||জেনারেল রাইটিং:-একদিনে বড় হওয়া যায় না||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-একদিনে বড় হওয়া যায় না আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার।আমার বাংলা ব্লগে নতুন কিছু পোস্ট শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।আমার জীবনের যত কষ্ট বা অনুভূতি যা রয়েছে সবগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি।আসলে আমার বাংলা ব্লগকে আমার পরিবারের মতো ভালোবাসি।যাইহোক আজকে যে বিষয় নিয়ে পোস্ট করবো আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।তাহলে দেরি না করে পোস্টটি শুরু করা যাক।
মানুষ তো একেবারে বড় হয়ে যায় না,যেকোনো জিনিস আস্তে আস্তে সব কিছু হয়।এই কথাটা আমরা সবাই জানি।আজকে বুঝি, কারণ আজ আমি একটু একটু করে বড় হচ্ছি।একসময় ভাবতাম, বড় হওয়া মানে বয়স বাড়া। ক্যালেন্ডারের পাতায় সংখ্যা বাড়লেই বুঝি মানুষ পরিণত হয়ে যায়। কিন্তু এখন বুঝি, বয়স বাড়ে ঠিকই,কিন্তু মানুষ বড় হয় ধীরে ধীরে, খুব নিঃশব্দে। এমনভাবে, যে নিজেও টের পায় না কখন বদলে যাচ্ছে।আমি আজ যেটা বুঝতে পারছি, কাল সেটা বুঝতাম না।
আজ যে কষ্টটা আমাকে চুপ করিয়ে দেয়, কাল হয়তো সেটাই আমাকে শক্ত বানাবে।এই শেখাটার নামই মনে হয় বড় হওয়া।আমি ভুল করেছি। অনেক ভুল মানুষকে বিশ্বাস করেছি, ভুল জায়গায় আবেগ ঢেলেছি, ভুল সময়ে চুপ থেকেছি,আবার ভুল সময়ে বেশি কথা বলেছি। তখন ভাবতাম, এই ভুল গুলোই হয়তো আমার দুর্বলতা। কিন্তু এখন বুঝি, এই ভুল গুলোর ভেতর দিয়েই আমি নিজেকে চিনেছি।একদিনে কেউ পরিণত হয় না।পরিণত হওয়া মানে একবার পড়ে যাওয়া না,বারবার পড়ে উঠে দাঁড়ানো।জীবন তো এটাই, হারিয়ে গেলে হবে না, পড়ে আবার উঠে দাঁড়াতে হবে।
আমি এখন বুঝি, সব কথা বলা যায় না।সব অনুভূতি বোঝানো যায় না।কিছু কিছু কষ্ট নিজের ভেতরেই বড় হতে থাকে,আর সেই কষ্টই মানুষকে ভেতর থেকে বদলে দেয়।আগে অনেক কিছু নিয়ে রাগ হতো।মানুষ কেন এমন? পরিস্থিতি কেন এমন? আমার সাথে কেনই বা এমন হলো?এখনো হয়,মিথ্যে বলব না।কিন্তু এখন সেই রাগটা চুপচাপ হয়ে গেছে। কারণ বুঝেছি, সব কিছুর জবাব চাওয়াটা বাচ্চামি নয়,কিন্তু সব কিছুর জবাব পাওয়াটাও জরুরি না।বড় হওয়া মানে সবকিছু মেনে নেওয়া না।বড় হওয়া মানে বোঝা,কোনটা বদলানো যাবে, আর কোনটার সাথে শান্তি করে নিতে হবে।আমি এখন আগের চেয়ে কম মানুষ চাই জীবনে।কিন্তু যারা থাকুক, তারা যেন সত্যিকারের হয়।
কখনো কখনো নিজেকে খুব পিছিয়ে মনে হয়। মনে হয়, সবাই অনেক এগিয়ে গেছে,আমি শুধু দাঁড়িয়ে আছি। কিন্তু তারপর বুঝি, সবার পথ এক না। কেউ দৌড়ে শেখে, কেউ হেঁটে। কেউ খুব তাড়াতাড়ি পড়ে যায়, কেউ পড়ে পরে বুঝে।আমি হেঁটে শিখছি।আস্তে,ধীরে। নিজের মতো করে।আজ আমি সব পারি না।আজ আমি সব বুঝিও না।কিন্তু আমি চেষ্টা করছি,আর এই চেষ্টাটাই আমার আজকের বড় হওয়া।হয়তো একদিন পিছনে ফিরে তাকিয়ে হাসব,এই সময়টাকে দেখে।বলব,ওই দিন গুলোই আমাকে বানিয়েছে আজকের দিনটির জন্য।মানুষ একেবারে বড় হয় না।মানুষ আস্তে আস্তে বড় হয়।আর আস্তে আস্তে সব কিছু বুঝতে পারে।আর আমি,আমি এখনো সেই পথেই আছি।আপনারা দোয়া করবেন যেনো সামনে ভালো কিছু নিয়ে এগিয়ে যেতে পারি।আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|










আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/i/status/2003072570694991974