কিছু মানুষের উপদেশ আমাদের জীবনের ক্ষতি ডেকে আনে।

in আমার বাংলা ব্লগ24 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17642189364411745418617007973200.jpg


সোর্স


আমাদের জীবন অনেক সুন্দর ভাবে গড়ে তোলার চেষ্টা করে আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আমাদের জন্য সব সময় ভালো কিছু পরিকল্পনা করে থাকে আর সেই পরিকল্পনা অনুযায়ী যদি আমাদের জীবন চলে তবে আমাদের জীবনটা হয়ে যায় অনেক সুন্দর এবং উজ্জ্বল। সৃষ্টিকর্তার সন্তান আমরা সবাই তাই আমাদের জন্য আমাদের ঈশ্বর কখনোই অমঙ্গল কামনা করে না বা আমাদের খারাপ হোক এমন কোন কিছু আমাদের ভাগ্যে দেয় না। কিন্তু আমরা অনেক সময় ভুল করে কিছু অযোগ্য এবং খারাপ মানুষদের উপদেশ বা পরামর্শ শুনে জীবনে এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যার ফলে আমাদের জীবন ভুলে ভরে যায়। আর এই খারাপ কাজ বা পদক্ষেপ কিছু কিছু সময় আমাদের জীবনকে এতটাই বেশি প্রভাবিত করে ফেলেছে আমাদের জীবনে সেই ভুলগুলি পুনরায় সংশোধন করার উপায়ও থাকেনা। আমাদের গুরুজনেরা আমাদের ভালো কামনা করে সেটা আমরা জানি কিন্তু আমাদের যে গুরুজনেরা আমাদের ভালো কামনা করছে তারা যে চিন্তাভাবনা আবার যে জ্ঞান থেকে আমাদের উপদেশ দিচ্ছে সেই জ্ঞান বা সেই উপদেশ কতটা সঠিক সেটাও আমাদের যাচাই করে নেওয়া উচিত।


কারণ আগেকার সময় দেখা যেত অশিক্ষার হার অনেক বেশি ছিল এবং কুসংস্কারে সমাজ একদম ভরা ছিল। তাই আগেকার সমাজে গুরুজনেরা তাদের সেই কুসংস্কার ভিত্তি করে যে জ্ঞান তৈরি হয়েছে তারা সেই জ্ঞানগুলি আমাদের মাঝে বংশ পরম্পরায় প্রচার করে চলেছে। তার মানে এই নয় যে সবকিছু সঠিক আবার এই নয় যে সবকিছু ভুল। কিছু কিছু সংস্কার এমন আছে যা সঠিক আবার কিছু কিছু সংস্কার কুসংস্কার হয়ে রয়ে গেছে। কিছু কিছু কাজকর্ম, চিন্তাভাবনা এমন রয়েছে যে আগেকার সময়ে কিছু ভন্ড মানুষ নিজের স্বার্থে তৈরি করেছে যার প্রভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভন্ড মানুষদের ওই ভন্ড কাজকর্ম এবং ভুল চিন্তাভাবনা গুলির মানুষের মনের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছে যে প্রত্যেক মানুষ সেই ভুল এবং কুসংস্কারকেই সঠিক বলে মনে করে এগিয়ে চলেছে। অনেকেই বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে মানুষের মনের মধ্যে ভুল ধারণা এমনভাবে গেঁথে দিয়েছে যা বংশ পরম্পরায় এমন ভাবে চলে এসেছে যে বর্তমান সমাজেও এমন অলৌকিক এবং ভুল চিন্তাভাবনা সমাজে মানুষের মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায়।


এইসব মানুষ যারা অলৌকিক কিছু অবাস্তব বিষয়বস্তু এবং ভুল চিন্তাভাবনা যার কোন অস্তিত্ব নেই এছাড়াও লজিক ছাড়া বিভিন্ন জিনিসপত্র সমাজে প্রচার করতে থাকে এবং পরবর্তী প্রজন্মের মনের মধ্যে গেঁথে দেয়। আর এইসব অবাস্তব জিনিসের দ্বারা পরবর্তী প্রজন্ম অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যায় বা তাদের জীবনে উন্নতির পথে অনেক বেশি বাধা প্রাপ্ত হতে থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পুরাতন কালের বিভিন্ন অলৌকিক জিনিস বা বিভিন্ন প্রাকৃতিক জিনিসের ব্যাখ্যা বিজ্ঞানেও পাওয়া যায়। আবার এমন জিনিস আছে যা এতটাই অলৌকিক যে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব হয় না। যেসব জিনিসের কোন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই সেই সব জিনিস বিশ্বাস না করাই ভালো। কারণ অকারণে কোন জিনিসকে বা কোন চিন্তা ভাবনা কে বয়ে নিয়ে বংশপরম্পরায় সেই চিন্তাভাবনাকে নিয়ে যাওয়ার কোন মানে হয় না। তাই যেসব ব্যক্তি আমাদের ভুল শিক্ষা দেয় বা যেসব কথা বলে যার কোন অর্থ নেই এবং কোন ব্যাখ্যা নেই সেসব ব্যক্তির কথা আমাদের না শোনাই শ্রেয়। কারণ ভুল কথা এবং কুসংস্কার মেনে চললে আমাদের জীবনের পথে অনেক বেশি আমরা বাধা প্রাপ্ত হব এবং উন্নতি করতে আমাদের জীবনে অনেক বেশি কষ্ট হবে।


বয়স্কদের কিছু কিছু কুসংস্কার এবং অবাস্তব চিন্তাভাবনার কিছু উপদেশ আমাদের একদমই শোনা উচিত না এবং সম্পূর্ণ উপেক্ষা করে দেয়া উচিত, কারণ অবাস্তব অলৌকিক কিছু উপদেশ যার কোন লজিক নেই এবং কোন ব্যাখ্যা নেই সেইসব জিনিস যদি আমরা মনে গেঁথে রাখি এবং আমাদের জীবনে প্রয়োগ করতে চাই তবে আমরা আমাদের জীবনে অনেক বেশি পিছিয়ে পড়তে পারি আর তার সাথে আমাদের মানসিকভাবে শান্তি নষ্ট হয়ে যেতে পারে। গুরুজনের কিছু কিছু উপদেশ সব সময় সঠিক হয় না, আমাদের মনে রাখতে হবে গুরুজন মানেই তারা সবকিছু সঠিক জানে এবং সবকিছু সঠিক চিন্তাভাবনা করে তার কোন গ্যারান্টি নেই। ভুল মানুষ মাত্রই হতে পারে তাই আমাদের ভালো করে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত যে কোনটা সঠিক এবং কোনটা ভুল কোনটা আমাদের মেনে চলা উচিত এবং কোনটা আমাদের না মানলেও চলবে। এছাড়াও কিছু মানুষ এমন আছে যারা গুরুজন হিসেবে সুযোগ নিয়ে আমাদের ভুল পথে চালনা করে থাকে। আসলে গুরুজন হলেও কিছু মানুষ সহ্য করতে পারে না যে আমরা উন্নতি করি এবং জীবনে সুখী হই, আর সেই কারণেই আমাদের ভুল উপদেশ এবং কুসংস্কারের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করে থাকে। তাই কুসংস্কার থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে এবং বড়দের অর্থাৎ গুরুজনদের উপদেশ পর্যবেক্ষণ করে তবেই মেনে চলতে হবে। কারণ গুরুজনের উপদেশও কিছু কিছু সময় কুসংস্কারে ভরা থাকে যা আমাদের সুন্দর এবং শান্তির জীবন যাপন ব্যাহত করতে পারে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।