আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি 🌺
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ বেশ কিছু দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আসলে ফটোগ্রাফি আমার শখ , আমার ভালোলাগা ৷ যত যাই হোক , হাতে মুঠোফোনটা থাকলে ছবি তোলার ইচ্ছে আপনাআপনি জাগে ৷ কিছুদিন যাবত সব কিছুর থেকেই একটু আড়ালে ছিলাম , নিজের ব্যস্ততা আর কিছু সমস্যার জন্য ৷ আপনাদের মাঝেও একদমি ই সময় দিতে পারনি ৷ জীবনের এই ব্যস্ততা আর সমস্যার মাঝেও আমার ছবি তোলা থেমে থাকেনি ৷ দু-একটা করে জমিয়েছি অনেকগুলো ছবি ফোন গ্যালারিতে ৷ এসব ভালোলাগা (ছবি) এখানে আপনাদের মাঝে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে ৷ কারণ ছবি তোলার ইচ্ছেটা ভালোলাগায় পরিণত হয়েছে এখান থেকেই ৷ তাই আজ আবারও চলে আসলাম ভালোবাসা দিয়ে তোলা কিছু ভালোলাগার ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরতে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আমাদের সবার ভালো লাগবে ৷
সাদা জবা খুবই পরিচিত এবং পছন্দের একটি ফুল ৷ এই ফুলের সৌন্দর্য আমায় ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ সাদা আকাশের সাথে সাদা জবা ফুলটা যেনো মিলে গেছে ৷ সেদিন ঘুরতে গিয়ে ছোট একটি ফুলের বাগান থেকে এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি টা করে ছিলাম ৷ ফুলের গাছটা খানিকটা বড় , দূর থেকেও সবুজের মাঝে সাদা জবা ফুলটা যেনো প্রকৃতি অপরূপ সৌন্দর্যের কথা বলছে ৷
জবা এ জবা ফুলের আলাদা কি নাম জানি নাহ ৷ তবে এই জবা ফুলও দেখতে অপরূপ সুন্দর ৷ চমৎকার একটি রং মিশে আছে এই জবা ফুলের মাঝে ৷ দেখলেই শান্তি লাগে জবা ফুলের এই মনোমুগ্ধকর সৌন্দর্য ৷ সবুজের মাঝে বেশ চমৎকার ভাবে ফুটে আছে ফুলটি ৷ ভালোবেসে ছবি দুটো ভালো ভাবেই তোলার চেষ্টা করেছি ৷
এক ওই বাগানে ফুটে থাকা আরেকটি কালারের জবা ফুল ৷ এটিও দেখতে বেশ চমৎকার ৷ জবা ফুলের আলাদা আলাদা বেশ কিছু জাত আছে ৷ তবে তার প্রত্যেকটাই বেশ চমৎকার ভালোলাগার মতো ৷ জবা ফুল মানেই প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ৷ জবা আমার প্রিয় ফুল ৷ প্রিয় ফুলের তোলা প্রিয় এই ছবি গুলো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ৷
বন জঙ্গলে জন্মানো ছোট একটি বন ফুল ৷ কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ৷ ফুলের সৌন্দর্য দেখলেই মন ভরে যায় ৷ অথচ এই ফুল গুলো আপনাআপনি জন্মায় রাস্তার পাশে ছোট জঙ্গলে বা পুকুর পাড়ের ছোট জঙ্গলে ৷ এই ফুলের নাম ল্যান্টনা গুগল সার্চ করে জানতে পারি ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ redme not10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 24 Apr 2025
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...

.jpg)








আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন।
দারুন কয়েক ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি ফুলের ফটোগ্রাফি এতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। বিশেষ করে দুই রংয়ের জবা ফুল দেখতে পেরে অনেক বেশি ভালো লাগলো।অসাধারণ ছিল আপনার তোলা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এই প্রত্যেকটি জবা ফুলের গাছ রয়েছে আমাদের বাড়িতে। অনেক সুন্দর লাগে যখন গাছে ফুল ফুটে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সামনে তুলে ধরেছেন।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো
লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি একের পর এক ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ প্রথমে আপনি যে সাদা রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷
সাদা জবা ফুলটা খুবই সুন্দর লাগছে ভাই। এককথায় দারুণ বলতে হয়। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপনি। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।