"প্রকৃতির স্নিগ্ধতায় মন ভরে যায়"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি ।সকলের সুস্থতা কামনা করেই ,আমার আজকের পোস্টটি শুরু করতে চলেছি।

IMG-20230705-WA0010.jpg


সোর্স


বেশ কিছুদিন ধরে আবহাওয়াটা অনেক সুন্দর উপভোগ করছিলাম। কারণ গত সপ্তাহে প্রতিনিয়ত সকালের দিকে হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছিল, তারপর হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিছুক্ষণ। তারপরেই শীতল আবহাওয়ার আগমণ আর সামান্য উপভোগ্য মিষ্টির রোদ্দুরের খেলা। সব মিলিয়ে দারুন কিছু মজাদার দিন কাটাচ্ছিলাম।

কিন্তু গত দুদিন ধরে হঠাৎ করেই আবার আবহাওয়ার পরিবর্তন দেখা দিল। প্রচন্ড গরম পড়ায় এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। অতিরিক্ত গরমে কোন কাজেই মন বসে না, আর বাইরে বেরোতে তো একেবারেই মন চায় না। কিন্তু দরকার থাকলে তো বেরোতেই হবে। কি আর উপায়! তাই কিছুটা বাধ্য হয়েই বেরোতে হয়েছে। সারাদিন ঘামতে থাকলে শরীরটাও, ক্লান্ত হয়ে পড়ে।

IMG-20230705-WA0012.jpg


সোর্স


কিন্তু এই অস্বস্তিকর অবস্থায়, বেশিদিন কাটাতে হলো না, আজকে সকাল থেকেই দেখা পাওয়া গেল ,বৃষ্টি রানীর। ঘুম থেকে উঠে দেখলাম প্রচন্ড কড়া রোদ্দুরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে, তার সাথে প্রচন্ড ভ্যাপসা গরম। কিন্তু দুই তিন ঘণ্টার মধ্যে দেখলাম হঠাৎ করে আকাশ প্রচন্ড কালো মেঘে ছেয়ে আসলো আর সাথে সাথেই হাজির হলো বহু প্রত্যাশার সেই বৃষ্টি। তার তো অনেক কাজের তাড়া চারিদিকেই তাকে ছুটতে হয় ,তাই তিনি ৩০ মিনিট মতো এখানে থেকে আবার অন্যদিকে চলে গেলেন, হি হি হি।

কিন্তু আমাকে ছাড়া তার আবার বেশিক্ষণ ভালো লাগেনা ,তাই আবার চার থেকে পাঁচ ঘন্টা পরে দুপুরের দিকে ,প্রচন্ড গতিতে দৌড়ে চলে আসলেন এবং শুধু আসলেনই না, পুরোপুরি ভিজিয়ে দিয়ে আবার দ্রুত চলে গেলেন। যাই হোক কি আর করা !তার একটু দেখা করার ইচ্ছে হয়েছে বলে কথা। তাই আমিও খুব একটা রাগ দেখালাম না। আমিও খুব সুন্দর করে উপভোগ করছিলাম আবহাওয়াটাকে, প্রকৃতির স্নিগ্ধ শীতল আবহাওয়ার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছিল।

IMG-20230705-WA0011.jpg


সোর্স


কিন্তু কি বিপদ! তারপরেই হঠাৎ করে আবার প্রচন্ড রোদ্দুর! ৩০ মিনিটের মধ্যে আবার রোদ্দুর চলে গিয়ে বৃষ্টি আমার সাথে দেখা করতে আসলো। দেখা করতে আসবি ঠিক কথা, তাই বলে আবার ভিজিয়ে দিবি! কি আর করা ভালবেসে বারবার আসছে বলে কথা কিছু তো বলারও নেই।

আসলে একটা কথা কি জানেন তো! আমিও তাকে মনে মনে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেটা মুখে প্রকাশ করা যাবে না। প্রকাশ করলেই বিপদ, মাথায় উঠে বসে থাকবে। তখন আর দৌড়ে দৌড়ে বারবার ছুটে আসবে না। আমিও এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করতে পারবো না। তাই তাকে একটু উপরে উপরে ,আমি কম পাত্তাই দিই। যাতে তার এই স্নিগ্ধ শীতল অপরূপ সুন্দর উপভোগ্য আবহাওয়াটাকে আমি খুব কোমলতার সাথে উপভোগ করতে পারি।

পোস্ট বিবরণজেনারেল রাইটিং

আজ আর নয় ।আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন প্রচন্ড গরম পড়ার কারণে ঘামা শরীরে কোন কাজ করতে ইচ্ছা করে না। বৃষ্টি রানীর দেখা দিলে স্বস্তি মেলে। মনে হয় এখন চারিদিকে ঠান্ডা পড়ে যাবে। এ সময় যে কোন কাজ করতে ভালো লাগে। বৃষ্টি এলে আমিও খুবই উপভোগ করি কারণ বৃষ্টি আমার খুব ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রচন্ড গরমে কোন কাজ করতে ভালো লাগে না । বৃষ্টি হলে সত্যিই খুব ভালো লাগে।

 2 years ago 

সত্যি প্রকৃতির এমন হাওয়া অনেক ভালো লাগে।এটা ঠিক বলেছেন আপু মাঝে মাঝে সে দেখা করতে আসে। আর সেই দেখায় আমাদের একটু তৃপ্তি দিয়ে যায়। আসলে আপু এখানে আমাদের রাগ করার কিছুই, আমরা সব সময় বৃষ্টির একটু আসা যাওয়ার মধ্যে থাকলেই আনন্দে থাকবো।

 2 years ago 

হ্যাঁ আপু সবসময় ,বৃষ্টির একটু আসা-যাওয়া থাকলেই আমরা আরও বেশি খুশি থাকব।

জেনারেল রাইটিংও এত সুন্দর করে লেখা যায়..?♥️

অনেকদিন পর খুব সুন্দর একটা লেখা পড়লাম। আসলে এটা যে বৃষ্টির দিনের গল্প, নাকি বৃষ্টি এবং তোমার ভিতর যে ভালোবাসা বহিঃপ্রকাশ নাকি অভিমান বা তাকে ভালোবাসো সেটা বুঝতে না দেওয়ার একটা লুকোচুরি খেলা ঠিক বোঝা গেল না। তবে তোমার আজকের লেখাটা পড়ে এটাই বুঝতে পারলাম যে তুমি জেনারেল রাইটিংও খুব সুন্দর করে লেখা শিখে গেছো।

 2 years ago 

অনেক অনেক খুশি হলাম ,এত সুন্দর একটা প্রশংসনীয় মন্তব্য করে। আমার লেখা জেনারেল রাইটিং তোমার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক উৎসাহ পেলাম আমি। বুঝে নিতে হবে বৃষ্টির মধ্যে দিয়ে আমি কি বোঝাতে চাইছি ,🤪সেটা তো আর বলবো না।

 2 years ago 

বিগত কিছুদিন ধরে আবহাওয়াটা সত্যিই বেশ সুন্দর দিচ্ছে। উপভোগ করার মতো আবহাওয়া। এমন সুন্দর প্রকৃতির স্নিগ্ধ শীতল আবহাওয়ার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে আমাদের সবারই করে দিদি। হঠাৎ করে রোদ আবার হঠাৎ করে বৃষ্টি, এই ব্যাপারটা বেশ হচ্ছে বিগত কিছুদিন ধরে।

 2 years ago 

আসলে আমাদের এইদিকেও গত অনেক বেশি রোদ হচ্ছে, যার কারণে বাহিরে বের হওয়া একেবারে যাচ্ছে না। তবে আপনি যা বললেন দরকার প্রয়োজনে তো বাহিরে বের হওয়া লাগবে আমারও সেই অবস্থা। তবে কালকে একটু বৃষ্টি হয়েছিল রাতের দিকে তখন খুব ভালো লেগেছিল। আমিও কিন্তু বৃষ্টি অনেক বেশি ভালোবাসি কিন্তু উপরে তা প্রকাশ করি না। আপনার মতই চিন্তাভাবনা আমারও। ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে।

 2 years ago 

আপনারও আমার মত চিন্তা ভাবনা জেনে খুব খুশি আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বর্ষাকাল এমন একটি ঋতু যা প্রকৃতিকে ধুয়ে মুছে একদম তরতাজা করে দেয়। কারন বৃষ্টির দিনে প্রকৃতি তার সতেজতা ফিরে পায়। সবুজের মাঝে ফিরে আসে সজীবতা। আসলে গরম এমনিতেই সহ্য হয় না কিন্তু এমন সময় যদি এমন মিষ্টি বৃষ্টি হয় তাহলে বেশ ভালোই লাগে। বৃষ্টিতে আমার অনেক ভালো লাগে বৃষ্টি আমার অনেক পছন্দের। তাহলে তো গরমে একটু স্বস্তি পেয়ে গেলেন আপনি বৃষ্টিতে।

 2 years ago 

হ্যাঁ আপু প্রচন্ড গরমের মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি বৃষ্টির দেখা পাওয়া যায় তবে প্রকৃতির সাথে সাথে আমরাও শান্তি পায়। হ্যাঁ আপু বৃষ্টির ফলে স্বস্তি পেয়েছিলাম অনেকটা।

 2 years ago 

বৃষ্টি সবারই পছন্দের কম বেশি। তবে আমিও কিন্তু আপনার মত এটা প্রকাশ করি না। না হলে মাথার উপর চেপে বসবে। কিছুক্ষণ পর পর বৃষ্টি তাহলে আপনাকে দেখতে এসেছিল। তবে মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছিলেন এটা জেনে ভালো লাগলো। যখন বৃষ্টি হয় তখন খুব ভালো লাগে ভালো মুহূর্ত কাটানো যায়। আমিও কালকে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম কারণ আমাদের এদিকেও বৃষ্টি হয়েছিল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, প্রকাশ না করা ভালো , প্রকাশ করলেই পেয়ে বসবে, হি হি হি। আপনিও গতকাল বৃষ্টিতে সুন্দর মুহুর্ত কাটিয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

এত সুন্দর একটি অনুভূতিমূলক পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এদেরকে আমি মুগ্ধ হয়েছি খুবই ভালো লাগলো আপনার এই দারুণ অনুভূতিটা করতে পেরে আমাদের এখানে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তবে আজকে কয়েকটা দিন প্রচন্ড রোদ গরম। তবে এই কিছুদিন বৃষ্টিতে আমি বেশ ভিজেছি।

 2 years ago 

আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আপনিও তো দেখছি তাহলে বৃষ্টিতে কয়দিন ভালোই মজা করে ভিজেছেন।