গ্রাম বাংলার বিকেল


carpathians-7228042_1920.jpg

Source

সত্যি বলতে ছোটবেলা থেকেই আমি শহরে বড় হয়েছি। তবে আমাদের শহর থেকে খুব বেশি একটা সময় লাগে না গ্রামে যেতে। আমাদের স্কুল ছুটি হলেই আমরা বিভিন্ন সময়ে আমাদের খালামণিদের বাসায় ঘুরতে যেতাম যেটা একদম গ্রামে অবস্থিত। তখন সেই গ্রাম বাংলার বিকেল গুলো দেখতে অসাধারণ লাগতো। বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার মেলা গ্রাম বাংলার বিভিন্ন ধরনের উৎসব আমরা অনেকটা বেশি এনজয় করেছিলাম।

বিশেষ করে যখন গ্রীষ্মকালীন ছুটি কিংবা শীতকালীন ছুটি শুরু হতো তখন দেখা যেত গ্রামে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হত ঠিক তখনই আমার আন্টি মাকে খবর দিয়ে পাঠাতো যে আমাদের এলাকায় একটি অনুষ্ঠান হবে কিংবা কোন ধরনের মেলা লেগেছে তখনই আমরা ব্যাগ গুছিয়ে এক দুই দিনের জন্য হলেও আন্টির বাসা থেকে ঘুরে আসতাম এবং গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতাম। যদিও আন্টি এখন নিজেও শহরে বাড়ি তৈরি করেছে।

তাই এখন আর গ্রাম বাংলা সেভাবে করে যাওয়া হয়ে ওঠে না। তবে বর্তমানে বন্ধুদেরকে নিয়ে মাঝে মধ্যেই মোটরসাইকেলে করে চেপে বিভিন্ন গ্রামের গঞ্জে গিয়ে ঘুরে বেড়াই এবং সেখানকার পরিবেশ গুলো উপভোগ করার চেষ্টা করি। মাঝে মধ্যে ক্যামেরাবন্দিও করি সে সকল দৃশ্যগুলো আমার ব্যক্তিগতভাবেই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমি গ্রাম বাংলার মাটি অনেক পছন্দ করি। সে এখানকার সবুজের সমাহার আমাকে কাছে টানে এবং সেই গ্রাম বাংলার মধ্যেই রয়েছে আমার প্রকৃত শান্তি।

ABB.gif