ওরা মাঠ খোঁজে ভীষণ রোদে
গায়ে উত্তাপ জড়িয়ে সারাদিন,
ওরাও চায় স্নিগ্ধ হাওয়া
আর একটু বিশ্বাসের শীতল পরশ।
এই লাইনগুলো যে কত ভালো হয়েছে দাদা কি আর বলবো। আসলে তারা যেভাবে সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কাজ করে। সেই কারণেই কিন্তু আমরা এতোটা ভালো আছি,এতোটা আরামে আছি। তারা তাদের আরামটা কে বিসর্জন দিয়ে আমাদের জন্য খাটে। হ্যাঁ, হয়তো বা তারা পয়সার জন্যই করে। কিন্তু দিনশেষে লাভবান টা আমরাই হই, তাদের চেয়ে অনেক বেশি লাভবান হই আমরা। আপনার লেখাগুলোর গভীরতা অনেক বেশি দাদা। পড়েই মুগ্ধ হতে হয়।