গ্রামীণ জীবন এর রীতিনীতি ও উৎসব পালন

ChatGPT Image Nov 23, 2025, 03_32_36 AM.png

Image Created by OpenAI

গ্রামীণ জীবন মানে সহজ, সরল, শান্তি এবং সামাজিক মেলবন্ধন এর একটা দৃষ্টান্ত উদাহরণ। গ্রামের মানুষের মধ্যে এই সহজ-সরল বিষয়টা খুব দেখা যায়। আর মিলেমিশে থাকার বিষয়টাও একই পাড়ার মধ্যে বেশি দেখা যায়। যদিও বর্তমান সময়ে এই বিষয়টা অনেকটা কমে গেছে অর্থাৎ এই যে পারস্পরিক সহযোগিতা এর বিষয়টা আগের মতো আন্তরিকতার সাথে করতে দেখা যায় না। তবে যাইহোক, গ্রামের মানুষের মধ্যে একটা বিষয় ভালো টিকে আছে অর্থাৎ শহরের কোলাহল থেকে দূরে গ্রামের যেসব ঐতিহ্য, সংস্কৃতি আর যেসব রীতিনীতি এর বিষয় থাকে, তা সঠিকভাবে পালন করার বিষয়টা। শহরে যেমন যে যার মতো উৎসব আর অনুষ্ঠান পালন করে থাকে, কিন্তু গ্রামের মধ্যে যেকোনো উৎসব মানে একটা আলাদা আবেগ। গ্রামের উৎসবের মাধ্যমে আনন্দের পাশাপাশি মানুষের মধ্যে ভালোবাসা, সম্পর্ক এবং সহযোগিতার বিষয়কে আরো বেশি সুদৃঢ় করে থাকে।

তবে এটা ১৯ দশকের দিকে বেশিই দেখা যেতো। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট এর মধ্যে ঢুকে এই টানটা নষ্ট হয়ে গেছে। গ্রামীণ মানুষের জীবনযাপন প্রকৃতি কেন্দ্রিক এবং কৃষিকাজ ইত্যাদি সবকিছুর সাথে তাদের সম্পর্ক গভীরভাবে যুক্ত। গ্রামীণ মানুষের মধ্যে অতিথি আপ্যায়ন এর বিষয়টা খুবই মধুর। বাড়িতে কোনো অতিথি আসলে গ্রামের মানুষেরা আপ্যায়ন এর জন্য নানা আয়োজন করে থাকে। তাছাড়া যদি বাইরের দেশের থেকেও কেউ বেড়াতে আসে, তাহলে সেই পাড়ার লোকজন আপ্যায়ন এর জন্য ছুটে আসে। এইসব রীতিনীতি বর্তমানে সময়ে অনেক কম দেখা যায়। কিন্তু এইসব রীতিনীতি আগে গ্রামের দিকে ঐতিহ্য এর একটা অংশটা ছিল। আর উৎসব না হলে গ্রামের জীবন একদম অসম্পূর্ণ। নানা উৎসবে গ্রাম মেতে ওঠে সেই দুর্গা পুজো থেকে শুরু করে পৌষ-পার্বন ।