মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট। ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে যে ম্যান্ডেলা আর্টটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল মিউজিক চিহ্নের ম্যান্ডেলা। এ ধরনের ম্যান্ডেলাগুলো করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। যদিও অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তারপরও জেলকলমের সাহায্যে এই ধরনের ম্যান্ডেলাগুলো করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রঙিন মেন্ডেলা আর্ট এর পাশাপাশি সাদা কালো এই ধরনের ম্যান্ডেলা আর্ট ও দেখতে আকর্ষণীয় লাগে। আশা করি, আজকের আমার শেয়ার করা মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20240615_142416_993@-728319182-01.jpeg



তাহলে চলুন মিউজিক চিহ্নের এই ম্যান্ডেলা আর্টটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করলাম সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করি।



উপকরণ সমূহ :

• আর্ট পেপার
• জেল কলম
• পেন্সিল
• কম্পাস
• ইরেজার
• মার্কার পেন



ধাপ-১

প্রথমে একটি মিউজিক সাইন বা চিহ্ন আঁকিয়ে নিলাম।

IMG_20240615_140343_706.jpg

ধাপ-২

এখন এই মিউজিক সাইন কে কেন্দ্র করেই আমি আমার পছন্দমত ম্যান্ডেলা আর্ট করার প্রস্তুতি নিব। এজন্য প্রথমে মিউজিক সাইনের ভিতরে কালো জেল পেনের সাহায্যে ভরাট করে নিব। ছবিতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে।

IMG_20240615_140645_094.jpg

ধাপ-৩

এরপর মিউজিক সাইনের দুই পাশে সামান্য কিছু ডিজাইন করে নিলাম।

IMG_20240615_140853_794.jpgIMG_20240615_141054_302.jpg
ধাপ-৪

কম্পাস এবং পেন্সিল এর সাহায্যে অনেকগুলো রেখা টেনে নিলাম মিউজিক সাইন এর চারপাশে।

IMG_20240615_141352_220.jpg

ধাপ-৫

এখন এই রেখাগুলোর মধ্যে আমি আমার পছন্দ মতো ডিজাইন তৈরি করব। আপনারা ছবিগুলো দেখেন বুঝতে পারবেন।

IMG_20240615_141724_924.jpgIMG_20240615_141842_414.jpg

IMG_20240615_142217_219.jpg

IMG_20240615_142338_963.jpgIMG_20240615_142119_130.jpg
ধাপ-৬

সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট করা শেষ হলে আমার একটি সিগনেচার করে নেব।

IMG_20240615_142423_414.jpg

IMG_20240615_142426_368.jpg

এই ছিল আমার আজকের তৈরি ম্যান্ডেলা আর্ট পোস্ট। মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজ আর বেশি কিছু লিখছি না, দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  

Great tattoo idea - looks great :D

 2 years ago 

আপনার মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনার আর্ট বেশ নিখুঁত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সত্যি আপনার আর্ট করার দক্ষতা বেশ দারুণ। মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিক বলেছেন রঙ্গিন ম্যান্ডালা আর্ট এর পাশাপাশি সাদা কালো ম্যান্ডালা আর্টগুলো বেশ আকর্ষণীয় লাগে।আপনার আজকের আঁকা ম্যান্ডালা আর্টটি বেশ সুন্দর হয়েছে। বেশ ছোট ছোট ডিজাইন এঁকেছেন।আর তাই দেখতে বেশি সুন্দর লাগছে।আর এই ছোট ছোট ডিজাইন এর জন্যই ম্যান্ডালা আর্টগুলো বেশি সুন্দর লাগে। বেশ সুন্দর হয়ে ম্যান্ডালা আর্টটি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। এই মেন্ডেলা চিত্র অংকটি মন ছুয়ে গেছে।

 2 years ago 

এখন কমিউনিটির মধ্যে তেমন একটা ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যায় না। আজকে দীর্ঘ দিন পর একটি ম্যান্ডেলা আর্ট দেখার সুযোগ হলো। আজকে আপনি খুবই সুন্দর করে মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টের পোস্টটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। মিউজিক চিহ্নের মাধ্যমে আপনি যে সৃজনশীলতা দেখিয়েছেন তা অসাধারণ। প্রতিটি ধাপের বর্ণনা এবং ছবি সহ আপনার কাজের প্রক্রিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মিউজিক চিহ্নের খুব চমৎকার একটা মেন্ডেলা একেছেন।আসলে এটা আকতে অনেক টা পরিশ্রম করতে হয়েছে আপনার বোঝাই যাচ্ছে।কাজটা খুব নিখুঁত ভাবে গুছিয়ে করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে কিন্তু আপু আপনার ম্যান্ডেলা আর্টি দেখে বেশ কঠিনই মনে হয়েছে। বুঝাই যাচ্ছে আপনি বেশ সময় নিয়ে ধীরে ধীরে করেছেন। বেশ সুন্দর করে আবার উপস্থাপনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি দেখে খুবই ভালো লেগেছে। তাছাড়া এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। ধৈর্য ধরে করলে বেশ সুন্দর ফলাফল পাওয়া যায়। আমার দেখে খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ।