কবিতা :(অক্টোবরের এ শহর)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ: ২১ শে অক্টোবর, সোমবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
অক্টোবরের এ শহর
হালকা হালকা শীতল বাতাস,
মনটা দুলে যায়।
শিশিরভেজা শিউলি ফুল,
উঠোনে পড়ে রয়।
দুর্বা ঘাসের ডগায় ডগায়,
শিশির কণা জমা।
সকাল বেলাই কুয়াশা সরিয়ে,
হাসে সূর্যি মামা।
সূর্যি মামা পাটে যাওয়ার,
চলে ভীষণ তারা।
সূর্যি মামা চলে যেতেই,
শীতল হাওয়া ধরা।
বন্ধু সবে আড্ডা জমে,
চায়ের কাপে ধোঁয়া।
বিষণ্ণতায় চারিপাশ,
শান্ত শহর ছোঁয়া।
শিশির নামে টুপটাপে,
হিম ধরে জানলার কাঁচে।
অজানা এক কাব্যরূপে,
অক্টোবরের শহর সাজে।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14








অক্টোবরের এই শহর নিয়ে খুব সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে যেভাবে আপনি একের পর এক লাইন শেয়ার করেছেন তার মধ্যে আপনি ছন্দের মিল খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷