আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ22 days ago

IMG20240430160659_00.jpg

এলোমেলো ফটোগ্রাফি


শুভ রাত্রি

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার অসম্ভব ভালো লাগে ৷ আমি সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি আমার আশেপাশের সুন্দর দৃশ্য এবং মুহূর্ত গুলোর ৷ মুঠোফোনে এসব দৃশ্যে ক্যামেরা বন্দি করতে আমার বেশ ভালোই লাগে ৷ শখের বসে ভালোলাগা থেকেই এসব করা হয় ৷ তবে এখন প্রয়োজন আর ভালো লাগা দু'টো থেকেই ফটোগ্রাফি করি ৷ ভীষণ ভালো লাগে ফটোগ্রাফি করতে , অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে এখন এই কাজ গুলো ৷ কোনো সুন্দর দৃশ্যে দেখলেই ফটোগ্রাফি করার ইচ্ছে করে এবং করেও ফেলি ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক ৷



IMG20240430160735_00.jpg

IMG20240430160729_00.jpg


শুরুতেই যে দুটো রঙিন ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুল গুলোর নাম নয়নতারা ফুল ৷ দেখতে অনেক সুন্দর এবং আর্কষনীয় ৷ যদিও এই ফুল গুলো দেখতে কিছুটা ছোট , তবে আমার কাছে অসম্ভব ভালো লাগে এই ফুলের অপরূপ সৌন্দর্য্য ৷ আমাদের বাড়িতে এবং আশাপাশে বেশ কিছু নয়নতারা ফুলের গাছ আছে ৷ যে গুলো এই সময় দারুণ ভাবে ফুটে থাকে এ সময় ৷ যাই হোক , নয়নতারা ফুলের ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে আশা করি ৷



IMG20240430160704_00.jpg

IMG20240430160659_00.jpg


এই ফুল গুলোও দেখতে অসম্ভব সুন্দর ৷ তবে আমার এই ফুল গুলোর নাম আপাতত মনে আসছে না ৷ সাদা রঙের ফুল গুলো চমৎকার ভাবে ফুঠে আছে , আর এলোমেলো পাপড়ি গুলোও দেখতে অসম্ভব সুন্দর লাগছে ৷ বিকেল বেলা দাদার বাড়ি ঘুরতে গিয়ে আমি আজ এই ফটোগ্রাফি দুটো করেছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ এই ফুল গুলোর নাম জানা থাকলে অবশ্যই মন্তব্য করে জানানোর চেষ্টা করবেন ৷



IMG20240425121335_00.jpg

IMG20240425121332_00.jpg


এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নিশ্চয়ই জেনে গেছেন ফুল গুলোর সৌন্দর্য্য ৷ এই ফুল গুলোর নাম কচুরিপানা ফুল ৷ এগুলো সাধারণত নদী পুকুরের বেশিরভাগ সময় দেখা যায় ৷ দেখতে অসম্ভব সুন্দর এবং আর্কষনীয় ৷ আমাদের এদিকে এক পুকুর থেকে আমি এই ফটোগ্রাফি গুলো করেছি ৷ পুকুর টি কচুরিপানা ফুল দিয়ে ভরা ছিলো আর দেখতেও বেশ চমৎকার লাগছে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20240423123759_00.jpg

IMG20240423123613_00.jpg


এই ফুল গুলোর নাম বাদামি ফুল ৷ দেখতে বেশ ভালোই ৷ বাদামি গাছে ফল ধরার আগে এই ফুল গুলো ফুটে থাকে ৷ দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে ৷ আজ আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ছোট একটি গাছ থেকে ৷ ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে আশা করি সবাই তা মন্তব্য করে জানাবেন ৷



IMG20240430161612_00.jpg

IMG20240430161612_00.jpg



শেষের এই ফটোগ্রাফি গুলো টগর ফুলের ৷ বাড়ির মাঝে এই টগর ফুলটা আজ অনেক ফুল ফুটেছে ৷ সেখান থেকেই আজও কিছু ফটোগ্রাফি করলাম ৷ তো যাই হোক বন্ধুরা , আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রেনডম ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 30/04/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 22 days ago 

প্রথমের দিকে আপনি সাদা রংয়ের যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটার নাম সম্ভবত বেলি ফুল। এই বেলি ফুলে সুগন্ধ অনেক বেশি থাকে। এছাড়াও আপনার শেয়ার করা কচুরিপানার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 22 days ago 

আপনি আজকে চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের আমার নাম জানি। তবে হ্যাঁ থাকার মধ্যে জার্মানি ফুলের ফটোগ্রাফিটা এবং লেবুর ফুলের ফটোগ্রাফি।তবে সত্যি কথা বলতে এই মুহূর্তে বাকি গুলোর নাম মনে পড়ছে না। খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 22 days ago 

আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফুল অসম্ভব সুন্দর লাগছে। টগর ফুল টা দেখতে আরো বেশি ভালো লাগছে।

 22 days ago 

আপনার তোলা ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে দেখতে। আমার কাছে নয়ন তারা ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সাদা কালারের ফুল গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে। এ ধরনের ফটোগ্রাফি গুলো করার জন্য ধৈর্য্য এবং দক্ষতার প্রয়োজন হয়, তবেই সুন্দর করে ফটোগ্রাফি করা যায়। গোলাপি কালারের নয়ন তারা ফুল গুলো অনেক সুন্দর, এগুলোর ফটোগ্রাফি করলেও খুবই সুন্দর হয়। আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

আপনার ক্যাপচার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বাদামি ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। নয়নতারা এবং কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে, প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর কিলিয়ার ছিল মনে হচ্ছিল যেন আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন, সব থেকে বেশি ভালো লেগেছে বুনো বেলি ফুলের ফটোগ্রাফিটি এই ফুলটি অনেক সুভাষ সম্পূর্ণ।

 21 days ago 

আপনি শখের বসে সুন্দর ফটোগ্রাফি করেছেন।বরাবরই ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে।তাছাড়া আপনি যাকে বাদামি ফুল বলছেন সেটি তো লেবু ফুল।আর উপরের সাদা রঙের ফুলটি হচ্ছে বেলি ফুল।ধন্যবাদ ভাইয়া।

 21 days ago 

আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফুল মানেই ভালো লাগার জিনিস।
বেলিফুল আমার ভীষণ পছন্দের। আপনার তোলা বেলি ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 days ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি করতে খুব ইচ্ছে করে। নাম না ফুলের নাম বেলি ফুল আর এই ফুল আমার খুব পছন্দ। এরপর যাকে বাদাম ফুল বলছেন তা হলো লেবু ফুল। কচুরিপানার ফুল দেখে ইচ্ছে করে সবগুলো তুলে নিয়ে আসি। কারণ এই ফুলের বড়া খেতে আমি খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 21 days ago 

আপনার আজকের শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাই। তবে দুই নাম্বার ফটোগ্রাফি গুলো, যেগুলোর নাম আপাতত আপনার মনে আসছে না, ওইগুলো খুব সম্ভবত বেলি ফুল। তবে আমার কাছে সব থেকে ভালো লাগলো কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো। এইগুলো এত সুন্দর লাগছে, যেটা বলে বোঝানো যাবে না। যাইহোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর কিছু ফটোগ্রাফির জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70153.57
ETH 3783.62
USDT 1.00
SBD 3.72