মেলায় ঘোরাঘুরি :- পর্ব দুই

in আমার বাংলা ব্লগ22 days ago

IMG20240408153350_00.jpg

মেলায় ঘোরাঘুরি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , মেলায় ঘোরাঘুরি'র দ্বিতীয় পর্ব নিয়ে ৷ বেশ কিছু দিন আগে আমি আমাদের এদিকে বেশ বড় একটা ঘুরতে গিয়ে ছিলাম ৷ সেখানে ঘোরাঘুরি'র পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিও করেছি ৷ সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে মেলায় ঘোরাঘুরি এবং ফটোগ্রাফি করতে পেরে ৷ সেই সুন্দর অনুভূতি গুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি ৷ গত পর্বে আমি মেলার অবস্থান এবং যাওয়ার অনুভূতি শেয়ার করেছি ৷ এই পর্বে আমি মেইন মেলায় প্রবেশ করা এবং ঠাকুর দর্শন সহ কিছু দোকানপাটের ফটোগ্রাফি এবং ঘোরাঘুরি'র অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগলে ৷ তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ..



IMG20240408151213_00.jpg

IMG20240408151452_00.jpg


এই মেলা সম্পর্কে আগের পর্বে টুকটাক বলার চেষ্টা করেছি ৷ তবুও আজ আবারও সামান্য ধারণা দেই , এই মেলার নাম বোহালিমারী বারুণী মেলা ৷ এই মেলা মূলত সনাতন ধর্মালম্বীদের মহাস্নান উপলক্ষে প্রতি বছর বোহালিমারীতে বসে ৷ বোহালিমারী আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরেই অবস্থিত ৷ তবে প্রতি বছর এই মেলায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন দূর দুরন্ত থেকে এসে ৷ এবং বেশ জাঁকজমক ভাবে মেলাটি পালন করা হয় ৷ স্নান শেষ হলেও পরবর্তী আরো সপ্তাহ খানিক কিংবা তারও বেশি সময় মেলা থেকে যায় ৷ এই মেলাটি করতোয়া নদীর তীরে অবস্থিত খুবই সুন্দর এবং নিরিবিলি মনোরম পরিবেশে ৷


IMG20240408151518_00.jpg

IMG20240408151532_00.jpg


মেলার তৃতীয় দিন আমি এই মেলায় ঘুরতে যাই ৷ আমার সাথে অবশ্য আমার দাদা ছিলো ৷ মেলায় প্রবেশ করতেই দেখতে পাই অসংখ্য মানুষের ভীর ৷ তবে প্রথম এবং দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে মানুষের ভীর একটু কমই ছিলো ৷ যাই হোক , অনেকটা পথ হেটে মেলায় প্রবেশ করতে হয়েছে ৷ কারণ মেলা থেকে মেইন রোড বেশ খানিকটা দূরে ৷ পাশাপাশি করতোয়া নদী পার হয়ে মেইন মেলায় আসতে হয়েছে ৷ আমি সব ঝামেলা পেরিয়ে শেষমেশ মেইন মেলায় আসি ৷ এরপর প্রথমেই ঠাকুর দর্শনের জন্য মন্দিরের দিকে আসি ৷ করতোয়া নদী এবং মেলার ধার ঘেসে মন্দিরের দিকে আসতে হয়েছে মানুষের সামান্য ভীর ঠেলে ৷


IMG20240408152454_00.jpgIMG20240408152552_00.jpg
IMG20240408152458_00.jpgIMG20240408152327_00.jpg

এখানে বেশ কিছু মন্দির এবং মূর্তি আছে ৷ এই যেমন দুর্গা মন্দির , কালী মন্দির , গঙ্গা মন্দির , শিব মন্দির সহ আরো বেশ কিছু মন্দির আছে ৷ আমরা এক এক করে প্রত্যেকটা মন্দির দর্শন করি এবং প্রাণাম করি ৷ শুরুর দিকে মন্দির গুলোতে মানুষের ভীর বেশ ভালোই ছিলো ৷ যার জন্য এই মন্দির গুলো দর্শন করতে আমাদের বেশ সময় লেগে যায় ৷ মন্দির দর্শনের পর আমরা কিছুক্ষণ মন্দিরের বাইরে আড্ডা দেই ৷ কারণ তখনকার সময়টা ছিলো দুপুরের কাছাকাছি , পাশপাশি মানুষের ভীর ৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা ৷


IMG20240408152246_00.jpgIMG20240408152603_00.jpg
IMG20240408152418_00.jpgIMG20240408151639_00.jpg

এরপর আমরা চলে আসি মেলায় ৷ মন্দিরের পাশেই অনেক দোকানপাট বসেছে ৷ সেই দোকানপাট গুলো বেশিরভাগই ধর্মীয় দোকানপাট ছিলো ৷ যেগুলোতে শুধু ধর্মীয় বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় ৷ গাছের নিচে এসব দোকানপাট দেখতে যেমন সুন্দর লাগছে , তেমনই ধর্মীয় বিভিন্ন জিনিসপত্র দেখেও ভীষণ ভালো লাগছে ৷ এসব দোকানপাটে এতো এতো মানুষের ভীর লেগেছে যে বলার বাইরে ৷ তবে দোকানপাটও ছিলো অসংখ্য ৷


IMG20240408153202_00.jpg

IMG20240408153350_00.jpg

IMG20240408153320_00.jpg


আমরা মেলার ছোট একটি গোলি দিয়ে প্রবেশ করি ৷ যদিও অসংখ্য ছোট ছোট রাস্তা রয়েছে মেলার মাঝে ৷ দুপাশে অস্থায়ী বিভিন্ন দোকানপাট ৷ শুরুতে আমরা ধর্মিয় এসব দোকানপাটে ঘোরাঘুরি করলাম এবং টুকটাক জিনিসপত্র নেড়েচেড়ে দেখলাম ৷ যদিও তেমন কিছুই কেনা হয়নি ৷ তবে মেলায় ঘোরাঘুরি এবং এসব জিনিসপত্র দেখতেই ভীষণ ভালো লাগে ৷ সব কিছুই রয়েছে এসব দোকানপাটে ৷ যাই হোক , আজ এ পর্যন্তই থাক ৷ অন্য আরেক দিন এর পরের অনুভূতি গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ৷ এক সাথে এতো কিছু আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব নয় ৷ এবং আপনাদেরও ভালো লাগবে না ৷ তাই অল্প কিছু অনুভূতি এবং ফটোগ্রাফির মাধ্যমেই শেষ করলাম আজকের এই ব্লগ ৷ পরের পর্বে মেলা'র দোকানপাটের ফটোগ্রাফি এবং ঘোরাঘুরি'র অনুভূতি গুলে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো আপনাদের সঙ্গে ৷


IMG20240408153218_00.jpg

IMG20240408153331_00.jpg


আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ বোহালিমারী বারুণী মেলা
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01/05/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 18 days ago 

মেলায় ঘোরাঘুরি করার খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগলো৷ এখানে গিয়ে আপনি অনেক মজা করেছেন দেখছি৷ খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 68055.12
ETH 3813.21
USDT 1.00
SBD 3.72