You are viewing a single comment's thread from:
RE: আমার অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট -১০
দাদা এই মিউজিয়ামটাকি ট্যাক্সিডার্মি মিউজিয়াম? নাকি নরমাল যে ফরমালিনে ডুবিয়ে প্রিজার্ভ করা হয়, সেই রকম। সেটা যাই হোক ট্যাক্সিডার্মি টা হল একদম আসল মনে হয়। এগুলো তো বেশ কিছু দেখছি ফরমালিনে ডোবানো আছে। এই ফর্মালিন ডোবানো সব জীব গুলো দেখে, নিজের ডিপার্টমেন্টের ল্যাবটা মনে পড়ছে। কখনো সুযোগ হলে নৈহাটি আরবিসি কলেজে একবার জুলজি ডিপার্টমেন্ট বা বটানী ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসতে পারেন। ছোটখাটো একটা মিউজিয়ামই বলা যায়। ধন্যবাদ অনেক স্মৃতি কলেজের মনে পড়ে গেল।
Thank You for sharing Your insights...