দেশ-বিদেশের জ্ঞান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দেশ-বিদেশের জ্ঞান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


glasses-1052010_1280.jpg



লিংক


এই পৃথিবীতে জ্ঞানের কোন অভাব নেই। আসলে নিজেদের দেশ সম্পর্কে যেমন আমাদের জ্ঞান রাখতে হবে তেমনি বাইরের দেশ সম্পর্কেও আমাদের যথেষ্ট জ্ঞান রাখতে হবে। কেননা আমরা যদি বাইরের দেশ সম্পর্কে কোনো ধরনের জ্ঞান না রাখি তাহলে আমরা কখনো নিজেদেরকে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করতে পারব না এবং যদি কোন দেশ উন্নত হয় তাহলে সেই দেশের সঙ্গে আমরা পাল্লা দিয়ে নিজেদের দেশ বড় করতে পারবো না। আসলে উন্নত দেশের চিন্তাভাবনা যেমন উন্নতি হয় ঠিক তেমনি আমাদেরও চিন্তাভাবনা অনেক বেশি উন্নত করতে হবে। আসলে আমরা যদি এভাবে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি তাহলে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং অন্যান্য দেশের ভালো জিনিস গুলো নিয়ে এসে আমাদের দেশকে ঠিক একইভাবে পরিচালনা করার চেষ্টা করব।


আসলে একটা জিনিস আপনার সব সময় খেয়াল করে দেখেছি যে দেশ যত চিন্তাভাবনায় উন্নত সেই দেশ কিন্তু ততটা সামনের দিকে এগিয়ে থাকে। এছাড়াও অনেকেই রয়েছেন যারা কিনা একটু ভালো করলে তারা নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পাড়ি জমায়। অর্থাৎ অন্যান্য দেশের সুযোগ সুবিধা বেশি থাকে এবং তারা সবসময় মেধাবী মানুষদের অনেক বেশি কদর করে। কিন্তু আমাদের দেশে এই মেধাবী ছাত্রদেরকে কখনো কদর করা হয় না। এছাড়াও আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে শিক্ষা প্রদান করা হয়। যেসব দেশ আজ উন্নত সেসব দেশে গেলে আমরা দেখতে পাই যে সে সব দেশের মানুষ গুলো সব সময় বিনা অর্থে তাদের নাগরিকদের শিক্ষা প্রদান করেন এবং তাদেরকে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়।


তারা কখনো শিক্ষাকে ব্যবসা হিসেবে মনে করে না। এসব চিন্তা ভাবনা যখন আমরা নিজেদের ভিতরে এনে নিজেদের দেশে একই রকম করার চেষ্টা করব তখন কিছু কিছু মূর্খ মানুষদের জন্য আমরা সবসময় পিছিয়ে থাকব। আসলে এই জন্য কিন্তু আমরা আমাদের দেশকে অন্যান্য দেশের সাপেক্ষে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। এজন্য আমাদের চিন্তাভাবনাকে সবসময় উন্নত করতে হবে এবং কোন কিছুকে কখনো ছোট বলে মনে করা যাবে না। কেননা আমাদের দেশে আমরা একটা জিনিস সবসময় দেখি যে এখানে মানুষের বৈষম্য সবথেকে বেশি। অর্থাৎ যাদের যত বেশি টাকা আছে তারা তত বেশি ধনী হতে থাকে এবং যাদের যত কম টাকা রয়েছে তারা ততো বেশি গরীব হতে থাকে। এছাড়াও গরীব শ্রেণীর লোকেদেরকে তেমন কোন সুযোগ সুবিধা দেওয়া হয় না এই সমাজে।


আমাদের এই দেশ-বিদেশের জ্ঞান কম থাকায় আমরা এখনো উন্নত দেশগুলো থেকে সবসময় পিছিয়ে আছে। এজন্য আমাদের অবশ্যই বিদেশ সম্পর্কে জ্ঞান নিয়ে সেই ভালো জ্ঞান নিজেদের দেশে নিয়ে এসে নিজেদের দেশের লোককে বোঝাতে হবে। যদিও মানুষ এখন অনেকটা মূর্খ ধরনের তাই তাদেরকে খুব একটা সহজে আমরা কখনো বোঝাতে পারবো না। তবুও আমাদের কখনো হাল ছাড়লে চলবে না। সবাই মিলে যদি আমরা একসাথে চেষ্টা করতে পারি অর্থাৎ যারা শিক্ষিত সমাজ রয়েছে তারা যদি হাতে হাত মিলিয়ে একসাথে চেষ্টা করতে পারে তাহলে কিন্তু আমরা আমাদের দেশটাকে উন্নত দেশের মতো করতে পারব এবং উন্নত দেশের ভালো জ্ঞানগুলো আমাদের দেশের প্রয়োগ করার চেষ্টা করতে পারব। এভাবে আমাদের দেখে অন্যান্য অনুন্নয়নশীল দেশগুলো শিক্ষা নিয়ে তাদের দেশকেও উন্নত করার চেষ্টা করবেন।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 months ago 

আপনার লেখাটি সত্যিই গভীর চিন্তার আহ্বান জানাচ্ছে। নিজ দেশের পাশাপাশি বিদেশী জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে আপনি যে বাস্তবতা ও প্রত্যাশা মিশিয়ে দিয়েছেন, তা অনুপ্রেরণাদায়ক। উন্নত দেশের শিক্ষাব্যবস্থা ও চিন্তাভাবনা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের সমাজকে রূপান্তরিত করতে পারি, তাহলে বৈষম্য ও অজ্ঞানতার অন্ধকার দূর হবে। এমন এক গভীর পর্যবেক্ষণ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

পুরো বিশ্বই যেনো জ্ঞানের বিশাল তথ্য ভান্ডার। এখান থেকে শেখার শেষ নেই। তবে যে দেশের মানুষ যতো বেশি জ্ঞানী সেই দেশ ততো বেশি উন্নত। ঠিক তেমনি আমাদেরও উচিত বাহিরের দেশ সম্পর্কে জ্ঞান-গরিমা অর্জন করা। আর উন্নত দেশের সেই জ্ঞানের বিষয়গুলো আমাদের দেশে চর্চা করা তবেই আমাদের দেশও উন্নতির দিকে এগুবে।