পর্কগুলিরও যত্ন না নিয়ে তবে এই সম্পর্ক গুলিও ধীরে ধীরে অযত্নের কারণে নষ্ট হয়ে যায়। আসলে কোন জিনিস হোক বা সম্পর্ক সবকিছুই একটা নির্দিষ্ট ধরনের যত্নের দরকার। যে জিনিসের যেমন যত প্রয়োজন সেই জিনিসে যদি তেমন যত্ন না দেওয়া হয় তবে কোনভাবেই সেই জিনিসটি ভালো থাকবে না। আমরা অনেক সময় আমাদের আশেপাশে থাকা আমাদের বিভিন্ন সম্পর্কে থাকা মানুষগুলো আছে এবং থাকবে বলে মনে করি গুরুত্ব দিই না।


কিছু কিছু সম্পর্ক এমন রয়েছে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সাথে সম্পর্ক এবং সন্তানদের সাথে সম্পর্ক, বিশেষ করে এই সব সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে করি যে এরা আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না তাই এদের যেভাবেই রাখি না কেন এরা থাকতে বাধ্য। কিন্তু প্রত্যেকটা সম্পর্কের যেমন যত্নের প্রয়োজন তেমন এইসব চিরস্থায়ী সম্পর্কেরও যত্নের প্রয়োজন হয়। আমরা যদি মনে করি যে এই সব সম্পর্ক বা এই সব মানুষ আমাদের ছেড়ে কোথাও যাবে না আমরা এদের যেভাবেই রাখি না কেন তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্পর্কে যত্ন না পেলে যেকোনো সম্পর্ক আমাদের ছেড়ে দূরে চলে যেতে পারে। আমরা যদি আমাদের প্রিয় মানুষটির মনের কথা না বুঝি, তাদের গুরুত্ব না দেই, এমনকি তাদের যত্ন না করি, তাদের সাথে ভালো সময় না কাটাই বা তাদেরকে ভালো রাখার চেষ্টা না করি তবে একটা সময়ে আমাদের সেই প্রিয় মানুষটির সাথে সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর শুধু নষ্টই হবে না আমাদের সেই প্রিয় মানুষটার সাথে আমাদের সম্পর্কে দূরত্ব এতটাই বেড়ে যাবে যে আমরা আর সেই দূরত্ব ভেঙে কাছে যেতে পারবো না।


আসলে অনেকেই মনে করে যে দূরত্ব মানে শুধুমাত্র ছেলে চলে যাওয়া, কিছু কিছু সম্পর্ক এমন আছে যারা ছেড়ে যেতে না পেরে থেকে যায় কিন্তু আগের মতো সম্পর্কের গভীরতা, ভালোবাসা এবং সৌন্দর্য কোনোভাবেই থাকে না। আমরা যদি আমাদের সম্পর্ককে গুরুত্ব না দেই যত্ন না করি তবে আমাদের সম্পর্কের ভালোবাসা, সুন্দর এবং মনের গভীর টান নষ্ট হয়ে যাবে। আর সম্পূর্ণ ভিত্তিহীন একটি সম্পর্ক যার মধ্যে নেই কোন মায়া এবং নেই কোন অনুভূতি এমন একটি সম্পর্ক পড়ে থাকবে। আসলে উপর থেকে ভালো সম্পর্ক দেখা গেল অনেক সময় আমরা বুঝতে পারি না যে ভেতরে ভেতরে সম্পর্ক একদমই নষ্ট হয়ে যায়। আমরা যদি আমাদের সম্পর্ককে অনেক গভীর এবং শক্ত করতে চাই আর তার সাথে আমাদের সম্পর্ক যদি ভালোবাসার পরিপূর্ণ রাখতে চাই তবে আমাদের অবশ্যই সেটা চেষ্টা করতে হবে এবং আমাদের প্রত্যেক সম্পর্কে সুন্দরভাবে যত্ন নিতে হবে। মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী প্রত্যেকটা সম্পর্কে যত্নের প্রয়োজন যত্ন না থাকলে কোন সম্পর্কই ভালো থাকে না এমন কি সুন্দর ও গভীর হয় না। সম্পর্কের সৌন্দর্য ভালোবাসা আর যত্নেই আসে আর এই ভালোবাসা আর যত্ন থাকলে একে অপরের প্রতি অটুট বিশ্বাস গড়ে উঠবে যা সম্পর্ককে শেষ নিশ্বাস পর্যন্ত সুন্দর রাখতে সাহায্য করবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।