পনিরের কোপ্তাকারী(১০% @shy-fox এরজন্য)

in আমার বাংলা ব্লগlast year
তারিখ-০৫.০৬.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন। সকলের জন্য সোমবারে মহাদেবের কাছে শুভকামনা করে আজকের পোস্টটি শুরু করছি। যেহেতু সপ্তাহের ছদিন আমাকে কেউ নিরামিষ খাওয়াতে পারে না, আবার সোমবারটা কেউ আমায় আমিষ খাওয়াতে পারে না, সেই কারণে সোমবার আমি একটু আলাদা রকম কিছু করার চেষ্টা করি। ঘুম থেকে উঠেই দেখি বাবা একটা পনিরের প্যাকেট নিয়ে এসেছে। ভাবলাম পনির আনলেই সাধারণ পনিরের ঝোল খাই,যেটা বড্ড বোরিং সবসময়।বরং আজ একটু আলাদা কিছু করা যাক। আজ বরং পনিরের কোপ্তাকারী করি।

আর আলাদা কিছু রান্না করবো,কমিউনিটিতে ভাগ করে নেব না, সেটা ঠিক আমার হজম হলো না।তাই চলে এলাম আপনাদের মাঝে এর রেসিপি টা ভাগ করে নিতে। এখানে আমি উপকরণ এবং প্রণালী পরপর লিখে দিলাম। বানিয়ে যদি কখনো খেয়ে থাকেন, অবশ্যই জানাবেন। এই ভাবেই বানান কিনা। আর যদি না খেয়ে থাকেন কখনো বানিয়ে খেয়ে দেখবেন।তারপরে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে।

345276460_309103571455335_3343548262043142141_n.jpg

🍁উপকরণ🍁

🌼আমুল পনির-১ প্যাকেট
🌼আলু-বড় দুটো
🌼নুন-স্বাদ মতো
🌼চিনি-স্বাদ মতো
🌼হলুদ-১চা চামচ
🌼কর্নফ্লাওয়ার-১.৫ চা চামচ
🌼গোটা জিরেগুঁড়ো-১/২ চা চামচ
🌼তেজপাতা-১টা
🌼লঙ্কা বাটা-১.৫ চা চামচ
🌼আদা বাটা-১.৫ চা চামচ
🌼জিরেগুঁড়ো-১ চা চামচ
🌼ধনেগুঁড়ো-১ চা চামচ
🌼গরমমশলা-১/২ চা চামচ
🌼ঘী-১/২চা চামচ
🌼জল-পরিমান মতো।
🌼টমেটো-১টা
🌼টমেটো সস-১ চা চামচ



🍁প্রণালী🍁

প্রথম ধাপ

পনিরের স্লাইস টা সম্পূর্ণ ভেঙে নিলাম।

352206626_1016692856156169_2929145146088627886_n.jpg

দ্বিতীয় ধাপ

এবার একে একে পনিরের মধ্যে নুন, হলুদ, লঙ্কা বাটা, আদা বাটা, চিনি, কর্নফ্লাওয়ার সবটা মিশিয়ে নিলাম।

351743298_2885936721538767_5401933738233858473_n.jpg

তৃতীয় ধাপ

মিশিয়ে নিয়ে হাত দিয়ে খুব ডোলে-ডোলে মাখতে হবে।যতক্ষণ না পুরো মিশ্রণটা মোটামুটি মিহি হয়ে যাচ্ছে।
345251407_774457214129728_2325744559339129767_n.jpg

চতুর্থ ধাপ

মাখার পরে গোল পাকিয়ে খানিকটা চ্যাপ্টা করে দিতে হবে।

352252889_594033549506721_5916457671850140557_n.jpg

পঞ্চম ধাপ

এরপরে সেট হওয়ার জন্য কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দেবো।

348361122_190837077257816_7192677370922208863_n (1).jpg

ষষ্ঠ ধাপ

একটা কড়াইতে তেল গরম করে চ্যাপ্টা করে রাখা পনিরের বল গুলোকে ভাজতে দিলাম।

351500122_649380253215046_262558697123839435_n.jpg

সপ্তম ধাপ

পনির গুলো ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে নিয়ে তুলে রাখব একটা প্লেটে।

351757134_209812135311867_1801464547394195496_n.jpg

অষ্টম ধাপ

এবার একটা প্রেসার কুকারে দুটো বড় আলুকে ডুমো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম।

351343429_919603482466993_8047394774909176377_n.jpg

নবম ধাপ

আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তাকে নুন,হলুদ দিয়ে একটু ভেজে নিলাম।

344778171_161742103390151_5287660067930112837_n.jpg

দশম ধাপ

এবার কড়াইতে আবার তেল দিয়ে তাতে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম।

345414164_3515884465358222_6355273296569217636_n.jpg

একাদশ ধাপ

এরপরে সেই তেলের মধ্যে নুন, হলুদ, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা,আদা বাটা, টমেটো সবটা দিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিলাম।

350358418_943102303606369_8430332446292777335_n.jpg

দ্বাদশ ধাপ

মশলাটা খানিকটা কষে গেলে তার মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা আলু, টমেটো সস, চিনি সমস্তটা দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিলাম।

351752983_1200371543980007_4293920113448726106_n.jpg

ত্রয়োদশ ধাপ

সম্পূর্ণ মশলা কষে গেলে তাতে জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম।

343639614_984434856028492_6951240697475881755_n.jpg

চতুর্দশ ধাপ

মোটামুটি ঝোলটা ফুটে উঠলে তাতে পনিরের ভেজে রাখা কোপ্তা বলগুলো দিয়ে দিলাম। সাথে ঘি এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম।

352254654_967284237767806_1256128219151422928_n.jpg

শেষ ধাপ

এবার আর কিছুই নয়। নামিয়ে একটা সারভিং বোলে সাজিয়ে নিয়ে কমিউনিটির জন্য একটা ছবি তুলে নিলাম।

352110374_6241489179310846_4558701917799585_n.jpg

এই জিনিস ভাত দিয়ে খেতে এত দারুন লাগে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না নিজে না খাবেন।এই কিছুক্ষণ আগেই খেয়ে এলাম। ফাটাফাটি হয়েছে। আজ এখানেই শেষ করছি।আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দারুন রেসিপি শেয়ার করলেন দিদি।আমার যদিও কখনো খাওয়া হয়নি। তবে আমার ছেলে ইউ টিউব দেখে আমাকে বলেছিল পনিরের সবজি রান্না করে দিতে।কিন্তু রান্না আর করা হয়নি।তবে আপনার পনিরের কোপ্তাকারী দেখে বেশ লোভনীয় লাগছে। খেতেও বেশ মজার হয়েছে আশাকরি। অনেক ধন্যবাদ দিদি রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন আপু নতুন কিছু রান্না করলে সবার সাথে ভাগ করে না নিলে যেন হজমই হয় না ।পনিরের মজাদার কোপ্তাকারী রেসিপি তৈরি করেছেন দেখে তো মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। প্রত্যেকটা ধাপও খুব সুন্দর ভাবে দেখিয়েছেন আমিও শিখে নিয়েছি আপু নতুন একটি রেসিপি আপনার থেকে। যদি কোনদিন সুযোগ পাই বানাবো ।

 last year 

পনির আমার বেশ পছন্দ । কিন্তু কখনও এভাবে পনির রান্না করা হয়নি। আমি সাধারত স্ন্যাক্স তৈরিতেই পনির ব্যবহার করি। সব পনির দিয়েই কি এই কোপ্তাকারী বানানো যায়? নাকি কোপ্তা বানানোর জন্য পনির আলাদা আছে। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ

 last year 

সব দিয়েই পারবেন। ধন্যবাদ দিদি।

 last year 

বাহ্! দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন তো। পনিরের কোপ্তাকারী রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমিও নিরামিষ খেতে একেবারেই পছন্দ করি না, তবে তুমি শুধু সোমবার খাও দিদি আর আমাকে সোম , শনি দুদিনই খেতে হয় ।আর এই দুদিনে আমার জন্য পনিরের তরকারি করতেই হয় কারণ পনির ছাড়া নিরামিষের মধ্যে আমার অন্য কোন খাবার খুব একটা ভালো লাগে না। একঘেয়েমি পনিরের তরকারি খেতে ভালো লাগে না, তাই জন্য নতুনত্ব কিছু তৈরি করেছ দেখে ভালো লাগলো। আমিও বাড়িতে এইভাবে মাঝেমধ্যে পনিরের কোপ্তাকারি রান্না করি যাতে একটু নতুনত্ব মনে হয় রেসিপিটিকে।

এটা একদমই ঠিক বলেছ , একঘেয়েমি যে কোন খাবারই ভালো লাগে না আমার । তার মধ্যে নতুনত্ব কিছু আসলে ভালো লাগে ,তোমার তৈরি করা পনিরের কোপ্তাকারী রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে খেতে। নিরামিষ খেতে খুব একটা খারাপ না লাগলেও ,সপ্তাহে সাত দিনই পাতে একটু মাছ না থাকলে ঠিক ভালোও লাগে না। আমাদের একদিন রান্না করে খায়িও।🤭

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.030
BTC 68688.65
ETH 3764.71
USDT 1.00
SBD 3.51