নাটক রিভিউ || মিস্টার মুসিবত 🐸
হ্যালো বন্ধুরা.. কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করা যাক..
| নাটক | মিস্টার মুসিবত |
|---|---|
| পরিচালক | রাকেশ বসু |
| শিল্পী | মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, আনোয়ার শাহী, মাসুম বাশার, মিলি বাশার, তুতিয়া ইয়েসমিন, সামান্থা তুর্জা এবং আরো অনেকেই |
| প্রযোজক | নাজমুল হক ভূঁইয়া |
| গল্প | লিটু সাখাওয়াত |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ৪০ মিনিট |
| প্রকাশ | ইউটিউব , ০১ জানুয়ারি ২০২৫ ইং |
এই নাটকের শুরুতে দেখা যায় গল্পের নায়ক রফিক'কে ৷ সে ঘরে বসে রেডি হচ্ছে , অন্যদিকে তার বাবা মা তাকে তাড়াতাড়ি রেড়ি হয়ে বৌউমাকে নিয়ে আসতে বলছে ৷ রফিক মাস দু-এক আগে নতুন বিয়ে করেছে ৷ বিয়ের পর তার স্ত্রী শ্বশুর বাড়িতেই আছে মাসখানি ৷ এবার তার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার জন্য বারবার বলছে তার বাবা মা , অন্যদিকে রফিকের শ্বশুরও ফোন দিয়ে তাদের মেয়েকে নিয়ে যেতে বলছে রফিক'কে ৷ এদিকে রফিকের কোনো ইচ্ছে নেই তার শ্বশুর বাড়ি যাওয়ার ৷ শেষমেশ সবার জেদের কাছে হেরে রফিক রওনা দেয় শ্বশুর বাড়ির উদ্দেশ্য ৷ এদিকে গল্পের নায়িকা রুকো এবং তার গোটা পরিবার অপেক্ষায় আছে নতুন জামাইয়ের ৷ কখন নতুন জামাই আসবে...
অপেক্ষা অবসান ঘটিয়ে নতুন জামাই পা রাখে শ্বশুর বাড়িতে ৷ জামাই শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই শ্বশুরের নাক ফেটে যায় ৷ এটা দেখে রফিক বুঝতে পেরে যায় শুরু হয়ে গেছে মুসিবতের কাহিনি ৷ রফিকের গ্রামে রফিকে সবাই মিস্টার মুসিবত নামে ডাকে ৷ কারণ রফিক যেখানেই যায় সেখানেই একটার পর একটা বিপদ ঘটে ৷ এজন্য গ্রামের মানুষজন রফিকের নাম রেখেছে মিস্টার মুসিবত ৷ এবং এই নামেই গ্রামের সবাই তাকে চেনে ৷ রফিক জানে সে যেখানেই যাবে সেখানেই শুরু হবে অঘটন ৷ এজন্যই রফিক তার নতুন শ্বশুর বাড়িতে আসতে চাচ্ছে না ৷ কিন্তু সবার কথাতে তাকে আসতেই হলো শ্বশুর বাড়ি ৷ আর এসেই শুরু হয়েছে একটার পর একটা মুসিবত ৷ শ্বাশুড়ি কফি বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে অন্যদিকে শালির ফোন ভেঙ্গে চুরমার হয়ে গেছে ৷
নতুন জামাই বাড়িতে আসতে না আসতেই কি শুরু হলো বুঝতে পারে না রুকুর পরিবার ৷ এসব অঘটনের জন্য নতুন জামাইকে সেভাবে সময়ও দিতে পারছে না রুকুর পরিবার ৷ কিছুক্ষণ পরই রুকুর বাবার কাছে ফোন আসে ৷ কেউ একজন ফোন দিয়ে রফিকের ব্যাপারে বলে ৷ রফিক যে একজন মিস্টার মুসিবত জানতে পেরে যায় রুকুর পরিবার ৷ কিন্তু এই ব্যাপারটা তাদের নিজেদের মাঝেই রাখে ৷ রফিক'কে কিছু জানতে দেয় নাহ ৷ রুকু পরিবার চিন্তায় পড়ে যায় , কি করবে এখন তারা ৷ শেষমেশ জামাইয়ের এই দোষ কাটাতে কবিরাজী করার সিদ্ধান্ত নেয় রুকু'র পরিবার ৷
রফিকের মুসিবত দূর করার জন্য তার শ্বশুর শ্বাশুড়ি স্ত্রী এবং শালী সবাই মিলে চেষ্টা করে ৷ কিন্তু রফিকের কাছে কেউ পেরে উঠে না ৷ প্রথমে রফিকের শ্বশুর কবিরাজ নিয়ে আসে রফিকের মুসিবত দূর করার জন্য ৷ কিন্তু রফিক সেখানে সময় দেয় নাহ ৷ এরপর তার শ্বাশুড়ি চেষ্টা করে পানিপড়া খাওয়ানোর ৷ স্ত্রী চেষ্টা করে চালভাজা খাওয়ানোর , আর শালী চেষ্টা করে তাবিজ পড়ানোর সবাই ব্যর্থ হয় তাদের কাজে ৷
এরপর কি করা যায় ভাবতেই রফিক তাদের সামনে চলে আসে ৷ এরপর রফিক বলতে শুরু করে , সে মিস্টার মুসিবত ৷ সে যেখানেই যায় সেখামেই বিপদ ঘটে ৷ তাই তার গ্রামের মানুষ নাম রেখেছে তার মিস্টার মুসিবদ ৷ এজন্যই এসে তার স্ত্রীকে এখানে নিতে আসতে চায়নি ৷ কিন্তু সবার জেদের কাছে না পেরে আসতেই হয় তাকে ৷ আর এখানে এসেই বিপদ ৷ একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে ৷ তার জন্যই এই সব হচ্ছে সে বিশ্বাস করে নাহ ৷ কারণ তার মা তাকে বলেছে এসব কুসংস্কার ৷ একজন মানুষের দারা অন্য মানুষের কখনো ক্ষতি হতে পারে না ৷ এই সব বলতে না বলতেই তার শ্বশুর এবং স্ত্রীর ফোনে ফোন আসে আর দুটো খুশির খবর পায় ৷ এরপর আবারও রফিক বলতে শুরু করে , এবার কি বলবেন ৷ তার জন্যই কি এই দুটো খুশির খবর এসেছে ৷ এবার রফিকের শ্বশুর এবং তাদের সবার ভুল ভেঙ্গে যায় ৷ এবং নিজেদের ভুল বুঝতে পারে ৷ শেষমেশ রফিকের কাছে ভুল মেনে নিয়ে জামাইকে ঘরে তুলে আবার ৷ এবং এখানেই এই গল্পটা শেষ হয় ৷
রেটিং:-০৮
আমার মতামত:-
মিস্টার মুসিবত এই নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকের গল্প সবার অভিনয় সব মিলিয়ে বেশ ভালোই ছিলো ৷ কিছুটা বাস্তবিক ছিলো এই নাটকের গল্প ৷ আসলে এখনো অনেক মানুষ আছে যারা কুসংস্কার বিশ্বাস করে ৷ অনেক ক্ষেত্রে কুসংস্কার মেনেও চলে ৷ এসব থেকে আমাদের দূরে আসতে হবে , কুসংস্কার মেনে অন্যকে বা কাউকে কষ্ট দেওয়া ঠিক নয় ৷ যাই হোক , এই নাটকের গল্পে তেমনই কিছু দেখানো হয়ে ৷ সব মিলিয়ে বেশ ভালোই ছিলো নাটকের গল্প ৷ চাইলেই নাটকটি দেখে আসতে পারেন ৷ নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ আশা করি সবার ভালো লাগবে ৷ ধন্যবাদ
নাটকের লিংক
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...

















ভাইয়া আপনি মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। নাটকের মধ্যে বাস্তবের খুব সুন্দর একটি দৃশ্য ফুটে উঠেছে আর তা হলো কুসংস্কার। বর্তমান জেনারেশন এ এসেও অনেকে কুসংস্কারে বিশ্বাস করে। এতে নিজে যেমন কষ্ট পায় তেমনি অন্যকেও কষ্ট দেয়। কিন্তু এটা একদমই ঠিক নয়। আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। তাদের দু'জনের অভিনয় খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , পোস্টটি দেখে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
https://x.com/Nirob7000/status/1885364510854439400?s=19
বর্তমান সময়ে মোশারফ করিম এবং তানিয়ার জুটিটা বেশ মানিয়েছে। তাদের রোমান্টিক এবং হাস্যকর নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যে নাটকটা রিভিউ করেছেন মেয়েটাও কিন্তু অতি চমৎকার। অনেক ভালো লাগলো সুন্দর এই নাটক রিভিউ করতে দেখে।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ ভাইয়া আপনি মিস্টার মুসিবত নাটকের রিভিউ শেয়ার করেছেন।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি যে রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
মিস্টার মুসিবত নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আমি তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই মোশাররফ করিমের নাটক গুলো দেখি বেশ ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
এই নাটকের রিভিউ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে
মোশারফ করিমের নাটক মানেই হচ্ছে বিনোদনের সাথে বাস্তবিক শিক্ষা অর্জন করা। বর্তমান সমাজে কুসংস্কার জিনিসটা ব্যাপক ছড়াছড়ি হয়ে গেছে। কিন্তু এই নাটকের মধ্যে কুসংস্কারকে পরিত্যাগ করার জন্য ব্যাপকভাবে আলোকপাত করা হয়েছে। অবশেষে রফিকের শ্বশুর এবং অন্যান্য লোকরা তাদের ভুল বুঝতে পেরেছিলো এটাই অনেক। খুবই সুন্দর করে রিভিউ করেছেন মিস্টার মুসিবত নামের নাটকটি। এরকম বাস্তবধর্মী নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ সবার মাঝে শেয়ার করলেন আপনি। মিস্টার মুসিবত নাটকটা সত্যি অনেক সুন্দর ছিল। মোশারফ করিমের নাটক গুলো অনেক সুন্দর। আমার কাছে তার নাটক গুলো দেখতে খুব ভালো লাগে। আর মাঝেমধ্যেই তার নাটক গুলো দেখে থাকি। আর সময় পেলে এই নাটকটা দেখার জন্য চেষ্টা করবো।
আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। মিস্টার মুসিবত নাটকটার পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।
মোশারফ করিমের নাটক গুলো এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে। তার নাটক গুলো আমি সবসময়ই দেখার চেষ্টা করি। তবে আজকে
যেভাবে আপনি এত সুন্দর ভাবে এই নাটক
এর রিভিউ শেয়ার করেছেন তা দেখে তো মনে হচ্ছে নাটকটি আরো অনেক বেশি সুন্দর হবে। এই নাটকের রিভিউ দেখে আমি নাটকটি সম্পর্কে অনেকটাই জানতে পারলাম৷ আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷