ভাগ্নের হলুদে কাটানো মূহুর্ত

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

ভাগ্নের হলুদে কাটানো মূহুর্ত

1000012146.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে মানুষের জীবনে কতোই না ইচ্ছে থাকে তবে সব ইচ্ছে সব সময় পূর্ণ হয় না বলেই চলে। যাইহোক সেই দিকে আর নাই যায়।আমরা হলাম পাঁচ ভাইবোন। আর পাঁচ ভাইবোনের বড় সন্তানের বিয়ে। আমাদের ভাগ্নের ইচ্ছে ছিল মহা ধুমধামে বিয়ে করা । আসলে বললাম না ইচ্ছে থাকলেও সব সম্ভব হয় না।আমার বড় বোন ঢাকায় থাকেন। তার তিন ছেলে তবে দুই ছেলে ব্যবসা করে প্রতিষ্ঠিত। তবে মেঝ ছেলে পড়াশোনা ও ব্যবসা দুটোই করে আর বড়টা পুরো ব্যবসা কর।তাই তারা বাড়িতে তিনতলা বিল্ডিং করেছে। তারজন্য সবাই ঈদের পরে বাড়িতে এসেছে। তাই আমার বোন বলেছে এবার ছেলেবিয়ে করাবে। যাইহোক কয়েকটি মেয়ে দেখে একটা মেয়ে পছন্দ হলো।তবে তারা ঢাকা যাবে সেই মূহুর্তে বিয়ে ঠিক হলো। আসলে তাদের কর্ম সব ঢাকায়। তাই তারা দুদিনের মধ্যে বিয়ে নিয়েছে। যাইহোক হঠাৎ করেই রাত দশটার সময় আমরা গাঁয়ে হলুদের অনুষ্ঠান করলাম। তবে আমরা নিজেরা মিলেই হলুদ করেছি। অনুষ্ঠান ছোট হলেও আনন্দ ছিল অনেক। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000012146.jpg

1000012151.jpg

1000012159.jpg

আসলে আমাদের তেমন লোকজন ছিল না। তবে আনন্দ অনেক বেশি ছিল। যাইহোক রাত এগারোটার দিকে শুরু হয়ে গেল আমাদের হলুদের অনুষ্ঠান। প্রথমে আমার বড়বোন আর দুলাভাই ছেলেকে গাঁয়ে হলুদ দিল।আসলে এই হলুদটা মানুুষের জীবনের অনেক আনন্দের। তারা ছেলেকে হলুদ দিয়ে দোয়া করে দিল।

1000012168.jpg

1000012165.jpg

তারপর তারা তিন ভাই মিলে এক সাথে হলুদ দিল।একজন আরেক জনকে কিছু ফল খাওয়ালো।আসলে তারা দুই ভাই প্রায় সম বয়সী। তাদের মধ্যে অনেক মিল আছে। তবে আমার ভাগ্নে মেঝটা বড়টাকে বললো,আগামীকাল থেকে তোমার কাছে আর থাকতে পারবো না। সত্যি এদিকে যেমন আনন্দের অন্যদিকে তেমনি কষ্টের। তারপর আমাদের নিয়ম মেনে চলতে হয় আরকি। তবে যাইহোক তিন ভাই মিলে হলুদে অনেক সুন্দর আনন্দ করেছে।আসলে এই আনন্দটা আর সব সময় পাওয়া যায় না।

1000012178.jpg

1000012190.jpg

তারপর আমার মা তার বড় নাতিনের গাঁয়ে হলুদ মাখিয়ে দিল। আসলে আমার মা তার এই নাতনিকে অনেক ভালোবাসে। সত্যি বলতে ভালো সব গুলোরে ভাসে তবে বড় নাতনির মতো নয়। তারপর আমার মেঝ বোন হলুদ দিল আমার ভাগ্নেরে। এভাবে আরো অনেকেই হলুদ দিল। তারপর আমার বোনের মেয়ে তার ভাইকে হলুদ দিল।

1000012192.jpg

1000012197.jpg

তারপর মামা মামী হলুদ দিল।আসলে আমরা কেউ হলুদের জন্য প্রস্তুতি ছিলাম না । তারপর উপস্থিত ভাবে যে যেভাবে ছিল তারা সবাই সেই ভাবে গাঁয়ে হলুদ দিল। মামাদের দেওয়া শেষ হলেই শুরু হলো চাচাদের দেওয়ার। তারপর এভাবে কয়েক জন চাচা চাচি ছিল সবাই এক সাথে হলুদ দিল। এভাবে বড়দের পর্ব শেষ হলো।

1000012184.jpg

1000012176.jpg

তারপর ভাগ্নের কিছু বন্ধুবান্ধব ছিল।তারা সবাই মিলে একে একে সবাই হলুদ দিল।ছোট বাচ্চারা সবাই মিলে হলুদ দিল। আসলে হলুদের অনুষ্ঠান ছোট ছিল কিন্তু আনন্দ অনেক বেশি ছিল। যাইহোক এভাবে হঠাৎ করে আমরা হলুদের অনুষ্ঠান করেছি।হঠাৎ অনুযায়ী বেশ ভালো আনন্দ ছিল। আমার মনে হয় বিয়ের থেকে হলুদেই আনন্দ বেশি হয়। যাইহোক আমরা বেশ ভালো করেই হলুদের অনুষ্ঠান করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর



আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

<div class="text-justify"> আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।</div>

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 days ago 

ভাগ্নের গায়ে হলুদ অনুষ্ঠান নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। হুট করে অনুষ্ঠান গুলোতে আনন্দ বেশি হয়। ভাগ্নের হলুদ অনুষ্ঠানে ভিষণ আনন্দ করেছেন বুঝতে পারছি। পোস্টের ছবি গুলোও সুন্দর হয়েছে। আপনার ভাগ্নের নতুন জীবন শুরুর জন্য শুভ কামনা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 18 days ago 

জি আপু আমরা সবাই মিলে বেশ ভালো আনন্দ করেছিলাম, ধন্যবাদ আপু।

 19 days ago 

হলুদের অনুষ্ঠান গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ভাগ্নের হলুদে কাটানো মূহুর্ত গুলো আমাদের সাথে সুন্দর করে গুছিয়ে পোস্ট উপহার দিয়েছেন। সবাই বেশ সুন্দর করে হলুদ লাগিয়ে দিচ্ছে। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আপনার ভাগ্নের জন্য শুভ কামনা রইলো।

 18 days ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 19 days ago 

বিয়ে মানেই আনন্দ! বিশেষ করে হলুদে বেশ সুন্দর মুহূর্ত উদযাপন করা যায়। আপনি ভাগ্নের হলুদে বেশ দারুন মুহূর্ত কাটিয়েছেন। প্রতিটি অংশ আমাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 18 days ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 19 days ago 

অনেক সুন্দর একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনাদের ভাগ্নের এই নতুন জীবনের পা রাখতে যাওয়ার মুহূর্তটা। আশা করি বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এখানে। দোয়া করি যেন তার ভবিষ্যৎ ভালো হয়। তবে হলুদ মাখানোর বিষয়টা আমি পছন্দ করি না। কিন্তু এখন বেশিরভাগ বিয়েতে এর ব্যবস্থা রাখা হয়। বেশি ভালো লাগলো অনেক কিছু জানতে পেরে।

 18 days ago 

আসলে ভাইয়া এটা আমাদের সমাজে একটা নেওয়াজ হলুদ মাখানো, ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

আপু আপনার বড় বোনের ছেলের গায়ে হলুদের প্রোগ্রাম দেখে অনেক ভালো লাগলো। ছোট বড় সবাই এই প্রোগ্রামে রয়েছে দেখে অনেক ভালো লাগলো। আপনার ভাগ্নের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 18 days ago 

জি আপু সবাই হলুদ মাখিয়েছে,ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

বাহ এত সুন্দর একটা আয়োজন করে ফেললেন আপনারা হঠাৎ করে। যেহেতু হঠাৎ মেয়ে পছন্দ করা হঠাৎ করে বিয়ে ঠিক করা। এমন ধরনের বিয়ে গুলো বেশ ভালোই লাগে। হঠাৎ করে গায়ে হলুদের আয়োজন করে ফেললেন আপনারা সবাই মিলে। আর ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো সবাই মিলে অনেক আনন্দ করলেন। গায়ে হলুদের অনুষ্ঠান দেখলে আমার বেশ ভালো লাগে। আপু পরিবারের সবাই একসাথে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি পালন করা হয় তাই আমার অনেক বেশি ভালো লাগে।

 17 days ago 

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66856.70
ETH 3114.05
USDT 1.00
SBD 3.75