||জেনারেল রাইটিং:-কোন মানুষকে ছোট করে দেখতে নেই||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-কোন মানুষকে ছোট করে দেখতে নেই সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার।আমার বাংলা ব্লগে নতুন কিছু পোস্ট শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।আমার জীবনের যত কষ্ট বা অনুভূতি যা রয়েছে সবগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি।আসলে আমার বাংলা ব্লগকে আমার পরিবারের মতো ভালোবাসি।যাইহোক আজকে যে বিষয় নিয়ে পোস্ট করবো আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।তাহলে দেরি না করে পোস্টটি শুরু করা যাক।
এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই, যখন তাকে কেউ ছোট করে দেখে। টাকা কম,পড়াশোনা কম, চাকরি ছোট, পোশাক সাধারণ,এই কারণ গুলো দেখিয়ে আমরা প্রতিদিন কত মানুষকে অবমূল্যায়ন করি, তার কোনো হিসাব নেই। অথচ আমরা ভুলে যাই, আজ যে মানুষটাকে আমরা ছোট করে দেখছি, তার ভেতরেও ঠিক আমাদের মতোই একটা হৃদয় আছে, অনুভূতি আছে, স্বপ্ন আছে।
আমি নিজে জীবনে এমন অনেক মুহূর্ত দেখেছি, যেখানে মানুষ বাহ্যিক অবস্থা দেখে বিচার করে ফেলেছে। কেউ হয়তো চুপচাপ, কেউ হয়তো গরিব, কেউ হয়তো নিজের কথা ঠিকমতো বলতে পারে না,এই কারণ গুলোকে আমরা দুর্বলতা ভেবে নেই। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় সবচেয়ে চুপচাপ মানুষটাই সবচেয়ে বেশি লড়াই করছে নিজের জীবনের সঙ্গে। সবচেয়ে সাধারণ মানুষটার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্ত গল্প।
মানুষের মূল্য কখনোই তার পোশাকে, তার ফোনে, তার চাকরির পদবিতে নির্ভর করে না। মানুষের মূল্য নির্ভর করে তার ব্যবহার, তার মনুষ্যত্ব আর তার নীতিবোধের উপর। আজ যে মানুষটা ছোট একটা কাজে আছে, কাল সে হয়তো অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। আবার আজ যে মানুষটা খুব উঁচুতে আছে, অহংকারের ভারে সে নিজেই নিচে নেমে যেতে পারে।সবচেয়ে দুঃখের বিষয় হলো,আমরা অন্যকে ছোট করে দেখে নিজেকে বড় ভাবতে ভালোবাসি। অথচ এটা আমাদের ছোট মানসিকতারই পরিচয় দেয়। প্রকৃতভাবে বড় মানুষরা কখনো কাউকে ছোট করে দেখে না। তারা জানে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর অবহেলা করলে অবহেলাই ফিরে আসে।
আমি মনে করি, একজন মানুষকে সম্মান দিতে কোনো কারণ লাগে না। সে কী করে, কত টাকা আয় করে,এই প্রশ্ন গুলোর আগে সে একজন মানুষ, এটাই যথেষ্ট। আমাদের একটু ভদ্র ব্যবহার, একটু সম্মান, একটু সহানুভূতি,এই ছোট বিষয় গুলোই কারো পুরো দিনের কষ্ট হালকা করে দিতে পারে।আজ আমরা যদি কাউকে ছোট করে দেখি, কাল হয়তো ঠিক একই পরিস্থিতিতে আমাদেরও আসতে পারে। জীবন খুব অদ্ভুত।কারো অবস্থান বদলাতে সময় লাগে না। তাই কাউকে বিচার করার আগে একবার ভেবে দেখা উচিত,আমি যদি তার জায়গায় থাকতাম, কেমন লাগতো?শেষ কথা একটাই,মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়।কোনো মানুষই তুচ্ছ নয়, কোনো মানুষই ছোট নয়।ছোট হয় শুধু আমাদের দৃষ্টিভঙ্গি।যেদিন আমরা সবাই মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখবো, সেদিনই এই পৃথিবী একটু হলেও সুন্দর হবে।তো৷ বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|










আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/i/status/2006693083136799114
https://x.com/i/status/2006692588238393711