কাগজ কেটে ফুলের নকশা তৈরি

in আমার বাংলা ব্লগlast year

Picsart_24-10-23_12-57-23-438.jpg

পেপার কাটিং


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

পেপার কাটিং করতে আমার বেশ ভালোই লাগে ৷ একটুকরো কাগজ কাঁচি দিয়ে নতুন কোনো নকশায় সেটা তৈরি করা ব্যাপারটা বেশ মজার ৷ এসব নকশা দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আমার কাছে ৷ যদিও এই নকশা গুলো খুবই সিম্পল ৷ তবে সময় নিয়ে এরটু চেষ্টা করলে আরো ভালো কিছু তৈরি করা যেতে পারে ৷ আজ আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম , হাতে তেমন সময় নেই ৷ তাই আজ ভাবলাম সিম্পল একটা পেপার কাটিং করি ৷ আজ আমি ফুলের নকশা তৈরি করার চেষ্টা করেছি ছোট একটা পেপার দিয়ে ৷ আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে ৷ তবে রঙিন পেপার দিয়ে ফুলের এই নকশা গুলো তৈরি করলে আরো বেশি ভালো লাগবে দেখতে ৷ যাই হোক, খুবই সাধারণ এবং সুন্দর একটি ফুলের নকশা তৈরি প্রক্রিয়া আপনাদের মাঝে আজ তুলে ধরবো ৷ আশা করি আমাদের সবার ভালো লাগবে ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল , কালো পেন
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20241015201709_00.jpgIMG20241015201739_00.jpg

শুরুতে একটি পেপারটি নিয়ে সুন্দর ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20241015201907_00.jpgIMG20241015201920_00.jpg

বেশ কিছু ধাপ অনুসরণ করে পেপারের ভাঁজ গুলো সুন্দর ভাবে করে নিতে হবে ৷


IMG20241015202008_00.jpgIMG20241015202037_00.jpg

আমি পেপারের ভাঁজ গুলো করে নিয়েছি সমান করে ৷


IMG20241015211056_00.jpgIMG20241015211518_00.jpg

এরপর ডিজাইন এঁকে নিয়ে কাটিং করে নিতে হবে ৷


IMG20241015211556_00.jpgIMG20241015211611_00.jpg

কাটিং শেষ হলে এবার পেপারের ভাঁজ গুলো খুলে নিতে হবে ৷


IMG20241015211639_00.jpgIMG20241015211755_00.jpg

আমি ধীরে ধীরে পেপারের ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷


IMG20241015211802_00.jpgIMG20241015211818_00.jpg

সব শেষে আমার কাগজের দিয়ে ফুলের নকশাটি তৈরি সম্পূর্ণ হয় ৷ এরপর দু-একটা ফটোগ্রাফি করে নিয়েছি ৷


IMG20241015211832_00.jpg

Picsart_24-10-23_12-57-23-438.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 23 Oct 2024


ধন্যবাদ সবাইকে 🙏🙏



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Sort:  
 last year 

কাগজকে ভাঁজ করে করে কি সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করলেন। এই কাজগুলি আগে খুব জনপ্রিয় ছিল। বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু তার মধ্যে এই ব্লগে অনেকে মাঝে মাঝে এই কাজ চর্চা করেন বলে ভালো লাগে। আপনার ডিজাইনটি ভীষণ সুন্দর হয়েছে। আপনার শিল্পকর্মে পারদর্শিতার এক উৎকৃষ্ট উদাহরণ এই কাজ।

 last year 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

খুব সহজ এই পেপার কাটিং এর কাজটি। ছোটবেলায় আমিও অনেক করতাম। এখানে আপনাদের সবাইকে দেখি আর ভালো লাগে। নিজের পুরনো পেপার কাটিং গুলো খুলে খুলে দেখি। আপনার আজকের এই পেপার কাটিং এর মাধ্যমে যে ফুলটি তৈরি করেছেন সেটা বেশ আকর্ষণীয় দেখতে হয়েছে।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

কাগজ কেটে খুব সুন্দর করে ফুল বানিয়েছেন। ভীষণ চমৎকার সুন্দর লাগছে আপনার বানানো কাগজের তৈরি ফুল গুলো।ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের তৈরি ফুল বানানোর পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

ভাজ গুলো ঠিকঠাকভাবে দিতে পারলে এবং সুন্দরভাবে কাগজ কাটতে পারলে প্রত্যেকটা নকশা ভীষণ সুন্দর। আপনার আজকের এই ফুলের নকশা টা অনেক ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে চারপাশের ফুলগুলোর কারণে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ৷

 last year 

কাগজ কেটে দারুন একটা ফুলের নকশা তৈরি করে আজ আপনি আমাদের মাঝে পোস্ট করলেন। আসলে এই নকশাটি আমার সবথেকে একটা আলাদা ধরনের নকশা মনে হয়েছে। যদিও এটি দেখতে সহজ কিন্তু তৈরি করা একটু কঠিন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নকশা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

বাহ আপনি তো দেখতেছি কাগজ কেটে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। তবে কাগজে নকশাগুলো দেখতে বেশ ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশা ফুলগুলো দেখা যেত। আবার কাগজের এই ফুলগুলো ছোট বাচ্চারা ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কাগজ দিয়ে এত সুন্দর নকশা তৈরি করে আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷