"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসি তোমাকে 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম। এই কবিতাটি পড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। মনের অনুভূতি এবং প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখায় আমার এই কবিতাটি। আসলে প্রিয় মানুষের প্রতি মনের আবেগ মনের যে ভালোবাসা এবং কল্পনার চেয়ে ভালোবাসা রয়েছে সেগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তবে কবিতার মাধ্যমে প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি প্রকাশ করার মধ্যে অন্যরকম ভালো লাগার কাজ করেন। তাই আমি সময় পেলেই কবিতা লিখে থাকি। আজকে তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লেখা আমার এই কবিতাটি শেয়ার করলাম, আপনাদের ভালো লাগবে।
ভালোবাসি তোমাকে,
নীরব সন্ধ্যার আলোয়,
চুপচাপ ঝরে পড়া স্বপ্নেরই ছায়ায়।
ভালোবাসি তোমাকে,
শিশির ভেজা ভোরে,
সূর্যের প্রথম হাসি যখন মনে জাগে ধীরে।
তোমার চোখে দেখি আমি অনন্ত আকাশ,
নীলিমার বুকে লেখা হাজারো প্রকাশ।
তোমার কণ্ঠে মিশে থাকে মধুর সংগীত,
ভাঙা হৃদয় পায় সেখানে শান্তিরই প্রীত।
ভালোবাসি তোমাকে বাতাসের স্পর্শে,
যেন নামটা তোমার লেখা থাকে নিঃশ্বাসে।
ভালোবাসি তোমাকে রাতের নীরবতায়,
চাঁদের আলো বলে যায় গোপন কথায়।
তুমি আমার সকাল, তুমি আমার রাত,
তুমি ছাড়া জীবনের থেমে যায় সব পথ।
তোমার হাসিতে লুকায় হাজারো রং,
দুঃখের কালো মেঘে জাগে সুখের ঢং।
ভালোবাসি তোমাকে ঝরঝরে বৃষ্টিতে,
ভিজে যাওয়া স্বপ্নগুলো নাচে অনুভূতিতে।
ভালোবাসি তোমাকে অলস বিকেলে,
চায়ের কাপে ভাসে নাম তোমারই খেলায়।
যদি ঝড় আসে জীবনে,
যদি আসে আঁধার,
হাতটা ধরে বলবো,আমি আছি তোমার।
শেষ নিঃশ্বাসে বলবো নিঃশব্দ ভাষায়,
ভালোবাসি তোমাকেএই জীবন,
পরজন্মের আশায়।
💗🙏💗।





ওয়াও আপনি আজকেও দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনার লেখা এরকম প্রিয় মানুষ কে নিয়ে কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।