জীবনের যুদ্ধ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের যুদ্ধ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


flower-887443_1280.jpg



লিংক


জীবনটা একটা বড় যুদ্ধক্ষেত্র। এই জীবনে যারা যুদ্ধ না করে পরাজয় স্বীকার করে জীবন যাপন করে তাদের মত ভীতু লোক আর একটু পৃথিবীতে নেই। আসলে এই জীবন যুদ্ধ কিন্তু এক এক জন মানুষের জীবনে এক এক ধরনের হয়ে থাকে। কেননা সবার জীবনের যুদ্ধ কিন্তু এক নয়। কেউ যুদ্ধ করে জীবনের সুখ শান্তি অর্জনের জন্য আবার কেউ যুদ্ধ করে জীবনে উন্নতির সর্ব শিখরে পৌঁছে যাওয়ার জন্য। আসলে জীবনের যুদ্ধে যারা জয়ী হতে পারে তারাই একমাত্র এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আসলে ভীতু লোকেদের জন্য কিন্তু এই জীবন যুদ্ধ কখনোই হতে পারেনা। কেননা এই ভীতু লোকেরা সব সময় সকল ধরনের কাজকর্মকে ভয় পায় এবং তারা সেই কাজকর্ম থেকে দূরে থাকার সব সময় চেষ্টা করে। কিন্তু এই জীবনে যুদ্ধে যদি অংশগ্রহণ না করে তাহলে আমরা সবসময় পিছিয়ে থাকবো।


আসলে এখানে জীবন যুদ্ধ বলতে কিন্তু জীবনের সংগ্রামকে বোঝানো হয়েছে। কেননা এই পৃথিবীতে ধনী লোকেদের সংগ্রাম অথবা যুদ্ধ কখনো গরিব লোকেদের সঙ্গে এক হতে পারে না। আসলে এই যুদ্ধের সময় আমরা আমাদের কাছের লোকগুলোকে খুব কম দেখতে পাই। কেননা জীবনের নিজেদের যুদ্ধে নিজেদেরকেই এগিয়ে যেতে হবে। শুধুমাত্র অন্যান্য প্রিয় মানুষগুলো তাদের পাশে থাকবে এবং তাদের অনুপ্রেরণা যোগাবে। এই জীবন যুদ্ধে কিন্তু কেউ তোমাকে সামান্য একটু সাহায্য করে এগিয়ে দিতে পারবে না। কারণ নিজের যুদ্ধে নিজেকেই এগিয়ে যাওয়ার মত দৃঢ় পরিকল্পনা করতে হবে। আসলে মানুষ সব সময় সব জায়গাতে শান্তশিষ্ট ভাবে বসবাস করার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় যে যে নদীর কোন ঢেউ নেই উথাল পাথাল নেই সেই নদীকে কখন আমরা নদী বলে আখ্যায়িত করবো না।


আর মানুষের জীবনে যুদ্ধ থাকবে আবার পরাজয় থাকবে। এই জয় পরাজয় নিয়ে যারা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবে তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবে। কেননা আপনি যে জীবনে সব ক্ষেত্রে জয়ী হবেন এমন কোন কথা নেই। কোন কোন ক্ষেত্রে আপনি পরাজিত হবেন এবং পরাজিত হওয়ার পরে আপনি আবার সেই জিনিসটা পুনরায় নিজেদের জীবনে সমাধান করার চেষ্টা করবেন। আসলে কঠিন কাজগুলো দুই একবার চেষ্টা ফলে কিন্তু কখনোই সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাইতো আমাদের বারবার চেষ্টার ফলে কিন্তু এই জিনিসগুলো আমরা সমাধান করতে পারব এবং পুনরায় আমরা সেই কাজে জয়ী লাভ করতে পারব। আসলে আমরা যদি এভাবে কঠিন পরিশ্রমই হতে পারি তাহলে কিন্তু সবাই আমাদের দিকে আমাদেরকে উদাহরণ হিসেবে গ্রহণ করবে।


এই পৃথিবীতে আমরা একমাত্র কাজের মধ্য দিয়ে সারাজীবন বেঁচে থাকতে পারি। কেননা এই জীবন যুদ্ধে যারা অংশগ্রহণ করে তারা কিন্তু কখনো তাদের পেছনের দিকে ফিরে তাকায় না। তারা সবসময় চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং তাদের কাছের মানুষগুলোকে একই সঙ্গে করে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে আসল প্রকৃত যোদ্ধা তারাই যারা শুধুমাত্র স্বার্থপরের মতো নিজেরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে না। তারা অবশ্যই তাদের পারিপার্শ্বিক প্রিয় মানুষগুলোকে নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কেননা এর মাধ্যমে কিন্তু সে যেমন নিজের জীবনে জয়ী হতে পারবে তেমনি সে অন্যের জয় শামিল হতে পারবে। আর এর মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারবো যেখানে সবাই কঠোর পরিশ্রমী হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 months ago 

গল্পটি জীবনযুদ্ধের গুরুত্ব তুলে ধরে, যেখানে সংগ্রাম এবং পরাজয় একে অপরের সঙ্গী। যারা ভয় পায় এবং সংগ্রামে অংশগ্রহণ করে না, তারা কখনো সফল হতে পারে না। জীবনের পথে সফল হতে হলে, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল প্রয়োজন, এবং অন্যদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের সংগ্রামে জয়ী হতে হলে, নিজের ও অপরের জয়ের জন্য চেষ্টা করা জরুরি।

 10 months ago 

হ্যাঁ আমার মনে হয় পৃথিবীতে একটা মানুষ আজীবন বেঁচে থাকার ক্ষেত্রে তার কাজের মাধ্যমটাই সর্বপ্রথম ফুটে ওঠে। কেননা একজন মানুষ যদি কিছু ভালো কাজ করে যায় সে ক্ষেত্রে সেই মানুষ সেই ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে আজীবন বেঁচে থাকে।

 10 months ago 

জীবনটা আসলেই একটা যুদ্ধক্ষেত্র। আর এই জীবনে জয় পরাজয় থাকবেই। পরাজয় আছে বলেই তো জয়টা এতো গর্বের। তাই পরাজিত হয়ে কখনো থেমে থাকা যাবে না। বরং জয়ী হওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।