You are viewing a single comment's thread from:
RE: আবোল-তাবোল জীবনের গল্প [ স্বকীয়তার বিসর্জন ]
আসলে মানুষের জীবনে ভালো-মন্দ দুইই আসে। কিন্তু এই ভালো সময় গুলো যেমন আমাদের সুখ তার স্বাচ্ছন্দ্য দেয়, শান্তির ঘুম দেয়, আর এই খারাপ সময় গুলোই আমাদের কিছু মুখোশধারী মানুষকে চেনাতে সাহায্য করে। যারা ভালো সময়ে একরকম সবথেকে কাছের, সবথেকে প্রিয় আর সবচেয়ে বড় হিতাকাঙ্খির অভিনয় করে।খারাপ সময়ে তাদের হিংস্র মুখগুলো এমন ভাবেই সামনে চলে আসে যে অনেকেই আমরা নিতে পারি না। নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আজ এই কথাগুলো আপনার সবটাই ঠিক মনে হচ্ছ।যদি আপনি সব সময় ঠিকই বলেন। আর সমস্ত কথা জীবনের কথা থাকে।আমার জীবনে সবার মতই ভালো-মন্দ মিলিয়ে আছে। অনেক বন্ধু এবং আত্মীয় কে দেখেছি পাল্টে যেতে। ভালো সময় যখন আসবে এরা হয়তো আবার ভালোর মুখোশ পরে নেবে। কিন্তু আমি আর চিনতে ভুল করব না।