||নাটক রিভিউ:-ঝুমকা||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-ঝুমকা আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
| নাটকের নাম | ঝুমকা |
|---|---|
| অভিনয় | নিলয় আলমগীর,হিমি,আরো অনেকে |
| পরিচালক | শাহিদ উন নবী |
| মুক্তির তারিখ | ২৬শে মে ২০২৫ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ | ৪৮ |
নাটকের শুরুতেই নায়কের বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং মেয়ে দেখার জন্য নায়িকাদের বাসায় চলে আসে।তো সবকিছু ঠিক হওয়ার পরে তারা দুজন রুমের ভেতর দেখা করে এবং কথাবার্তা বলে।তো সবকিছু ঠিক হওয়ার পরে নায়ক সেখান থেকে চলে।তো এভাবে বেশ দুইদিন কথা বলার পরে নায়িকা তাকে পরীক্ষা নেওয়ার জন্য বাইরে বের।তো সে কিন্তু বোরকা পরে বের হয়েছিল এবং সামনে দেখতেছিল সে আসতেছে। তখনই তার বাইক কে দাড়িয়ে তার কাছে হেল্প চায়।কিন্তু সে জানতো না যে এটা ওই মেয়ে।তো যেতেই তার সঙ্গে ঘোসা ঘোসি করে এবং সাথে সাথে নায়ক তাকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পরে সে বোরকা খুলে দেখতেছে যে ওই মেয়ে।
তারপর এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে নায়িকা আবারো বোরকা পরে তাদের বাসায় চলে আসে। তো বাসায় এসে দেখে নায়কের বাবা বসে আছে।এবং তার বাবাকে পরিচয় দেন যে নায়কের সে ছাত্রী হয়।তারপর নায়ক তাকে রুমে ঢুকালো এবং বোরকা খুলে বলল যে,তুমি কেন এভাবে আমাদের বাসায় আসছো বাবা-মা দেখলে অনেক সমস্যা হবে। তারপর সে চলে গেলো ওই বাসা থেকে।তো দুইদিন পর আবারও সে বৃষ্টির মধ্যে ভেজে এবং কাপড় চেঞ্জ করার জন্য নায়কের বাসায় আসে।তো সবকিছু কাপড় চেঞ্জ করার পরে তার মায়ের শাড়ি পড়ে তাকে বাসা থেকে বিদায় করেন। কিন্তু ওই রাতে যে মেয়ে আসছিল এটা কিন্তু তার খালা দেখতে পায়।
তার পর পরের দিন রুম পরিষ্কার করতে গিয়ে তার খালাতো বোন ওই মেয়েটির কানের ঝুমকা পায়।আর সেটা সাথে সাথে তার মাকে দেখানো হয়।কিন্তু এখানে কথা হচ্ছে যে,তার খালা নায়কের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়। এই জন্য ঝুমকা পাওয়ার পরে সে সিদ্ধান্ত নেন যে,বাসায় একটা ঝামেলা করবে।যদি এই ফাঁকে তার মেয়ের সাথে বিয়ে হয়ে যায় এই আশায়।তার পর সে মেয়ের বাসায় সব কিছু জানিয়ে দিলো।এটা জানার পর নায়িকার মা বাবা সবাই তাকে বকা দিলো। এর পর সে নায়কের মা বাবা কে বললো।এটা শুনে তার মা অনেক রেগে গেলো।তখনই সিদ্ধান্ত নেন যে ওই মেয়ে কে তারা বাসার বউ হিসাবে নিবে না।
তো এটা জানার পরেই তাদের দুই পরিবারের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায় । কিন্তু এইদিকে তার খালা চাইতো যে তার মেয়ের সঙ্গে তার যেন বিয়ে হয়ে যায়।তো এটা সবকিছু ক্লিয়ার করার জন্য নায়কের বাবা মা খালা সবাই বসে সেটা নিয়ে ভাবলো।ওই সময় নায়ক এসে বলে যে,দেখো মা এখানে আমার কোন ভুল ছিল না, আমি কোন অপরাধ করিনি, মেয়েটা অনেক ভালো। তোমরা না জেনে না বুঝেই মেয়েটির এত অপবাদ করতেছো।তখনই তার খালাকে সব কিছু ক্লিয়ার করে যে আমি আপনার মেয়েকে বিয়ে করবো না।তারপর এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে নায়ক নায়িকা কে রাস্তায় মোটর সাইকেলে হেল্প করে এবং তাদের সেখানে মিলন হয়ে যায়।
নাটক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।যদিও তার নাটক গুলো মাঝে মাঝে দেখি কিন্তু তার পরেও নাটক গুলো খুবই ভালো লাগে। আমার কাছে এই নাটকটিও দারুণ লেগেছে।চাইলে আপনারা দেখতে পারেন।আশা করবো সবার কাছে ভালো লাগবে।নাটক টি যেমন সুন্দর ঠিক তেমনি শিক্ষানীয়।যাইহোক আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|


















