You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১২ (Weekly Hangout Report-12)

in আমার বাংলা ব্লগ4 years ago

গতকালের হ্যাংগ আউটের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম।কাল সব কনফিউশন দূর হয়ে গেলো শেষ পর্যন্ত। heroism খুবই ভালো একটি প্রজেক্ট। এই প্রজেক্ট সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, আমরা ইনশাল্লাহ সম্মিলিত ভাবে এই দায়িত্ব পালন করবো।
সত্যিই এই দিনটা আসলেই অনেক বেশি ভালো কারণ সবাই একসাথে কত কথা বলি।অনেকে হয়তো বিশ্বাস করবেনা তবে সত্যি হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটিটা দিনদিন নিজের পরিবারের মতোন হয়ে যাচ্ছে।দিনের সব কিছুই আজকাল এই কমিউনিটির সকলের সাথে শেয়ার করা হয়। তাই জন্যই এতো অধীর আগ্রহে বসে থাকি হ্যাংগ আউটের দিনটির জন্য।বিশেষ করে দাদা এবং সব মড ভাইয়ারাও সবাই কথা বলে, সব মিলিয়ে প্রচন্ড ভালোলাগা কাজ করে।

Sort:  
 4 years ago 

আমরাও আশা করছি সকলের সম্মিলিত সহযোগিতা নিয়ে নতুন উদ্যোগটি আরো বেশী ফলপ্রসূ হবে। ধন্যবাদ আপনাকেও।