অর্থের অহংকার।

in আমার বাংলা ব্লগ21 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17664757652888347360402081591680.png


সোর্স



অর্থ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা ছাড়া আমরা জীবন চালাতে পারি না বাঁচতে পারিনা এমনকি আমাদের প্রয়োজনীয় জিনিস চিনতে পারিনা। জীবনে বেঁচে থাকতে গেলে যে অন্ন বস্ত্র প্রয়োজন সেটাও আমাদের এই অর্থের দাঁড়াই মেটাতে হয়। আসলে অর্থ ছাড়া আমাদের জীবনে বেঁচে থাকা একদমই অসম্ভব। অর্থ আমাদের জীবনে নিঃশ্বাসের মতন প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের যেমন প্রয়োজন তেমনি জীবনে অনেক কিছু আমাদের প্রয়োজন রয়েছে। তাই বলে আমরা যদি শুধু অর্থ দেখি এবং জীবনে অন্য জিনিস অবজ্ঞা এবং হেলায় ফেলে দিই তবে আমাদের জীবন ভারসাম্যহীন হয়ে পড়বে। অর্থ আমাদের জীবনের অনেক প্রয়োজনীয় জিনিস তাই আমরা প্রতিনিয়ত অর্থের পেছনে ছুটে চলেছি কিন্তু এই অর্থ যদি আমাদের অহংকারের কারণ হয়ে দাঁড়ায় তবে আমাদের জীবনে এই অর্থ উপকার না করে ক্ষতি করে বসবে। কারণ অহংকার কখনো টেকে না সেটা অর্থ হোক বা কোন ব্যক্তি বা বস্তুর হোক। অহংকার সবসময় আমাদের জীবনের ক্ষতি ডেকে আনে। আমরা যদি অর্থের অহংকার করি তবে মনে করতে হবে আমরা এই পৃথিবীর সব থেকে বড় বোকা।


কারণ অর্থের কোন নিশ্চয়তা নেই অর্থাৎ আজ আছে কাল নেই বা যে ব্যক্তির কাছে অর্থ বর্তমানে নেই সে ব্যক্তি পরবর্তীতে অনেক অর্থের মালিক হয়ে উঠতে পারে। তাই আমরা যদি অর্থের অহংকার দেখায় তবে বর্তমানে আমাদের কাছে অর্থ আছে বলে আমরা যে ব্যক্তিকে অর্থের অহংকার দেখাবো এবং খারাপ ব্যবহার করব সেই ব্যক্তি যখন অর্থের অধিকারী হবে তখন সেও আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে আর অনেক বেশি অবহেলা করতে পারে। আর জীবনে প্রয়োজন নেই এমন কোন ব্যক্তি নেই ছোট মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত ধ্বনি থেকে শুরু করে দরিদ্র মানুষ পর্যন্ত সকল ব্যক্তি আমাদের প্রতিনিয়ত জীবনে বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে দরকার হয়ে থাকে। তাই আমাদের কখনোই উচিত নয় কাউকে অহংকার দেখানো বা হীন বলে মনে করা। আমরা যদি অর্থের অহংকার করি তবে অর্থ সম্পদের দেবদেবী আমাদের প্রতি রুষ্ট হয়ে যায় এবং আমাদের ছেড়ে চলে যায় ফলে আমরা প্রচুর অর্থের অধিকারী থেকে বঞ্চিত হয়ে আবার অর্থহীন হয়ে যেতে পারি।


আর তাছাড়াও আমরা যদি সব সময় অর্থের অহংকার দেখাতে থাকে তবে আমাদের আশেপাশের মানুষ প্রতিবেশী এমনকি আমাদের পরিবারের মানুষও আমাদের থেকে দূরে চলে যাবে এবং আমাদের প্রতি অসম্মান এবং খারাপ মনোভাব তৈরি হয়ে উঠবে। অর্থের অহংকার দেখানো মানুষদের কেউ কখনো ভালোবাসে না বা ভালো চোখে দেখেনা। একটা কথা বাস্তব এবং পর্যবেক্ষণ করে দেখলে সত্যতা অবশ্যই প্রমাণ হবে যে, যে ব্যক্তি জন্মগতভাবে অর্থ দেখে বড় হয়েছে তারা বড় হয়ে যখন অর্থশালী হয় প্রচুর অর্থ সম্পত্তির অধিকারী হয় তখন তাদের মধ্যে কোনরকম অহংকার লক্ষ্য করা যায় না। কিন্তু যারা হঠাৎ করে অনেক অর্থ সম্পদের মালিক হয়ে উঠেছে অর্থাৎ ছোটবেলা থেকে দারিদ্রতা পেরিয়ে বড় হয়ে হঠাৎ করে অর্থ-সম্পদ হয়েছে সেই সব ব্যক্তি অধিকাংশই অনেক বেশি অর্থের অহংকার করতে শুরু করে। তবে এইসব ব্যক্তি কখনোই অর্থের মূল্যায়ন করতে পারে না হঠাৎ করে পাওয়া অর্থ পেয়ে কিছু মানুষ অনেক বেশি উৎফুল্ল হয়ে যায় যার ফলে সে অর্থ ধরে রাখার ক্ষমতা সেসব মানুষের হয়না বা থাকে না।


গুরুজনদের মুখে বলতে শোনা যায় যে, অর্থ উপার্জন করা অনেক সহজ কিন্তু ধরে রাখা অর্থাৎ সংরক্ষণ করে রাখা অনেক কঠিন। কথাটি খুবই বাস্তব এবং সচরাচর এর সত্যতা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কর্মের দ্বারা আমরা দেখে থাকি। কিছু মানুষ এমন আছে যারা অর্থ উপার্জন করে কিন্তু অর্থের অহংকারের ফলে আবার সে অর্থ নিমেষেই হারিয়ে ফেলে। অর্থের অহংকার খুবই ভয়ঙ্কর একটি জিনিস যা মানুষকে নিঃস্ব করে দেয় এবং একা করে ফেলে। অর্থের অহংকার মানুষকে স্বার্থপর, হিংস্র, লোভী, হৃদয়হীন এমনকি অনেক বেশি স্বভাবত রুক্ষ করে ফেলে। অর্থের অহংকার খুবই খারাপ জিনিস যা মানুষের জীবনকে অনেক বেশি নষ্ট করে দিতে সক্ষম তাই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে অর্থ উপার্জন করার কিন্তু এই অর্থের অহংকার যেন আমাদের উপর এবং আমাদের মানসিকতার ওপর খারাপ প্রভাব না ফেলতে পারে। অর্থ আমাদের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনেক বেশি প্রয়োজন কিন্তু অহংকার আমাদের জীবনের একটা অপ্রয়োজনীয় জিনিস। তাই সব সময় এই অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং পরিবার আর প্রিয়জনের সাথে সুন্দর ভাবে মিলেমিশে বাঁচার চেষ্টা করতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟