আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG20241223151905_00.jpg

গাঁদা ফুলের ফটোগ্রাফি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ তাই ফুল দেখলেই মুঠোফোনে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ ফুল দেখতে যেমন সুন্দর তেমনই ফটোগ্রাফি করতেও বেশ ভালো লাগে ৷ বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি করেছি আমি ৷ এখনো ফুলের ফটোগ্রাফি করি , যার সবটাই জমা হয় ফোন গ্যালারিতে ৷ আজ সেখান থেকেই কয়েকটা ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷


রেনডম ফুলের ফটোগ্রাফি


রঙ্গন ফুল..

IMG20241223152602_00.jpg

IMG20241223152555_00.jpg


সবার শুরুতে যে দু'টো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম রঙ্গন ফুল ৷ কিছু দিন আগে একটি মন্দিরে ঘুরতে গিয়ে সেখান থেকে আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি দুটো করেছিলাম ৷ আমার কাছে বেশ ভালোই লাগে রঙ্গন ফুল দেখতে ৷ এই ফুলের সৌন্দর্য সত্যিই ভীষণ চমৎকার ৷ আশা করি রঙ্গন ফুলের ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷



গাঁদা ফুল..

IMG20241223151905_00.jpg

IMG20241223151923_00.jpg


এবার যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম গাদা ফুল ৷ শীতকালীন সময়ে এই ফুল গুলো বেশ ভালো দেখা যায় ৷ আর দেখতেও বেশ ভালো লাগে ৷ গাদা ফুলের আলাদা আলাদা ডাত থাকে যার প্রত্যেকটাই দেখতে অসম্ভব সুন্দর ৷ আশা করি গাদা ফুলের এই ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷



কলাবতী ফুল..

IMG20241223151010_00.jpg

IMG20241223151005_00.jpg


এই ফুলের নাম কলাবতী ফুল ৷ এই ফুল গুলোও দেখতে বেশ চমৎকার হয় ৷ যখন ফুল গুলো পুরোপুরি ভাবে ফুটে তখন দেখতে বেশ দারুণ লাগে ৷ এখানে ফুল গুলো সেভাবে ফুটেনি ৷ তাই দেখতেও কিছুটা ছোট তবে সুন্দর ৷ আশা করি কলাবতী ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷



পুষ্প কথন ফুল..

IMG20241223151624_00.jpg

IMG20241223151651_00.jpg


ছোট সুন্দর এই ফুল গুলোর নাম পুস্প কথন ৷ দেখতে যেমন সুন্দর ছোট এই ফুল গুলো ৷ তেমনই ফুলের নামটাও বেশ সুন্দর ৷ আমি তেমন ফুলেন নাম জানিনা ৷ যদিও এই ফুল অনেক জায়গায় অনেক বার দেখেছি , তবে নাম জানি নাহ ৷ আজ গুগল সার্চ করে জানতে পারলাম এই ফুলের নাম ৷ যাই হোক , চমৎকার এই ফুলের ফটোগ্রাফি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ৷



লাল গোলাপ..

IMG20241223152302_00.jpg

IMG20241223152252_00.jpg

শেষে লাল গোলাপ ৷ গোলাপ ফুল আমার অনেক পছন্দের এবং ভালোলাগা একটি ফুল ৷ এই ফুলের এই ফটোগ্রাফি দুটো আমি দুদিন আগে করেছিলাম ৷ লাল ফুল ক্যামেরায় ততটা ভালো আসেনা ৷ তাও চেষ্টা করেছি পছন্দের ফুল লাল গোলাপের দুটো ভালো ছবি তোলার ৷ আশা করি ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ এলোমেলো ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 08 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 11 months ago 

Picsart_25-01-08_22-36-07-259.jpg

 11 months ago 

ফুলের ফটোগ্রাফী করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার প্রতিটি ছবি অসাধারণ ছিল ভাই। বেশ গুছিয়ে বর্ননা করাতে ভালো দেখাচ্ছে পোস্টটি। অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 11 months ago 

অবশ্যই আপু , আমি চেষ্টা করবো আরো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ধন্যবাদ আপনাকে

 11 months ago 

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফুলের ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , পরবর্তীতে আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ এভাবেই সাথে থাকুন

 11 months ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি । ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং কলাবতী ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷

 11 months ago 

ভাইয়া আপনি দেখতেছি ফুলের রাজা চলে গেলেন। আজকে আপনি চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ও কলাবতী ফুলের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। এবং ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 11 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

শীতের এই সময়টা চারোদিকে ফুলের ছড়াছড়ি। যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। তাইতো ফুল দেখলেই ফটোগ্রাফি করতে খুব ইচ্ছে করে। আপনি আজ খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

এত সুন্দর ফটোগ্রাফি আপনি কিভাবে করেন যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ এখানে আপনি আজকে খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এর মধ্যে প্রথমে কলাবতী ফুল আমার নজর কেড়েছে৷ এই ফুল দেখেই আমি সেখানে দাঁড়িয়ে গেলাম৷ অনেকক্ষণ যাবৎ সেই ফুল দেখতে থাকলাম৷ এর পরবর্তীতে অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো আমার পছন্দ হয়েছে৷

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷