স্বভাব।

in আমার বাংলা ব্লগ13 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।




সোর্স



মানুষ আর তার স্বভাব দুই বড় অদ্ভুত। মানুষের স্বভাব যে মানুষকে কি কি করিয়ে দেয় সেটা সে নিজেও জানে না। মানুষ তার স্বভাবের জন্য অনেক সময় অন্য মানুষের অনেক ক্ষতি করে বসে মনে কষ্ট দিয়ে বসে আবার অনেক খারাপ কাজও অজান্তেই করে বসে। আসলে প্রত্যেক মানুষেরই তার নিজস্ব স্বভাব সম্পর্কে সচেতন হওয়া উচিত। মানুষ তার স্বভাবের জন্য অনেক খারাপ কাজ করে বসে যা তার মোটেও করা উচিত নয়। কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে তারা অন্য মানুষের সম্পর্কে প্রতিনিয়ত খারাপ মন্তব্য করবে তাতে সেই মানুষের জীবনে যদি খারাপ কিছু ঘটে যায় তাতেও তার কোন কিছু আসে যায় না। কিছু কিছু মানুষের স্বভাব থাকে অযথাই কথা বলা বা সবকিছুতে আগ বাড়িয়ে কথা বলা। এইসব মানুষ না বুঝে না শুনে অযথাই ফালতু কথা বলতে থাকে যার কারণে এসব মানুষ কোন ভাবে অন্যদের কাছ থেকে খুব একটা গুরুত্ব পায় না আর তার সাথে অধিকাংশ মানুষ এইসব মানুষদেরকে এড়িয়ে চলতেই পছন্দ করে। কিছু কিছু মানুষের স্বভাব আছে অযথাই মিথ্যা কথা বলা। বিনা কারণে বিনা প্রয়োজনে যদি অযথাই কোন মানুষ মিথ্যা কথা বলতে থাকে তবে মনে করতে হবে এটা তার স্বভাবের দোষ।


প্রয়োজন পড়লে বা পরিস্থিতির চাপে অনেক সময় মানুষের মিথ্যা কথা বলতে হয় তবে যেখানে কোনো প্রয়োজন নেই বা পরিস্থিতির কোন চাপ নেই সেখানে মিথ্যা কথা বলা মানে অবশ্যই সেটা তার স্বভাবের দোষ। কারণ প্রয়োজন ছাড়া কখনোই অযথা মিথ্যা কথা বলা উচিত নয়, অযথা মিথ্যা কথা বলতে থাকলে সেটা একসময় এসে আমাদের এই জীবনে জটিলতা সৃষ্টি করে। আর তার সাথে সৃষ্টি করে অনেক বেশি সমস্যার তাই যথাসম্ভব আমাদের সত্য কথা আর আশ্রয় নেওয়া উচিত এবং মিথ্যা কথা বলা না লাগে এমন কাজ করা উচিত। আমাদের চারপাশে এমন অনেক মানুষ দেখা যায় যারা মিথ্যা কথা বলার পাশাপাশি সহজ সরল কাজ বাদে প্রত্যেকটা কাজ জটিল ভাবে অর্থাৎ ঘুরিয়ে পেচিয়ে করতে পছন্দ করে। যে কাজটি সোজাভাবে সহজভাবে হতে পারে সেই কাজটি ঘুরিয়ে জটিল কোরে করার কোন দরকার হয় না। কিন্তু কিছু কিছু ব্যক্তি আমাদের চারপাশে এমন দেখা যায় যারা সহজ ভাবে কোন কাজ করতে পারে না সবসময় ঘুরিয়ে পেচিয়ে জটিল করে প্রত্যেকটা কাজ করতে থাকে।


আর এর ফলে লক্ষ্য করা যায় তাদের জীবনও অনেক বেশি জটিল হয় এবং তাদের সাথে কথা বললেই বোঝা যায় তারা অনেক বেশি জটিল মানসিকতার হয়ে থাকে আর তাদের কথার মধ্যেও অনেক বেশি জটিলতার লক্ষ্য করা যায়।আমরা যদি এসব জটিল মানুষের সাথে মেলামেশা করি বা কোন রকম সম্পর্ক রাখি তবে আমাদের জীবন অনেক বেশি জটিল করে তুলবে এই সব ব্যক্তি। জীবনে যত সহজ সরল থাকা যায় যত সুন্দর ভাবে জীবনটা সহজ সরল রাখা যায় ততই আমাদের জীবন ভালো হবে এবং আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব এমনই হয় যারা জীবনে তাদের খারাপ স্বভাবগুলি পরিবর্তন করতে চায় না বা তারা ভাবেই না যে তাদের এই স্বভাবগুলি খারাপ। বিভিন্ন মানুষের স্বভাব থাকে তারা যতই খারাপ জিনিসগুলোকে বর্জন করার চেষ্টা করুক না কেন এবং তাদের প্রিয় মানুষদের প্রতিশ্রুতি বহুবার দিক না কেন তবুও তারা খারাপ জিনিসগুলি বর্জন করতে পারে না। আর তাই প্রতিবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রতিবার সেই প্রতিশ্রুতি তারা নষ্ট করে ফেলে। কিছু কিছু মানুষ এমন আছে যে কথা দেওয়া সত্বেও তাদের কথা না রাখার স্বভাব রয়েছে।


কিছু মানুষ এমন রয়েছে যারা প্রতিনিয়ত ভাবে যে কোন রকম খারাপ নেশা করবে না বা কোন রকম কারো সম্পর্কে সমালোচনা করবে না, নিজের কাজে মন দেবে এবং তাদের মধ্যে যেসব খারাপ স্বভাব রয়েছে সেগুলি বর্জন করবে। কিন্তু খারাপ স্বভাব যাদের রয়েছে তারা কোনোভাবেই তাদের স্বভাব পরিবর্তন করতে পারেনা। স্বভাব মানুষের বিভিন্ন ধরনের থাকে কিছু কিছু স্বভাব হয় মানুষের খারাপ আবার কিছু কিছু স্বভাব থাকে মানুষের ভালো। ভালো স্বভাবের মানুষদের সাথে আমরা যদি মেলামেশা করি এবং বন্ধুত্ব করি তবে সেই ভালো মানুষদের দ্বারা আমরা কিছু ভালো স্বভাব আয়ত্ব করতে পারব কারণ আমরা যাদের সাথে সবসময় মেলামেশা করি তাদের স্বভাব কিছুটা আমাদের মধ্যেও চলে আসে এবং আমাদের স্বভাবের সাথে মিলিত হয়ে যায়। তাই সব সময় ভালো মানুষদের সাথে সম্পর্ক তৈরি করা উচিত এবং খারাপ স্বভাবের মানুষদের সাথে সবসময় দূরত্ব বজায় চলা উচিত। নইলে এই খারাপ স্বভাবের মানুষগুলো আমাদের জীবনের জন্য ক্ষতি ডেকে আনতে পারে। কারণ বিভিন্ন খারাপ স্বভাবের মানুষেরা নিজেরাই বোঝেনা যে তাদের মধ্যে কি কি খারাপ স্বভাব রয়েছে। তাই আমাদের নিজেদেরকে নিজেদের খারাপ স্বভাবগুলি চিহ্নিত করে সেগুলোকে বর্জন করা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।