বৃত্তের ভিতর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #212
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। শীত কিন্তু এসেই গেলো দেখতে দেখতে। আশা করি খুব দ্রুতই তীব্র শীত পরবে। আর শীতের আবহাওয়া আমার খুবই পছন্দের। তো আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১০০০X১০০০ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি প্রথম লেয়ারটিকে একদম কালো রঙ দিয়ে ভরাট করি।
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল দিয়ে একটি বৃত্তাকার অংশ কেটে নেই আগের লেয়ার থেকে। পরে সেটিকে গ্র্যাডিয়েন্ট রঙ দিয়ে ভরাট করি।
এবার বৃত্তের ভেতর সাইড থেকে কিছু অংশ কেটে নিয়ে সেটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।
এবার মাঝের দিকে মাটির অংশ বা পাড় তৈরি করি।
এবার আকাশে কাস্টম ব্রাশ এর মাধ্যমে মেঘ যুক্ত করে দেই।
এবার সেই মাঝের পাড়ে কিছু গাছ যুক্ত করি কাস্টম ব্রাশ টুল এর মধ্যমে।
এবার কালার কারেকশন এর মাধ্যমে ছবির সৌন্দর্য বৃদ্ধি করি।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল অংকন শেয়ার করে থাকেন। অনেক আগে থেকেই আপনার এরকম সুন্দর সুন্দর ডিজিটাল অংকন দেখে যাচ্ছি, বৃত্তের ভেতরে দারুন একটা প্রকৃতির অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে দূরে ওই গাছের দৃশ্যগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি ভাইয়া ভালো কিছু দেওয়ার চেষ্টায় থাকি সব সময়।
https://x.com/razuahmed788/status/1865469549451338179
অনেকদিন পরে আপনার অঙ্কন করা ডিজিটাল আর্ট আমার চোখের সামনে আসলো। আপনি আসলেই অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে চিত্র অঙ্কন করতে পারেন। বৃত্তের মধ্যকার প্রাকৃতিক দৃশ্যটা আসলেই অনেক সুন্দর হয়েছে।
আসলে এখন আর খুব একটা ডিজিটাল আর্ট করা হয়না। সপ্তাহে একটা করি হয়তো।
বৃত্তের ভিতর প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন আপনি খুবই সুন্দরভাবে করেছেন। এই ডিজিটাল চিত্রটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ ভাই। আসলে আপনাদের থেকেই অনুপ্রেরণা পাই খুব।
দৃশ্যটি দেখে আমি তো প্রথমে ভাবলাম এটা বুঝি সত্যিকারের প্রাকৃতিক দৃশ্য। কিন্তু পড়ে বুঝতে পারলাম যে এটা সত্যি না। জাস্ট অঙ্কন করা একটি দৃশ্য। তাও আবার গ্রাফিক্স ডিজাইন। আমার কাছে আজকের আর্ট টি কিন্তু দারুন লেগেছে।
চেষ্টা করেছি আপু সুন্দর করে করার।
ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর ডিজিটাল আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বৃত্তের ভিতর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। আপনার আর্ট করা এতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে বেশ ভালো লাগলো। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।
ডিজিটাল আর্ট আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ভাই।
ভাই আমি প্রথমে এই চমৎকার দৃশ্যটা দেখে ভেবেছিলাম মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করা। এরপর টাইটেল পড়ে বুঝতে পারকরেছেন এটি আপনি কম্পিউটার দিয়ে করেছেন। সত্যি বলতে এত সুন্দর ডিজিটাল আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তৈরি পদ্ধতি খুবই সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জ্বি ভাইয়া। আসলে কম্পিউটার দিয়ে আর্ট করতে ভালো লাগে।
কি সুন্দর এঁকেছেন ডিজিটাল আর্ট। কম্পিউটার বা ল্যাপটপে কাজগুলো খুব সুন্দর এবং নিখুঁত হয়। যদিও আজকাল মোবাইলেও নানান অ্যাপ এসে যাওয়ায় কাজগুলো সহজেই করা যায়। আমার খুব ভালো লাগে এবং ইচ্ছেও হয় করতে কিন্তু আমি জানি না দেখি কখনো শিখতে পারি নাকি।
জ্বি। তবে আমি ফোনে পারিনা তেমন একটা। আসলে যে যেটায় দক্ষ আরকি।
ডিজিটাল আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি বৃত্তের মধ্যে চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। তবে ডিজিটাল আর্ট এর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। সত্যি বলতে আপনার ডিজিটাল আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল আর্ট এর প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।