হঠাৎ মাছ কেনার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
হঠাৎ মাছ কেনার অনুভূতি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। সত্যি বলতে কিনতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সেই কেনা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই।সত্যি প্রয়োজনীয় জিনিস কিনতে অনেক ভালো লাগে। কয়েক দিন আগে আমরা গিয়েছিলাম মাছ কেনার জন্য। আসলে আগে তেমন মাছ বাজারে যাওয়া হতো না।তবে এখন মাঝে মাঝে যেতে হয় আরকি। আসলে বাজারে গেলে নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা করা যায়। আর মাছ গুলো খাওয়ার চেয়ে দেখেই মন মন ভরে যায়। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আমি বেশ কিছু টাকি মাছ খুঁজতেছিলাম। তবে ছোট চিংড়ি গুলো সামনে পড়লে না কিনে আর পারা যায় না। আর ছোট চিংড়ি গুলো যেকোন তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই সামনে কিছু চিংড়ি পেলাম তাই কিনে এনেছি। সত্যি এই ছোট চিংড়ি এর তুলনা হয় না।

তারপর সামনে কিছু টাকি মাছ পড়ল।আসলে এমন তাজা টাকি লাউ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা। তারপর কিছু টাকি মাছ কিনলাম।তারপর আরো অনেক মাছ দেখতে লাগলাম। আসলে এমন তাজা মাছ দেখতে অনেক ভালো লাগে। আসলে বাচ্চারা মাছ তেমন খায় না তবে এমন তাজা মাছ সামনে দেখলে কেনার জন্য অস্হির থাকে। এই আগ্রহ দেখে আমার কাছে বেশ ভালো লাগে। আর পাঙ্গাস মাছ আমার কাছে অনেক ভালো লাগে। তবে পরিবারের আর কেউ খেতে চায় না। তারজন্য আর কেনা হলো না।

তারপর আরো অন্যান্য মাছ দেখতে লাগলাম। আসলে আপনার ভাই কিছু ইলিশ এনেছিল বাইশ টাকা দিয়ে। যদিও আমি এদিকে অন্য দেখতেছিলাম তাই আর ফটোগ্রাফি করা হয়নি।যাইহোক সামনে এমন তেলাপিয়া মাছ পড়ল। তারজন্য এমন বড় তেলাপিয়া মাছ গুলো নিয়ে আসলাম। আসলে তেলাপিয়া মাছ গুলো ভেজে খেতে অনেক ভালো লাগে। যাইহোক কয়েক ধরনের মাছ কেনা হলো।আমরা বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।








https://x.com/MimiRimi1683671/status/1992215118311305600?t=qIZVmAqkL5pG2SHGb61cJQ&s=19