গল্পটা বেশ আগ্রহ নিয়ে পড়লাম।পড়ে কিছু ছোটবেলার স্কুলের টিফিন টিফিনের সময়ের কথা।ছোট বেলার কত বন্ধুর এখনো অনেক মনে পরে,কিন্তু তাদের সাথে ক্লাস ফাইভের পরে কোন যোগাযোগ নেই, মাঝে মাঝে মনে হয়,কিন্তু কোথায় আছে,কেমন আছে কিছুই জানি না।কতশত গল্প জুড়ে দিতাম,বাঘ,সিংহ,কুমির, হাতি,ভূতের গল্প।অথবা কত রকমের খেলা খেলতাম।সত্যিই অতীত ভুলা যায় না,😭।ভালো লাগলো। ধন্যবাদ
গ্রামের স্কুলে আসলে লেখা-পড়ার চাপ বেশ কম-ই থাকে । কিন্তু, শহরের স্কুলে ভর্তি হওয়ার পরে আর নিশ্বাস ফেলার টাইম পাইনি ।
আসলে দাদা,আমরা টিফিনের সময় কত রকমের খেলা খেলতাম,বৌচি,দারিচা,মাংস চোর,গোল্লাছুট আরো কত কি।এই যুগে তো শহরে বাচ্চরা এই খেলা সম্পর্কে কোব ধারনা নাই। আগের দিনগুলো ভালো ছিলো।এখন নানা রকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত বাচ্চারা।