Sort:  
 2 years ago 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক।

কবে,পরশুও তো মনে কথা হলো।

 2 years ago 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।ভাইয়া,মৃত্যুর কথা শুনে সত্যি মনটা একদম ভেঙে গিয়েছে। উনি খুব ভালো মনের একটা মানুষ ছিল।আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।(আমিন )

 2 years ago 

আপনার বাবার জন্য দোয়া রইল ভাই। আপনি এগিয়ে যাবেন এই দোয়াই রইল। পাশে আছি আপনার 😍😍❣️❣️🥰🥰🥰

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

 2 years ago 

কি বলবো ভাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনার বাবা আমার অনেক প্রিয় একটা মানুষ ছিল উনাকে আমি মন থেকে অনেক ভালোবাসতাম এবং আমি ওনার গানের ফ্যান ছিলাম। 😢 কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারছিনা গত দ্বিতীয় হ্যাংআউটে গান গাইতে গাইতে উনার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল তাও অনেকখানি গাইতে পেরেছিলেন । আমরা আদর করে উনাকে জেমস ভাই বলে ডাকতাম।,😭😭😭😭😭

গান আমিই গাইতাম ভাই। বাবা মারা গেছে ৫ মাস হয়ে গেলো। দাদা ও বড় ভাইদের আদেশক্রমে আমি পূনরায় ভেরিফিকেশন পোস্ট করেছি। উত্তরাধিকারসূত্রে এই একাউন্ট এর কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছেন।

 2 years ago 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন উনাকে জান্নাত দান করে। শুনে খুবই খারাপ লাগলো। আপনার বাবা খুব সুন্দর আর্ট এবং কবিতা আবৃত্তি করতেন। উনার কবিতা আবৃত্তি এবং গান খুবই ভালো লাগতো। সত্যি বিশ্বাস করতে পারছি না দেলোয়ার ভাই আর পৃথিবীতে নেই।

 2 years ago 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা কাছে প্রার্থনা করি আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতে নসিপ করেন আমিন।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

পোস্ট টা পড়ে খুবই কষ্ট পেলাম। আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তিনি যেনো জান্নাত বাসি হতে পারে। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পোস্টটা পড়ে খুবই কষ্ট পেলাম। তারপরেও আপনার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তিনি যেন ওপারে খুবই শান্তিতে থাকেন।

 2 years ago 

ভাইয়া আপনার পোষ্টটি পড়ে আমি একটু কনফিউজড। আপনি কি বিস্তারিত বলবেন যে আপনার বাবা কবে মারা গিয়েছেন? আর যে ছবিগুলো আর্ট করে পোস্ট করা হতো এবং গান যে গাইতো সে কি আপনার বাবা ছিল না আপনি ছিলেন? প্লিজ একটু দয়া করে একটু জানাবেন। আর আপনার বাবার জন্য দোয়া রইল আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

বাবা ৫ মাস আগে মারা গিয়েছে। আমি সবকিছু পরিচালনা করতাম। এখন দাদা এবং সকল ভাইদের আদেশক্রমে পূনরায় ভেরিফিকেশন পোস্ট করলাম। আর আর্ট, গান এর যে বিষয়গুলোর কথা বলছেন,সবই আমি করি।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69229.38
ETH 3686.26
USDT 1.00
SBD 3.43