আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 days ago

Picsart_24-05-12_19-59-18-818.jpg

এলোমেলো ফটোগ্রাফি


শুভ রাত্রি

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার অসম্ভব ভালো লাগে ৷ আমি সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি আমার আশেপাশের সুন্দর দৃশ্য এবং মুহূর্ত গুলোর ৷ মুঠোফোনে এসব দৃশ্যে ক্যামেরা বন্দি করতে আমার বেশ ভালোই লাগে ৷ শখের বসে ভালোলাগা থেকেই এসব করা হয় ৷ তবে এখন প্রয়োজন আর ভালো লাগা দু'টো থেকেই ফটোগ্রাফি করি ৷ ভীষণ ভালো লাগে ফটোগ্রাফি করতে , অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে এখন এই কাজ গুলো ৷ কোনো সুন্দর দৃশ্যে দেখলেই ফটোগ্রাফি করার ইচ্ছে করে এবং করেও ফেলি ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক ৷



IMG20240512094100_00.jpg

IMG20240512094155_00.jpg


শুরুতেই যে দুটো ফটোগ্রাফি দেখতে পাচ্ছে , এই ফটোগ্রাফি দুটো আমি আজকেই করলাম ৷ রাস্তার পাশে জন্মানো কিছু উদ্ভিদের মাঝে ছোট একটি ফুল ৷ দেখতে বেশ ভালোই লাগছে ৷ চোখে পড়লো তাই ভালো লাগা থেকে দু-তিনটা ফটোগ্রাফি করে ফেললাম ৷ ছোট এই ফুলটির নাম আমি জানি নাহ , তবে বনফুল বলা যেতে পারে ৷ ফটোগ্রাফি দুটো আপনাদের কেমন লেগেছে ? আশা করি সবাই তা মন্তব্য করে জানাবেন ৷


IMG20240512093821_00.jpg

IMG20240512093846_00.jpg


এবার যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এটাও মূলত রাস্তার পাশে জন্মানো ছোট গাছ থেকে তোলা ৷ দেখতে বেশ ভালোই সুন্দর সাদা রঙের ছোট ফুল গুলো ৷ আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছে এই ফুল গুলো ৷ তবে আমি এই ফুল গুলো নামও সঠিক জানি নাহ ৷ আমাদের এদিকে প্রায় এই ফুল গুলো দেখা যায় ৷ তবে আমি এখনো সঠিক এই ফুল গুলোর নাম জানি না ৷ আপনাদের নাম জানা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন ৷


IMG20240512092732_00.jpg

IMG20240512092752_00.jpg


এ দুটো ফটোগ্রাফি নিশ্চয়ই সবার পরিচিতি ৷ আজ বিকেলে টুকটাক ঘোরাঘুরি করার সময় মূলত এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের ফটোগ্রাফি ৷ আমাদের এদিকে ধানের সবুজ মাঠ গুলো এখন রঙ বদল করতে শুরু করেছে ৷ আর কিছু দিন পরেই সবার ঘরে ঘরে পাক ধান উঠবে ৷ আজ বিকেলে মাঠের এই দৃশ্যে গুলো উপভোগ করার সময় সবুজ ধানের এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240511190024_00.jpg

IMG20240511190101_00.jpg


এখানে আপনারা পাচ্ছেন একটি ফুলের ফটোগ্রাফি ৷ এই ফুলটির নাম আমার আপাতত মনে আসছে না ৷ তবে ফুলটি দেখতে অসম্ভব সুন্দর ৷ আজ সন্ধ্যা বেলায় আমি ফুলের এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ দিনের বেলা এই ফুল গুলো রোদে চুপসে যায় ৷ তখন দেখতে তেমন একটা ভালো লাগেনা ৷ তবে রাতের বেলা এই ফুল গুলো চমৎকার ভাবে ফুটে থাকে ৷ আর দেখতেও অসম্ভব সুন্দর লাগে ৷ যাই হোক , আশা করি এই ফটোগ্রাফি দুটোও আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240408174556_00.jpg

IMG20240408174552_00.jpg

শেষ যে দুটো ফটোগ্রাফি দেখতে পাচ্ছে , এগুলো মূলত একটি মেলা থেকে করেছিলাম ৷ বিকেল বেলা দোলনার ফটোগ্রাফি ৷ কিছু দিন আগে একটি মেলায় ঘুরতে গিয়ে আমার এই ফটোগ্রাফি গুলো করা ৷ কেমন হয়েছে ? আশা করি সবাই তা মন্তব্য করে জানাবেন ৷ তো আজ এ পর্যন্তই , আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রেনডম ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 12/04/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 11 days ago 

মনের সাথে মিল রেখে যে কোন কাজ করতে পারলে সেটা পাইছি অনেক বেশি দৃষ্টিনন্দন হয়ে থাকে। ফটোগ্রাফি তেমনি একটা জিনিস যদি মনোযোগ সহকারী করা যায় তাহলে প্রত্যেকটা ফটোগ্রাফিয়ে অসম্ভব সুন্দর হয়।। আপনি কিন্তু সেরকম দক্ষতারই পরিচয় দিয়েছেন ভাইয়া। প্রতিটা ফটোগ্রাফি এতটাই সুন্দর করে তুলেছেন আপনি যেটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

আজকে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আমার নিজের কাছেই প্রথম ফটোগ্রাফিটা দেখার মত ছিল। দুটো ফুল দেখতে পারতেছি রাস্তার পাশে এটাও বেশ সুন্দর লাগলো। ধানের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সর্বপরি আপনি দারুন ফটোগ্রাফি করেছেন।

 11 days ago 

আপনার শেয়ার করা কয়েকটি রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক চমৎকার হয়েছে। বিকেল বেলায় মেলায় ঘুরতে যেয়ে দোলনার যে ফটোগ্রাফিটি করেছেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গুছিয়ে বর্ণনা লিখে আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে, বিশেষ করে ধানেরশীষের ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 11 days ago 

ভাই আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার শেয়ার করা প্রথম ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। এছাড়াও আপনি একদম শেষে যে ফুলের ফটোগ্রাফি করেছেন সেই ফুলটির নাম আমাদের এইদিকে সন্ধ্যা মনি বলে। তবে বিভিন্ন অঞ্চলে এই ফুলটিকে বিভিন্ন নামে চিনে। ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

প্রয়োজনের পাশাপাশি ভালোলাগা রয়েছে এটাই সব থেকে বড় বিষয়। আসলে যে কোন বিষয়ে যদি ভালো লাগা কাজ না করে যতই প্রয়োজন হোক সেটাতে মন বসে না। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে নাগর দোলের ফটোগ্রাফি এবং ধানের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 11 days ago 

আপনার তোলা অসাধারণ রেনডম ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার। বেশ চমৎকার ভাবে আপনি রেনডম ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করেছেন এবং সেগুলো আজকের ব্লগে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই ফটো ধারণ।

 11 days ago 

সাদা রঙের ফুল দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। এধরনের ফুল গুলো থেকে ছোট বেলায় মধু খেতাম। ভিন্ন রকম সব ফটোগ্রাফি নিয়ে পোস্ট উপহার দিয়েছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয় ভাই। আজকেও আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি ভালো হয়েছে। বিশেষ করে একদম শেষের ফটোগ্রাফি দুটো আমার অনেক পছন্দ হয়েছে। তাছাড়া ধান গাছের ফটোগ্রাফি এবং একদম প্রথম ফটোগ্রাফি দুটোও খুব সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 68055.12
ETH 3813.21
USDT 1.00
SBD 3.72