বছরের শেষ প্রান্তে দারিয়ে..🌼

in আমার বাংলা ব্লগ3 days ago

flowers-8763039_1280.webp

pixabay


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজ ডিসেম্বর মাসের ২০ তারিখ ৷ আর মাত্র কয়েক দিন বাদেই শেষ হবে এই ডিসেম্বর ৷ ডিসেম্বরের পর জানুয়ারি , মাসের সাথে বদলে যাবে সালটাও ৷ দেখতে দেখতেই বছরটা প্রায় শেষের দিকে চলে আসলো ৷ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাদেই ২০২৫ সাল ৷ ভাবতেই অবাক লাগছে বছরের শেষ প্রান্তে দারিয়ে আছি ৷ মনে হচ্ছে কিছু দিন আগেই তো নতুন এ বছরে পা রাখালাম ৷ নতুন কিছু স্বপ্ন আশা নিয়ে নতুন এ বছরের সূচনা করলাম ৷ আজ দেখতে দেখতে সেই বছরটার শেষ প্রান্তে এসে দারিয়ে আছি ৷ এতো দ্রুত ফুরিয়ে গেল বছর , অথচ এ বছরে তেমন কিছুই করা হলো না ৷ কত আশা পরিকল্পনা নিয়ে শুরু এ বছরের শুরুটা ৷ শেষ প্রান্তে সাফল্যের ছিটেফোটাও নেই ৷ সময় কারো জন্য অপেক্ষা করে না ৷ সময় তার গতিতে সে চলে যায় , এটাই হয়তো তার বড় উদাহরণ ৷ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাদেই নতুন বছর ৷ এ বছরের শেষ প্রান্তে দারিয়ে ভাবি জীবন থেকে আরো একটা বছর চলে গেলো ৷ ফুরিয়ে গেলো জীবনের আরো কিছুটা সময় ৷ এবারও কিছু করা হলো না ৷ কিছুটা ভালো আর খারাপ নিয়ে এভাবেই সময় ফুরিয়ে যাচ্ছে , বছরও ফুরিয়ে যাচ্ছে ৷ বছর শুধুই একটা বছর নয় ৷ বছরের সাথে মিশে থাকে জীবনের হাজানো স্মৃতি ৷ এ বছরের জমানো স্মৃতি গুলো হয়তে সারাজীবন মনে থাকবে ৷ জীবন থেকে তো অনেক কিছুই হারিয়ে যায় ৷ সেভাবেই হারিয়ে যায় বছর ৷ আজ যে বছরটা বর্তমানে হয়ে আছে ৷ কিছু দিন বাদেই সেই বছরটা অতীত হয়ে যাবে ৷ জীবন থেকে বছর হারিয়ে ফেলা মানে জীবনের সময়ও ফুরিয়ে আসা ৷ তাই প্রত্যেকটা বছর আমাদের সবার ভালো কাটুক ৷ প্রত্যেকটা বছর আমাদের জন্য ভালো কিছু হোক ৷ ভালো কিছু করার চেষ্টা করি সবাই আসছে যে নতুন বছরে ৷ শেষ প্রান্তে দারিয়ে যাতে আপসোস করতে না হয় ৷ নতুন বছর যেনো আসে সবার জীবনে আনন্দ নিয়ে । ২০২৫ সাল যেনো হয় সবার স্বপ্ন পূরণের বছর । সবচেয়ে প্রিয় বছর হয়ে ধরা দিক নতুন বছরটা ৷ ২০২৫ সালটা আসুক সবার জীবনের সফলতা নিয়ে। সবার জীবনের দুঃখ মুছে আনন্দ বয়ে আনুক ৷ শুভ কামনা রইল 🌼



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 3 days ago 
 2 days ago 

জি ভাইয়া সত্যি কথা বলেছেন কিছুদিন পরে ন্বছরের দিনগুলো শেষ হয়ে যাবে। আসবে নতুন বছর আর নতুন দিন। পুরনো দিনগুলো হয়ে যাবে স্মৃতি। বেশ সুন্দর করে আজকের পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

Picsart_24-12-20_12-18-42-733.jpg

 yesterday 

সত্যি এই বছরটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। তবে অনেক কিছু শিখলাম এইবছর। যা আমার সারা জীবন মনে থাকবে। নতুন বছরে নতুন করে শুরু করার চেষ্টা করব।

আপনার লেখাটা বেশ ভালো ছিল। তবে আরও কয়েকটা প‍্যারা করলে ভালো হতো।