দুপুর বেলা পুকুর পাড়ে

in আমার বাংলা ব্লগ28 days ago

IMG20240504111528_00.jpg

দুপুর বেলা পুকুর পাড়ে


শুভ রাত্রি..

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার কাটানো একটি রোদেলা দুপুরের গল্প শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


কয়েকদিন ধরে যা গরম পড়েছে তাতে অতিষ্ঠ জনজীবন ৷ গরমের কারণে শান্তি নেই কোথাও ৷ দুদিন ধরে অবশ্য কিছুটা শান্ত পরিবেশ আমাদের এদিকে ৷ কারণ পাশের জেলায় টুকটাক বৃষ্টি হচ্ছে ৷ যার জন্য আবহাওয়া কিছুটা শীতল ৷ যদিও আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি ৷ তবে দুদিন আগের অবস্থা এমন ছিলো যে বলার মতো না ৷ প্রচন্ড গরম আর রোদে নাজেহাল অবস্থা ৷ দুপুর বেলা শান্তি নেই গাছের নিচেও ৷ তেমনই একটি দুপুরের গল্প আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করা যাক ৷


IMG20240425121200_00.jpg

IMG20240425121419_00.jpg


এই তো দুদিন আগের ই এই গল্পটা ৷ সেদিন প্রচন্ড রোদ আর গরমে জীবন প্রায় অতিষ্ঠ ৷ সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি সূর্য মামার তাপের এতোটাই তেজ যে তার সামনে দারানো যাচ্ছে না ৷ আমাদের এদিকে সাধারণত রাতের বেলা বেশ ঠান্ডা পড়ে ৷ রাতের বেলা গায়ে কাথা নিয়ে ঘুমাতে হয় ৷ তবে দিনের বেলা এতোটাই রোদ আর ভ্যাপসা গরম যে একটু স্বস্তি পাওয়া বেশ মুশকিল ব্যাপার ৷ সেদিন সকাল বেলায় ই বুঝতে পারি যে আজ অবস্থা খারাপ হবে ৷ এবং তাই হয় ৷ রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ৷ সকাল বেলা এদিক সেদিক করে সময় কাটাই ৷ তবে রোদ আর গরমে কিছুই ভালো লাগছে না ৷


IMG20240425121335_00 (1).jpg

IMG20240504110603_00.jpg


দুপুর বেলা সবার সাথে গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি ৷ সেখানেও খুব একটা ভালো লাগছে না রোদের তাপ আর ভ্যাপসা গরমে ৷ একটু স্বস্তি কথায় পাবো সেটাই ভাবতেছি ৷ সবার সাথে গল্পে গল্পে এই গরমে পুকুরে স্নান করার কথা চলে আসে আমাদের মাঝে ৷ এই গরমে পুকুর কিংবা নদীর ঠান্ডা পানিতে স্নান করতে পারলে অনেক ভালো লাগবে , একটু স্বস্তি পাওয়া যাবে ৷ তবে আমাদের এখানে আশেপাশে তেমন একটা পুকুর কিংবা নদী নেই , যেখানে স্নান করা যাবে ৷ আমরা কয়েকজন পুকুর কিংবা নদীতে স্নান করার কথা চিন্তা করি ৷ তবে সেরকম কিছু খুজে পাচ্ছি নাহ ৷


IMG20240504111531_00.jpg

IMG20240504111009_00.jpg


কিছুক্ষণ ভাবনার পর কিছু পুকুরে কথা আমাদের মাথায় আসে ৷ যেগুলো আমাদের এখান থেকে কিছুটা দূরে একটা মাঠের মাঝে অবস্থিত ৷ অনেক বড় একটি ধানের মাঠ , তার মাঝে কিছু মাঝারী সাইজের পুকুর আছে ৷ যেগুলোতে সব সময় পানি থাকে , সেখানে মাছ চাষ করা হয় ৷ আমরা সেই পুকুরে যাওয়ার সিদ্ধান্ত নেই ৷ এবং দুপুর বেলা রোদের মাঝে সেই পুকুর গুলোতে ঘুরতে যাই ৷ একটু দূরে পাশাপাশি বেশ কিছু পুকুর ৷ তবে আমরা প্রত্যেকটায় ঘুরিনি , একটাতে গিয়ে পুকুর পাড়ে বসে পড়ি ৷ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেই ৷ মাঠের মাঝে বেশ বাতাস বইতে থাকে ৷ বেশ ভালো লাগছে সেখানকার পরিবেশ ৷


IMG20240504110222_00.jpg

IMG20240504110640_00.jpg

IMG20240504110527_00.jpg


চারপাশে সবুজ ধানের মাঠ , মাঝে পুকুরটি ৷ অনেক সুন্দর পরিবেশ ৷ দুপুর বেলা রোদের মাঝে পুকুর পাড়ে টুকটাক ঘোরাঘুরি করি ৷ পাশাপাশি আমি কিছু ফটোগ্রাফিও করি অবশ্য ৷ এরপর পুকুরের মালিকের কাছে অনুমতি নিয়ে বেশ কিছুক্ষণ পুকুরে স্নান করি সবাই মিলে ৷ বেশ ভালো লাগে , পুকুরের ঠান্ডা পানিতে স্নান করতে পেরে ৷ তখনও মোটর দিয়ে পুকুরে পানি দিচ্ছে ৷ পানিটা বেশ ঠান্ডা ছিলো ৷ আর অনুভূতিটাও বেশ ভালো ৷ অনেক দিন পর পুকুরে এভাবে স্নান করতে পেরে অনেক ভালো লাগেছে ৷


IMG20240504110636_00.jpg

IMG20240504110719_00.jpg

IMG20240504105928_00.jpg


সব মিলিয়ে সেদিনের দুপুরটা ছিলো আমার কাছে একটু অন্যরকম ৷ এই রোদ গরমের মাঝে কয়েকজন মিলে দুপুর বেলা পুকুর পাড়ে আড্ডা দেওয়া , একটু স্বস্তির জন্য পুকুরে স্নান করা এই বিষয়টা ছিলো অনেক বেশি ভালোলাগা ৷ তাছাড়াও সময়টা উপভোগ করার যে আনন্দ তা আসলেই মনে রাখার মতো ৷ যদিও সুন্দর অনুভূতি গুলো সেভাবে প্রকাশ পায়নি , তবে অনেক সুন্দর ছিলো সেদিনের পুকুর পাড়ে দুপুরের কাটানো মুহূর্তেটা ৷


IMG20240504110541_00.jpg

IMG20240504110552_00.jpg

IMG20240504110901_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষণ পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ পুকুর পাড়ের
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 09/05/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 28 days ago 

খেয়াল করে দেখবেন আবহাওয়া যতই গরম থাকুক না কেন যদি নদীতে পানি থাকে সে ক্ষেত্রে নদীর পারে অথবা পুকুরে পানি থাকলে পুকুর পাড়ে আবহাওয়া টা তুলনামূলক একটু ঠান্ডা থাকে। যাই হোক সবাই মিলে পুকুর পাড়ে অনেক সুন্দর সময় পার করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 27 days ago 

কিছুদিন আগে পর্যন্ত আসলেই ভাই প্রচণ্ড গরমের কারণে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছিল। তবে আপনারা যে এই গরম থেকে বাঁচার জন্য পুকুরে স্নান করেছিলেন, এটা জেনে খুব খুশি হলাম। আসলে আমাদের এদিকে তেমন একটা পুকুর নেই, এজন্য স্নান করা হয় না। তাছাড়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70971.83
ETH 3830.80
USDT 1.00
SBD 3.41