কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো সময় পেলে আর ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। তবে কয়েক দিন তেমন বাইরে যাওয়া হয় না। তারজন্য তেমন ফটোগ্রাফি করতে পারি না। তবে আমরা বাংলা ব্লগ পোস্ট করার জন্য সপ্তাহ একটি করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে বাইরে না গেলেও আমরা আমাদের ঘরে বসে ফটোগ্রাফি করতে পারি।যাইহোক এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এটি হচ্ছে সেমাই পিঠা রেসিপি । আসলে হাতে তৈরি সেমাই এখন তেমন খাওয়া হয় না। এই সেমাই গুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। আর এই সেমাই গুলো কখনো একা তৈরি করা যায় না। যাইহোক কয়েক দিন আগে তৈরি করেছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি অনেক মজার রেসিপি।
এটি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। বাচ্চারা চিকেন খেতে অনেক ভালোবাসে।তাই মাঝে মাঝে এভাবে চিকেন ভেজে দেই।আসলে বাচ্চারা চিকেন ছাড়া তেমন খেতে চায় না তাই আমি একবারে চিকেন মাখিয়ে রাখি আর মাঝে মাঝে ভেজে দেই। গতকাল কিছু চিকেন ফ্রাই রেসিপি করেছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি চিকেন গুলো খেতে অনেক ভালো লাগে।
এটি হচ্ছে চিতই পিঠা রেসিপি। এই পিঠা গুলো মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আসলে আমাদের এলাকায় এই পিঠা গুলোর অনেক প্রচলন রয়েছে। তাই তো মাঝে মাঝে এই পিঠা গুলো বানাই।তবে মাঝে মাঝে পিঠা ভালো না হলে অনেক খারাপ লাগে। যাইহোক সবাই মিলে বেশ মজা করে খেয়েছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এগুলো হচ্ছে শীতের ঐতিহ্য পিঠা। আমাদের এলাকায় এই পিঠাকে বলে ভিজানো পিঠা।আসলে এই পিঠা গুলো আমার মেয়ের অনেক পছন্দ। তাই তো কয়েক দিন আগে বানিয়ে নিয়েছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিলাম।সত্যি এই পিঠা শীতের সময় খেতে অনেক মজার।
এটি হচ্ছে সবজি দিয়ে রয়না মাছের রেসিপি। আসলে নদীর মাছের তুলনা হয় না। আর এই রয়না মাছ গুলো খেতে অনেক ভালো লাগে। তবে এই মাছ গুলো সব সময় পাওয়া যায় না। তবে মাঝে মাঝে পেলে কিনে আনে অনেক মজা করে খেয়েছিলাম সবাই মিলে।
এটি হচ্ছে ফাস্টফুড খাবার। এই খাবার গুলো আমার বাচ্চাদের অনেক পছন্দের। তবে মাঝে মাঝে বাজার থেকে কিনে এনে খায়। এগুলো বেশ মজার খাবার।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।










আপু আজকে আপনি বেশ কয়েকটি সুন্দর সুন্দর লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। শীতকাল মানেই পিঠে পুলির রমরমা। আপনার ছবিগুলো দেখে তো মনে হচ্ছে বাড়িতে বেশ ভালো পরিমান পিঠেপুলের উৎসব চলছে। এত সুন্দর সুন্দর পিঠেপুলির মাঝে ফাস্টফুড মাছের ঝোল চিকেন ফ্রাই এগুলো যেন ফিকে লাগছে।
https://x.com/MimiRimi1683671/status/1881719356843065698?t=P9rNEhJ6KrbxN03GtiI0_g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুণ লিখেছেন , ধন্যবাদ
বেশ কিছু লোভনীয় রেসিপি মিষ্টি খাবারের আবার ঝাল জাতীয় খাবারের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সময়টা বিভিন্ন রকম পিঠা তৈরীর সময়। আমি মনে করি এই সময়তে দেশের বেশিরভাগ মানুষ বিভিন্ন পিঠা খাওয়ার সুযোগ তৈরি করি নাই। ঠিক তেমন কিছু পিঠা দেখলাম আবার চমৎকার লোভনীয় রেসিপি দেখলাম। সুন্দরভাবে আপনি ব্লগ সাজিয়েছেন আপু। এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ধন্যবাদ।
পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
এই সকাল সকাল মজার মজার খাবার গুলো দেখে আমার তো অনেক লোভ লেগেছে। আপনি অনেক মজাদার ভাবে প্রতিটা খাবার তৈরি করেছিলেন। আজকে খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। প্রতিটা খাবার দেখতে খুব সুস্বাদু লাগছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। ফটোগ্রাফি গুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আমিও যখন সুযোগ পাই ফটোগ্রাফী করে থাকি। আসলে ফটোগ্রাফী অনেকটা নেশা হয়ে গেছে আমাদের। আর খাবারের ছবি তুলতে পারলে তো দারুন লাগে। খাবারের ছবি মানেই লোভনীয় ব্যাপার 😋
চিতই পিঠা আর চিকেন ফ্রাই বেশি ভালো লেগেছে।
জি ভাইয়া চিতই পিঠা আমাদের সবার অনেক পছন্দের, ধন্যবাদ আপনাকে।
কয়েকটি মুখরোচক খাবারের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে জিহ্বায় জল চলে এসেছে আপু। আপনার শেয়ার করা চিকেন ফ্রাই রেসিপি টি দেখে একটু বেশি ভালো লেগেছে। আসলে চিকেন ফ্রাই রেসিপি আমার খুবই প্রিয় একটি খাবার।
চিকেন ফ্রাই সত্যি অনেক মজার খাবার, ধন্যবাদ আপনাকে।
খাবারের ফটোগ্রাফি দেখলে লোভ সামলানো যায় না। আপনি মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে চিতই পিঠা এবং দুধ চিতই খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।