যেসব কথাগুলো বলতে পারিনি কখনো
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
জীবনে এমন অনেক কথা থাকে যেগুলো কখনোই বলা হয়ে ওঠে না। অনেক সময় সময় মতো বলিনি, আবার কখনো সাহস হয়নি, কখনো ভেবেছি বললে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেগুলো যে কতটা ভার হয়ে বুকের ভেতরে জমে থাকে, সেটা বোঝানো যায় না। কিছু কিছু কথা ছিল খুব সাধারণ, "ভালোবাসি", "তুমি থাকলে ভালো লাগত", বা "তোমার অভাবটা খুব অনুভব করি" এইরকম কথা, যেগুলো না বলার কোনো মানে ছিল না, তবুও থেকে গেছে অগোচরে।
আবার কিছু কথা ছিল খুব বেশি গভীর, যা বললে হয়তো সম্পর্কের হিসেব-নিকেশ বদলে যেত। কষ্ট লুকিয়ে রেখে শুধু হাসি দিয়েছি, কারণ ভাবতাম, আমার বলা কথাগুলো হয়তো কাউকে কষ্ট দেবে। অথচ ওই না-বলা কথাগুলোই আমাকে কষ্ট দিয়ে গেছে দিনের পর দিন। অনেক সময় এমনও হয়েছে, মনের ভেতরে প্রচণ্ড একটা তাগিদ ছিল কিছু একটা বলার, কিন্তু তখন পরিস্থিতি, মানুষ বা সময় কিছুই ছিল না সহায়।
এই না-বলা কথাগুলোর একটা নিজস্ব ওজন আছে। রাতে একা থাকলে মাথায় আসে, পুরনো ছবি দেখতে গিয়ে মনে পড়ে যায়, আর মনে হয়, ইস! তখন যদি বলতাম। কিন্তু আর কিছুই করা যায় না, কারণ সময় পেরিয়ে গেছে। আমি শুধু জানি, ওই সব কথা আজও বুকের ভেতর রয়ে গেছে, সেগুলো হয়তো কাউকে কখনো শুনানো হবে না, কিন্তু নিজেকে প্রতিদিন শুনিয়ে যাই।

