কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৪ শে ডিসেম্বর, বুধবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সর্বদাই আমি আপনাদের সাথে বেশি পরিমাণে শেয়ার করে থাকি। আমার কাছে প্রকৃতি স্বর্গীয় সুখ বলে মনে হয় তাইতো সব সময় প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি। প্রকৃতির বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। চলুন তাহলে আজকে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি। শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য কমলা রঙের জ্যোতি ছড়িয়ে দেয় চারিপাশে। চারপাশের গাছপালা প্রকৃতি যেন সেই আলোতে আলোকিত হয়ে ওঠে। মানুষের মতো প্রকৃতি এই সময়টাকে খুব সুন্দর ভাবে উপভোগ করে থাকে। এই ফটোগ্রাফিটি পড়ন্ত বিকেলে লালন উদ্যান থেকে ক্যাপচার করেছিলাম। সামনাসামনি দেখতে যেটা আরও বেশি উপভোগ্য ছিল।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একটি গাছের কিছু পাতার ফটোগ্রাফি। সম্পূর্ণ গাছে এরকম পাতাই মনে হয়েছে। প্রকৃতি কত সুন্দর তাই না। এই গাছটি দেখে মনে হচ্ছে একেবারে আর্টিফিশিয়াল কোন কিছু জড়িয়ে রাখা হয়েছে। কিন্তু না এটি প্রকৃতির সৃষ্ট উদ্ভিদ। দেখতে খুবই অপূর্ব লাগছে না। তাই ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। এই গাছ এবং এই পাতাগুলোর নাম কি আমার জানা নেই। এই পাতাগুলোর নাম কেউ জানলে অবশ্যই জানাবেন।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে এক ঝাঁক কসমস ফুল এবং ফুল গাছের ফটোগ্রাফি। শীতের সময় ফুলের আনাগোনা বেশি দেখা যায়। এ সময় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। এই ফুল গুলো দেখলে যেন মন ভরে যায়। কুষ্টিয়া রবীন্দ্র লালন উদ্যান এরকম অনেক ফুল হয়েছে। যেগুলো দেখলে ইচ্ছে করে ফুলের মাঝে হারিয়ে যাই। সেরকমভাবে আমার কোন ফুলের গাছের ফটোগ্রাফি করা হয়নি। এই ফটোগ্রাফিটি ছিল তাই শেয়ার করলাম।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সুনীল আকাশের ফটোগ্রাফি। শীতের সময় সকাল টাই কুয়াশা থাকলেও দুপুর থেকে পুরো আকাশ একদম পরিষ্কার এবং রোদের আলোতে ঝলমল করতে থাকে। বিকেল বেলায় সে আকাশ যেন আরো পরিস্কার এবং সুন্দরের অধিকারী হয়ে ওঠে। সুনীল আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে আকাশের মাঝেই হারিয়ে যায়। আপনাদের কেমন লাগে জানাবেন।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে একটি নৌকার ফটোগ্রাফি। এতগুলো প্রকৃতির দেওয়া উপহারের ফটোগ্রাফির মধ্যে শেয়ার করলাম মানুষের সৃষ্ট একটি সুন্দর নির্মাণ এবং পথ চলার বাহক বলা যেতে পারে। শুনেছি আগেকার সময় বর্ষা আসলেই এই নৌকায় ছিল একমাত্র চলাচলের উপায়। হঠাৎ এই নৌকাটি দেখে চোখ আটকে গিয়েছিল। এখন নৌকা খুব একটা ব্যবহার করা হয় না। তবে আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। অন্ধকার নদীতে নৌকাটি বেশ সুন্দর লাগছিল।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে আরো একটি পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি। এটা ছিল সন্ধ্যে লাগার ঠিক আগের মুহূর্ত। যখন সূর্য চলে গেছে প্রায় তার নিজ ঠিকানার দিকে। চারিদিকে যখন কমলা বর্ণ ধারণ করেছে। প্রকৃতি সেজে উঠেছে নতুন ভাবে। আকাশের মাঝে কমলা রঙের আভা ছড়িয়ে দিচ্ছে তার সৌন্দর্যের প্রদীপ। দেখতে ভীষণ ভালো লাগছিল। এই ছবিটিও লালন উদ্যান থেকেই ক্যাপচার করা হয়েছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14














বাহ্ আপনি তো দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।