জীবন একটি কর্মযজ্ঞ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কর্মযজ্ঞ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমাদের জীবনে সবাইকে অবশ্যই কোন না কোন কিছু করে যেতে হয়। অর্থাৎ আমরা যদি ঘরের মধ্যে অলসের মতো বসে থাকি তাহলে আমরা জীবনে কোন কিছু উপভোগ করতে পারব না এবং জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবোনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের পুরো জীবনটা হলো একটা বড় কর্মযজ্ঞ। আসলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাই যে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন দিকে ছুটে চলেছে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। আসলে মানুষ কাজ করতে করতে একটা সময় হাঁপিয়ে গেলেও আবার পুনরায় নিজেকে উৎসাহ দিয়ে পুনরায় কাজ করার জন্য বের হয়ে আসছে। কেননা জীবনে যদি একবার আমরা থেমে যায় তাহলে আর কখনো সামনে হতে পারব না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সবাই মিলে সব সময় সঠিক কাজ করে যেতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব। কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে জীবনে উন্নতি লাভ করতে হলে কখনো কঠোর পরিশ্রমের দরকার নেই। কিন্তু সেই সব মানুষেরা অনেকটা মূর্খ প্রকৃতির হয়ে থাকে এবং তারা এই পৃথিবীর সম্পর্কে সঠিক কোন ধারণা কখনোই পায় না। আর এই পৃথিবীতে যারা সব সময় চেষ্টা তারা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই জীবনে উন্নতি লাভ করতে পারে এবং তাদের দেখাদেখি যদি অন্যান্য মানুষেরাও একই রকম কাজ করে যেতে পারে তাহলে তারাও কিন্তু একদিন এই পৃথিবীতে উন্নতি লাভ অবশ্যই করতে পারবে।
জীবনের এই কর্মযজ্ঞে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই যারা কিনা বিভিন্ন রকম কাজ করে। আসলে কোন কাজের সাথে কোন কাজের কখনো আমরা তুলনা করব না। কেননা এই পৃথিবীতে যেসব কাজ রয়েছে তার প্রায়ই গুলোই কিন্তু অনেক বেশি কঠিন। প্রথম দেখাতে অন্যের কাজ সহজ মনে হলেও কিন্তু সেই কাজটি যখন আপনি নিজে করতে যাবেন তখন আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। অর্থাৎ আপনি প্রথম অবস্থাতে যে জিনিস চিন্তা ভাবনা করেছেন সেই জিনিসটা তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে যাবে যখন আপনি সেই কাজটি করতে যাবেন। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই জীবনে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারবো।
আসলে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের কাজ করতে হবে। কেননা ধনী পরিবারের মত কিন্তু আমাদের নিজেদের পরিবারের লোক গুলো অতটা ধনী নয়। অর্থাৎ আমাদের পরিবারের মানুষগুলোকে পরিচালনা করার জন্য সর্বপ্রথম আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় এবং সেই কাজকর্ম করে অর্থ উপার্জন করতে হয়। আর আমরা যদি সবাই মিলে অল্প অল্প করে কঠোর পরিশ্রম করতে করতে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারবো। আসলে এই জীবনের কর্মযজ্ঞে সবাইকে অবশ্যই নিয়োজিত হতে হবে এবং কাজের মাধ্যমে নিজের জীবনটাকে কাটিয়ে দিতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
