কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩১শে ডিসেম্বর, বুধবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


10574.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

আজ আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আমি যেহেতু ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি তাই আমার সপ্তাহে বেশিরভাগ পোস্ট ফটোগ্রাফি নিয়েই হয়ে থাকে। আজকেও শেয়ার করব কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


10575.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের কসমস ফুলের ফটোগ্রাফি।এই ফুল শীতকালে ফুটে থাকে। এটি শীতকালের অন্যতম ফুল গুলোর মধ্যে একটি। বিভিন্ন ধরনের পার্কে কিংবা প্রতিষ্ঠানে এ সময় এই ফুলের দেখা পাওয়া যায়। কসমস ফুল রং এবং জাতীয় ভেদে আলাদা হয়ে থাকে। এ নিজস্ব কোন গন্ধ নেই। তবে দেখতে অত্যান্ত সুন্দর এই ফুল।

ফটোগ্রাফি নং-২


10576.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে কমলা রঙের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। রংটা অনেকটা হলুদ এবং অনেকটা কমলা। বাগান বিলাস ফুল বিভিন্ন রঙিন হয়ে থাকে। এ নিজস্ব কোন গন্ধ নেই। এই ফুল সারা বছর ফুটে থাকে। বাগান বিলাস ফুল গুলো দেখতে অত্যন্ত সুন্দর। বিশেষ করে গেটের পারে এই ফুলগুলো হয়ে থাকলে বেশি ভালো লাগে দেখতে।

ফটোগ্রাফি নং-৩


10577.jpg

এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি। ফুলটি অনেকটা কসমসের মতোই দেখতে তবে এর নামটি আমার অজানা। ফুলটা দেখতে অনেক সুন্দর। এ ফুলগুলো আমি রবীন্দ্র লালন উদ্যান পার্ক থেকে ক্যাপচার করেছিলাম। সেখানে অসংখ্য সুন্দর ফুলের মধ্যে এগুলো অন্যতম। এ ফুলে নিজস্ব গন্ধ আছে।দেখতেও মারাত্মক সুন্দর।

ফটোগ্রাফি নং-৪


10578.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে গোলাপি রঙের আরো একটি কসমস ফুলের ফটোগ্রাফি। ওই যে বললাম কসমস ফুল অনেক রঙের হয়ে থাকে। এটাও তার মধ্যে একটি। তবে বেশিরভাগ সময় গোলাপের সাদা এবং হালকা গোলাপি রঙের কসমস ফুল একসাথে করতে দেখা যায়। হলুদ রঙেরও কসমস ফুল হয়ে থাকে। তবে সেগুলো জাত অনেকটাই আলাদা। গন্ধহীন এই ফুল প্রজাপতি কে খুব টানে। তাকালেই দেখা যায় এই ফুলের উপর প্রজাপতি বসে আছে।


ফটোগ্রাফি নং-৫


10579.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে শীতকালীন সবথেকে বেশি প্রচলিত এবং সুন্দর ফুল গাঁদা।গাঁদা ফুল যদিও বারোমাসি ফুটে থাকে তবে গাঁদা ফুলকে শীতকালীন বলা হয়। এ ধরনের গোটা গোটা গাধা ফুল শীতকাল থেকে বসন্তকাল পর্যন্তই দেখা যায়। এটি ছিল হলুদ গাঁদা ফুল। এই ছবি ও রবীন্দ্র লালন উদ্যান থেকে ক্যাপচার করা। গাঁদা ফুলের নিজস্ব গন্ধ আছে। এই ফুল যখন ফুটে থাকে চারিদিকে তার গন্ধ ছড়িয়ে দেয়।


ফটোগ্রাফি নং-৬


10580.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনি ও ফুলের ফটোগ্রাফি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ভীষণ নরম এবং আলতো ফুলগুলো। এই ফুল অসংখ্য রঙের হয়ে থাকে। আমি নিজের চোখে চার পাচটি রং দেখেছি। ফুলগুলো মূলত বিদেশী। বিদেশি হয়েও আমাদের দেশে কত সুন্দর ভাবে তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই নভেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif