মৃত্যু মানুষকে পিছু ছাড়ে না।
আমি @rahimakhatun
from Bangladesh
১৪ই জানুয়ারি ২০২৫
https://pixabay.com/vectors/tombstone-graveyard-dead-cross-1626467/
অথচ নফসের জন্য দুনিয়াতে হাজার বছর বাঁচতে চাই। অথচ মৃত্যুর এক সেকেন্ড র কোন ভরসা নেই।অনেক দিন থেকে আমার এক দূরের আত্নীয় কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।বেশ গরীব, রিক্সা চালিতে কোন মত দিন আনে দিন খায়।
তিন টা বাচ্চা সহ সংসারে পাঁচ জন।হঠাৎ বেশ কয়েকদিন যাবত খুঁজে পাচ্ছে না।সে যেহেতু অটোরিকশা চালায় তাই অটোরিকশা নিয়ে বের হয়েছিলো হঠাৎ তাকে আর তার অটো খুঁজে পাচ্ছিলো না।তার ওয়াই বাচ্চাগুলো নিয়ে বেশ অসহায় হয়ে পরছিলো।তিনটা বাচ্চা বেশ ছোট ছোট।অনেক খোজাখুজির পর উপায় না পেয়ে থানায় তারা জিটি করে।
আসলে আমাদের দেশে তো কোন কিছুর ঠিক ঠিকানা নেই।
তারা তো ঠিক মত খেতেই পারে না আবার থানায় টাকা খরচ করবে কিভাবে। আর টাকা ছাড়া পুলিশ তো কোন কাজেই করবে না।যাই হোক প্রায় পনের দিন পর তাকে মৃত্যু অবস্থা ফিরে পেয়েছে, তার সাথে অটোরিকশা টা পায় না।
এমন অবস্থা তার পরিবার টা কেমনে চলবে।কে মারলো এখনও কোন হদিস পায় নি।
সবাই ধরনা করছে হয়তো অটোরিকশা চুরি করার জন্যই হয়তো মেরে ফেলেছে।সামান্য একটা অটোরিকশা এর জন্য একজন জলজ্যান্ত সুস্থ মানুষের জীবন নিয়ে নিল।এখন কিভাবে চলবে তার বাচ্চা গুলো।ছোট মাসুম বাচ্চা কেমনে কি করবে।মানুষকে সৃষ্টির সেরা জীব হয়ে আল্লাহ বানিয়েছেন কিন্তু আমরা নিকৃষ্ট কাজ করতেও দ্বিধা বোধ করে না।
যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

