ভিডিওগ্রাফি || আমার পোষা কবুতর পালনের সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240325_155435.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার পালন করা কবুতরের ভিডিওগ্রাফি নিয়ে আসলাম।এর আগে আমি আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে আমার কবুতরের ভিডিওগ্রাফি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে আমি কবুতর পালন করা শুরু করে দিয়েছি বেশ কিছুদিন আগে। আমার এক বড় ভাইয় যখন কবুতর পালন করেছিল তার বাসায় গিয়েছিলাম।তখন তার কবুতর পালন করার দেখে আমারও খুব ইচ্ছা জেগেছিল। সেখান থেকে আমি কবুতর পালন করা শুরু করি। ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর নিয়েছিলাম। আর কিছু কবুতর আমি অনলাইনের মাধ্যমে কিনেছিলাম। আমি আমার বাসার বেলকুনিতে এই কবুতর গুলো পালন করছি। আর সেখান থেকে অনেকগুলো কবুতরি আমার হয়েছে। যার কারণে আমার খুবই ভালো লাগে। কারণ এই কবুতরের সাথে আমি প্রতি দিন কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করি।

IMG_20240325_212603.jpg

আসলে কবুতর শান্তির প্রতি। কবুতরের সাথে কিছু মুহূর্ত উপভোগ করতে নিজেও শান্তি লাগে।বর্তমানে কবুতর পালন করার মধ্যে কোন লাভবান নেই।খাবারের যে দাম। কিন্তু কবুতর মানুষ সখের বসে পালন করে থাকে। আর আমি তাই সখের বসে পালন করছি।আমি বিদেশী যাতে কবুতর পালন করছি। এই কবুতরের খরচ অনেক। খাবারের দাম অনেক বেশি তারপরে আমি আমার ভালোবাসা থেকে এই কবুতর গুলো পালন করে যাচ্ছি।আর এই কবুতরের সাথে আমার প্রতিদিন অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করা হয়। আসলে কবুতরের সাথে কথা বলা কবুতরের সাথে সময় কাটালে মন অনেক ভালো হয়ে যায়। যার কারণে আমি এই কবুতরগুলো পালন করতে পেরে অনেক আনন্দিত। তাই আপনাদের মাঝে আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আমার কবুতরের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে।


কবুতরের ভিডিওগ্রাফি👇


তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার পালন করা কবুতরের ভিডিও শেয়ার করতে পেরে অনেক আনন্দিত। আশা করছি আমার এই কবুতরের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। আসলে যাদের মন খারাপ থাকে যারা একাকী বোধ করে তারা যদি কবুতর পালন করেতে পারেন। কবুতরের সাথে সময় পার করেলে আমার মনে হয় একাকীত্ব দূর হয়ে যাবে।তাই আমিও কবুতর পালন করছি,আপনারা যারা কবুতর ভালোবাসেন তারাও কবুতর পালন করতে পারেন।আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন ভিডিওগ্রাফি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ দোয়া রইল।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

কবুতর শান্তির প্রতীক এবং আমার ভীষণ পছন্দের পাখি। আপনি আপনার এক বড় ভাই থেকে এদের সংগ্রহ করেছেন এবং বর্তমানে বেশ কিছু কবুতর রয়েছে আপনার। যাইহোক ভিডিওগ্রাফিটা আমার অসাধারণ লেগেছে। আর আপনি ভিডিওর মাঝে বেশ সুন্দর বর্ননা দেয়ার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পোস্ট উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার পোষা কবুতরের খুবই সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পাখি পালন করতে আমারও অনেক ভালো লাগে। যদিও আমার বাড়িতে কোন কবুতর নাই কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে।

 last month 

আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে। আসলে আপনার বাড়িতে পোষাক কবুতর নেই কিন্তু পাখি রয়েছে, পাখি আমার কাছে রয়েছে পাখি পালতে খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 last month 

কবুতর হল শান্তির প্রতীক। ভাইয়া আপনার পোষা কবুতরের ভিডিওগ্রাফি দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমার ছোট ভাই ও কবুতর পুষতে খুব পছন্দ করে। আপনার ভিডিওগ্রাফিটি অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিওগ্রাফি টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

কবুতর শান্তির প্রতিক, এই কবুতর পালতে খুবই ভালো লাগে। আপনার ভাই ও কবুতর পালতে ভালোবাসা জানতে পেরে খুশি হলাম।

Posted using SteemPro Mobile

 last month 

আসলে কবুতর হচ্ছে একটা সখের জিনিস, এর উপর আমি অনেক আসক্ত। আমার ২০ টা মতো কবুতর বাড়িতে রয়েছে যাই হোক। কবুতরগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে ভিডিওগ্রাফিটা চমৎকার ছিল।

Posted using SteemPro Mobile

 last month 

আসলে যারা কবুতর পালন করে তারা কবুতরের মায়া পড়ে যায়। আপনার ২০টির মতো কবুতর আছে জানতে পেরে খুশি হলাম মন্তব্য যেন ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last month 

ভাই আপনার কবুতরের ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলেই কবুতর যারা পালন করে তাদের অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কারণ কবুতরের মায়ায় তারা পড়ে যায় যার কারণে তাদের মন খুবই ভালো থাকে। আপনি দেখলাম অনেক ধরনের কবুতর পালন করছেন।আর গ্রিজেলেও রেসার কবুতর আমার খুবই ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ। কহার কবুতরের বাচ্চাগুলো বেশি কিউট লেগেছে।

 last month 

কবুতর অনেক শখের একটি জিনিস। আপনার কবুতরগুলো দেখে খুব ভালো লাগলো। আপনিও ভিডিওগ্রাফির মাধ্যমে কবুতরের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last month 

কবুতর কিন্তু আমরা শখ করে পুষে থাকি। এগুলা আর্থিক দিক থেকে আমাদের লাভবান করে থাকে আবার পারিবারিক চাহিদা পূরণ হয়। তবে এই পাখিটা আমাদের সকলের প্রিয় খুব সহজে পোষ মানানো যায় এবং উৎপাদন করা যায়। বেশ ভালো লাগলো আপনার সুন্দর ভিডিও ধারণ করা দেখে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63956.43
ETH 3320.30
USDT 1.00
SBD 3.92