ঈদের কেনাকাটা চতুর্থ বা শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

ঈদের কেনাকাটা চতুর্থ বা শেষ পর্ব

1000010982.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি ঈদের কেনাকাটা চতুর্থ বা শেষ পর্ব নিয়ে। সত্যি বলতে অন্য সময় আমরা যতোই কেনাকাটা করি না কেন, ঈদের সময় একটু নতুন জিনিস না কিনলে ভালো লাগে না। তাই আমি সব সময় চেষ্টা করি ঈদে বাচ্চাদের সব কিছু কিনে দেওয়ার জন্য। আসলে অর্থের সাথে সম্পর্ক রেখে যতদূর সম্ভব কিনেছি।তবে আগের পর্ব গুলো আপনাদের কাছে ভালো লেগেছে জেনে আজ আসলাম এর চতুর্থ বা শেষ পর্ব নিয়ে।আসলে কেনাকাটার তো আর শেষ থাকে না। আর বাচ্চারা সামনে যা দেখবে সেটাই নেওয়ার জন্য অস্হির হয়ে পড়ে। যাই হোক তাহলে চলুন দেখে নেই ঈদের কেনাকাটার শেষ পর্ব।

1000010981.jpg

1000010954.jpg

1000010984.jpg

আসলে কাপড় জুতা স্যান্ডেল কেনা শেষ হয়েছে বাচ্চাদের। কিন্তু বাচ্চারা এখন কসমেটিকস কেনার জন্য ব্যস্ত ।কি আর করা তারপর চলে গেলাম কসমেটিকস কেনার জন্য। আসলে জামাকাপড় কেনা যতটা কঠিন ছিল না কসমেটিকস কেনা তার চেয়ে কঠিন। বর্তমান কসমেটিকস হলো স্বর্ণের দামের মতো। আসলে বর্তমান সব কিছুর দাম থাকলেও কসমেটিকস এর দাম অনেক বেশি। কি আর করা দাম হলেও বাচ্চাদের জন্য কিনতে হবে আরকি। তারপর বাচ্চাদের জন্য কিছু চুলের ক্লিপ, ব্যান্ড রাবার আনুষঙ্গিক আরো কিছু কিনলাম। আর নিজের জন্য কিছু সিটি গোল্ডের চুড়ি কিনলাম। যদিও চুড়ি গুলো সব সময় পড়া হয় না, তবে মাঝে মাঝে লাগে তার জন্য চুড়ি কিনলাম।

1000010982.jpg

1000010986.jpg

1000010983.jpg

তারপর আর এক দোকানে গেলাম। আসলে বাচ্চাদের চুড়ি কেনা হয়নি তারপর জামার সাথে মিলিয়ে মালা আরো কিছু কিনতে হবে।আসলে বাচ্চাদের চুড়ি কেনা নিয়ে একটু ঝামেলায় পড়েছি। চুড়ি পছন্দ হলে আবার সাইজে লাগে না। তাই চুড়ি খুঁজতে বেশ কিছুটা সময় লেগে গেল। অবশেষে সাইজ অনুযায়ী দুই মেয়ে ও নাতনির জন্য চুড়ি কিনলাম। তারপর আমার ছোট মেয়ে মেকাপ বক্স কিনেছি । আসলে আমি ইচ্ছে করেই ছোট মেকাপ বক্স কিনেছি। কারণ দুদিন পরপর কিনতে হয় তার জন্য ছেট গুলো উত্তম। তারপর দুই মেয়ের জন্য দুটি মেহেদী কিনলাম। আসলে আমার মনে হয় মেহেদী না হলে ঈদ জমে উঠে না।

1000011006.jpg

বাচ্চাদের কেনাকাটা শেষ করে যখন আসতে লাগলাম,আমাদের আরে কিছু কেনার জন্য তখন আমার মেয়ে বললো আম্মু আমাদের কিন্তু পরীর পাখা কেনা হয়নি। কি আর করা তারপর আবার দুটি পরীর পাখা কিনে আনলাম। তখন দুই মেয়ে মহাখুশি। তারপর বড় মেয়ে তার জিনিস পত্র নিয়ে বাসায় চলে আসলো।

1000010817.jpg

1000010836.jpg

এখন আমরা আরো কিছু জিনিস দেখলাম। আসলে চিনামাটির জিনিস গুলো আড়ং এ থেকে কিনতে চেয়েছিলাম তবে আমরা লাস্টের দিকে যাওয়ার জন্য ভালো জিনিস ছিল না ।তাই আর কিনা হয়নি।আবার নিজের জন্য আর একটু জামা দেখলাম। আসলে শেষের দিকে গেলে পছন্দ মতো জিনিস কেনা মুশকিল।

1000010897.jpg

1000010909.jpg

1000010918.jpg

1000010930.jpg

আমরা আরো কিছু সময় ঘুরলাম। আসলে আমার জা বাইরে গিয়েছিল তাই সব কিছু কেনা শেষে তার জন্য অপেক্ষা করছিলাম। তবে আমরা সব জিনিস ঘুরে দেখার পরে সামনে পড়ল অনেক গুলো পুতুল। তারপর মেয়ের জন্য পুতুল কিনতেই হলো।আসলে বাচ্চাদের এটাই দোষ সামনে পড়লে নিতেই হবে।অবশেষে দুটি পুতুল কিনতে হলো। তারপর আমার জা আসলো আমারা সবাই মিলে বের হয়ে আসলাম আমাদের জিনিস পত্র নিয়ে। সত্যি বেশ ভালোই কেনাকাটা করেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগলো।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর



আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

আসলে বাচ্চাদের কাছে একটির পর আরেকটি বাহানা লেগেই থাকে। আপনি আপনার বাচ্চাদের কাপড় কেনা কাটা শেষ করে বেশ কিছু কসমেটিকস কিনেছেন। তবে এবছর ঈদের মধ্যে আপনি বেশ ভালোই কেনাকাটা করেছেন। আপনার মেয়ের হাতে পরীর পাখা দেখে বেশ ভালো লাগলো। আসলে পরীর পাখা দিয়ে কি কাজ করে??

 14 days ago 

জি ভাইয়া কেনাকাটা বেশ ভালোই করেছি, ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 15 days ago 

বাহ ঈদের চতুর্থ পর্ব শেয়ার করলেন আপনি বেশ ভালো লাগলো পড়ে। যেহেতু ঈদের ড্রেস কিনবেন সবকিছু মিলিয়ে কিনতে হবে না হলে তো বাচ্চারা অনেক বেশি ঝামেলা করবে। সাথে জুতা মিলিয়ে কিনতে হবে। তাছাড়াও চুড়ি কিনতে হবে ক্লিপ কিনতে হবে আরও কত কিছু। সাথে আপনি সিটি গোল্ডের চুড়িও কিনলেন অনেক ভালো লাগলো শুনে। পুরো ব্লগটি পড়েঅনেক বেশি এনজয় করেছি আপু। বাচ্চাদের ব্যাপার গুলো বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66991.04
ETH 3101.80
USDT 1.00
SBD 3.74