"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আমি আপনাদের মাঝে চারটি অনু কবিতা নিয়ে হাজির হলাম। সমাজের প্রতি ভালোবাসা সমাজের প্রতি মনের অনুভূতি প্রিয় মানুষের জন্য মনের অনুভূতি, থেকে লেখা আমার এই কবিতা। আসলে ছন্দে মিলিয়ে কবিতা লেখার চেষ্টা করে থাকি। আসলে কবিতা আমার লিখতে যেমন ভালো লাগে, তেমনি পড়তেও আমি খুবই ভালোবাসি। তাই তো সময় পেলে এবং কিছু মুহূর্ত অনুভব করলেই আমি কবিতা লেখা শুরু করে দেই। সেখান থেকে লেখা আমার এই চারটি অনু কবিতা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

হাত বাড়ালেই মানুষ হওয়া যায়,
ভালোবাসার ভাষা কোনো শর্ত চায় না।
অচেনা মুখের চোখে যখন ভরসা জাগে,
সেই মুহূর্তেই সমাজ নতুন করে সাজে।
একটু সহানুভূতি, একটু সময় দিলেই,
ভেঙে যায় দূরত্ব, মানবতা জ্বলে উঠেই।

অনু কবিতা-২

ধর্ম, বর্ণ, পরিচয় পরে হোক,
মানুষটাই থাকুক সবার আগে।
একই আকাশের নিচে দাঁড়িয়ে,
আমরা সবাই তো সমান ভাগে।
ভালোবাসার চোখে দেখলে বুঝি,
ভেদাভেদ আসলে কাগজের দাগে।

অনু কবিতা-৩

অল্প থাকলেও ভাগ করে নিলে,
কষ্ট একা বসবাস করে না।
এক মুঠো ভাত, এক চিলতে হাসি,
অনেক অন্ধকার আলো পায় তাতেই।
ভালোবাসা যখন ছড়ায় সমাজে,
অসহায় মন শক্তি খুঁজে পায় সহজে।

অনু কবিতা-৪

আমি-তুমি আলাদা নয়,
আমরা বলেই সমাজের শুরু।
একসাথে হাঁটলে পথ সহজ হয়,
কমে যায় ভয়ের কুয়াশা গুঁড়ো গুঁড়ো।
ভালোবাসা হাতে হাত রেখে চলে,
তখনই সমাজ সত্যিকারের মানুষ হয়ে ওঠে।

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 days ago 

ভাই আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি আজকেও দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।