ক্লে দিয়ে আইসক্রিম তৈরি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে আইসক্রিম তৈরি

1000033886.jpg

1000033885.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে তেমন ডাই তৈরি করা হয় না। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ডাই তৈরি করার চেষ্টা করি। আসলে ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি বলতে ক্লে একটু নরম হওয়ায় যেকোন শেপে তৈরি করা যায়। আর আইসক্রিম বাচ্চাদের অনেক পছন্দ। তাই আজ বাচ্চাদের নিয়েই আইসক্রিম তৈরি করেছি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000025126.jpg
১.বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000033850.jpg

1000033851.jpg
প্রথমে আমি ইট কালারের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে নিয়েছি। তারপর ক্লেকে কোণ এর শেপ করে নিয়েছি।

1000033852.jpg

1000033853.jpg
এখন একটু ডিজাইন করে নিয়েছি। তারপর কোণ বানিয়ে নিয়েছি।

1000033854.jpg

1000033855.jpg
এখন লাল ও সাদা রঙের ক্লে নিয়েছি।
1000033858.jpg

1000033859.jpg
তারপর দুটি ক্লে বের করে চিত্রের মতো বানিয়ে নিয়েছি। তারপর এক সাথে করে নিয়েছি।

1000033860.jpg

1000033860.jpg
এখন দুটি এক সাথে করে ক্রিম বানিয়ে নিয়েছি। আসলে আইসক্রিম এর ক্রিম অনেক ভালো লাগে।

1000033861.jpg

1000033861.jpg

তারপর কোণ এর ভিতরে ক্রিম দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে আইসক্রিম তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Congratulations @parul19! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.