প্রকৃতির দু-রঙা সৌন্দর্য

20230711_100439.jpg

ফুল কে না ভালোবাসে, ফুলের সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে থাকে। এই ফুলের সৌন্দর্যটা আসলে অনেক আকর্ষণীয়। এই ফুলগুলো সাধারণত আমাদের এদিকে তেমন একটা পাওয়া যায় না। তবে এশিয়ার দক্ষিণ এর দিকে বেশ ভালো পাওয়া যায়। আমাদের এদিকে দেখা গেলেও অনেক কম দেখা যায়, কারণ যারা বাগান করে থাকে, তারা এইগুলো সংগ্রহ করে তারপর এনে থাকে। আমাদের ভারতেও দক্ষিণ এর দিকে অনেক পাওয়া যায়। আমাদের ভারতীয় দিক থেকে এই ফুলগুলো বেগম বাহার নামে বেশি পরিচিত। এই ফুলগুলোর রং খুবই উজ্জ্বল হয়ে থাকে। গাছে এদের একসাথে অনেকগুলো দেখলে একটা আলাদা সৌন্দর্যময় দৃশ্য অনুভব হয়। তবে এদের সৌন্দর্যের দিক থেকে দেখে বাড়িতেও টবে লাগানো যায়, এতে সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

আর এই ফুলের সৌন্দর্যের আলাদা একটা আকর্ষণীয় ব্যাপার আছে। এখানে সবাই কাঠ গোলাপ নামেই জেনে থাকে। এর নামই কাঠ গোলাপ, কিন্তু আমাদের এখানে অর্থাৎ কলকাতার দিকে বেশি ফ্রাঙ্গিপানি বলে থাকে। নামটা একটু অদ্ভুত লাগলেও, একটা আলাদা আকর্ষণীয় ব্যাপার আছে। এর বৈজ্ঞানিক নামগুলো আরো অদ্ভুত। এই ফুলগুলো দেখতেও যেমন সুন্দর, তেমনি আবার এর উদ্ভিদগুলোও অনেক সুন্দর। ফুলগুলোর আলাদা একটা ঘ্রান আছে, যা সবাইকেও আকৃষ্ট করে থাকে। এই ফুলগুলোর নান্দনিক সৌন্দর্যের জন্য আমাদের এখানে প্রায় প্রতিটি গার্ডেনে দেখতে পাওয়া যায়, এমনকি অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করে থাকে।